হায়দরাবাদ, 4 জুন: 'ভুলভুলাইয়া-টু' এর সাফল্যের পর সিলভার স্ক্রিনে আবারও কার্তিক আরিয়ান ও কিয়ারা আদবানি ম্যাজিক ৷ মুক্তির অপেক্ষায় এই জুটির দ্বিতীয় ছবি 'সত্যপ্রেম কি কথা' ৷ রোম্যান্সে ভরপুর মিউজিক্যাল সাগা এই ছবি দর্শকদের মধ্যে তৈরি করেছে কৌতূহল ৷ অবশেষে প্রতীক্ষার অবসান ৷ কবে আসছে এই ছবির ট্রেলার নতুন পোস্টার, শেয়ার করে জানিয়েছেন ছবির দুই তারকা ৷
2022-এ মুক্তি পেয়েছিল হরর কমেডি ছবি 'ভুল ভুলাইয়া-টু' ৷ আনিজ বাজমি পরিচালিত এই ছবি বক্সঅফিসে ব্যাপক সাড়া ফেলেছিল ৷ 65-70 কোটি টাকার বাজেটের এই ছবির পকেটে এসেছিল প্রায় 266 কোটি টাকা ৷ একদিকে চিত্রনাট্য অন্যদিকে রুহান রানধাওয়া ও রীত ঠাকুর থুড়ি কার্তিক ও কিয়ারার অনস্ক্রিন রোম্যান্স দর্শকদের মোহিত করেছিল ৷
সেই ম্যাজিক এবার সমীর ভিদওয়ানস তৈরি করেছেন 'সত্যপ্রেম কি কথা' ছবিতে ৷ রবিবার সোশাল মাধ্যমে কার্তিক আরিয়ান, কিয়ারা আদবানি ও পরিচালক স্বয়ং শেয়ার করেছেন ছবির নতুন পোস্টার ৷ পাশাপাশি সামনে এনেছেন ছবির ট্রেলার মুক্তির তারিখও ৷ পরিচালক সমীর পোস্টে লিখেছেন, "এই জুনে সত্যিকারের ভালোবাসা খুঁজে পাবে নতুন এক মানে ৷ সত্য প্রেম কি কথা ট্রেলার মুক্তি পাচ্ছে সোমবার ঠিক সকাল 11টা 11 মিনিটে ৷"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
কার্তিক আরিয়ান লিখেছেন, "আজকের পর থেকে তুমি আমারই থেকো ৷ ট্রেলার আসছে আগামীকাল অর্থাৎ 5 জুন ঠিক সকাল 11টা 11তে ৷" এই পোস্ট শেয়ার হতেই অনুরাগীরা শুভেচ্ছাবার্তা দিয়েছেন ছবির তারকাদের ৷ এক অনুরাগী লিখেছেন, "সত্তু ও কথার সঙ্গে সাক্ষাৎ করতে মুখিয়ে রয়েছি ৷" অন্য এক অনুরাগী মন্তব্য করে বলেছেন, 2023-এর সবচেয়ে অপেক্ষাকৃত রোম্যান্টিক ছবি সত্যপ্রেম কি কথা ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: 'তোমাকে গর্বিত করব', পারভীন বাবির বায়োপিকে উর্বশী
ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুপ্রিয়া পাঠক কাপুর, গজরাজ রাও, রাজপাল যাদব, শিখা তালসানিয়া ও সিদ্ধার্থ রন্ধেরিয়া ৷ ছবির প্রথম গান 'নসিব সে' ইতিমধ্যেই এসেছে সামনে ৷ এই গান দেখেই বোঝা যায়, অনস্ক্রিন কার্তিক-কিয়ারার রোম্যান্স কতটা মজেছে ৷ গানটি গেয়েছেন পায়েল দেব ও বিশাল মিশ্রা ৷ ভূস্বর্গ কাশ্মীরকে সাক্ষী রেখে নতুন এক প্রেমের কাহিনী দর্শক উপহার পেতে চলেছে 29 জুন ৷