ETV Bharat / entertainment

Kartik Aaryan in Aashiqui 3: সুপার ফর্মে কার্তিক, 'আশিকি 3'-এ এবার অনুরাগ-আরিয়ান জুটি - Kartik Anurag New Film Aashiqui 3

এবার 'আশিকি 3' ছবিতেও মুখ্যভূমিকায় অভিনয় করবেন কার্তিক আরিয়ান (Kartik Aaryan in Aashiqui 3 )৷ অনুরাগ বসুর পরিচালনায় পর্দায় আসতে চলেছে এই ছবি ৷

Kartik Aaryan in Aashiqui 3
'আশিকি 3'-এ এবার অনুরাগ-আরিয়ান জুটি
author img

By

Published : Sep 5, 2022, 11:41 AM IST

মুম্বই, 5 সেপ্টেম্বর: অভিনেতা কার্তিক আরিয়ান এখন রীতিমতো সুপার ফর্মে রয়েছেন ৷ এবার 'আশিকি 3' ছবিতেও মুখ্যভূমিকায় দেখা যাবে এই নায়ককে(Kartik Aaryan in Aashiqui 3) ৷ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুরাগ বসু(Kartik Aaryan Anurag Basu Aashiqui 3 ) ৷ তবে 'আশিকি'-র এই নতুন পর্বে প্রধাণ নারী চরিত্রে কাকে দেখা যাবে তা নিয়ে অবশ্য এখনও মুখ খোলেননি নির্মাতারা ৷

এই ধরণের একটি সুপারহিট ছবির সিক্য়ুয়ালে কাজের সুযোগ পেয়ে রীতিমতো উৎফুল্ল কার্তিক আরিয়ান(Kartik Anurag New Film Aashiqui 3) ৷ অভিনেতা বলেন, "চিরকালীন একটি ক্লাসিক আশিকি। এটা এমন একটি সিরিজ যা দেখতে দেখতে আমি বড় হয়েছি ৷ তাই আশিকি 3-তে(Aashiqui 3) কাজ করার সুযোগ আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো ৷ ভূষণ কুমার এবং মুকেশ ভাটের সঙ্গে কাজ করার সুযোগ সত্যিই খুব কৃতজ্ঞ বোধ করছি ৷ আমি অনুরাগ বসুর কাজের একজন বড় ভক্ত ছিলাম আর তাঁর সঙ্গেই এই কাজ শুরু করতে পেরে আমার জন্য নিশ্চই আরও অনেক দিক খুলে দেবে ৷ "

অনুরাগ নিজেও এই ছবি নিয়ে যথেষ্ট উত্তেজিত ৷ তিনি বলেন,"আশিকি এবং আশিকি 2 ভক্তদের জন্য আবেগের অপর নাম ৷ আজও একইভাবে তা হৃদয়ে রয় গিয়েছে ৷ এখন লক্ষ্য সবচেয়ে ভালোভাবে এই ঘরনাকে এগিয়ে নিয়ে যাওয়া ৷ কার্তিক আরিয়ানের সঙ্গে এটা আমার প্রথম কাজ হবে । কঠোর পরিশ্রমের জন্যই কার্তিক পরিচিত ।"

আরও পড়ুন: ঋষি কাপুরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আবেগী পোস্ট নীতুর

মহেশ ভাট পরিচালিত মূল চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিল 1990 সালে ৷ এই ছবির পরেই রাহুল রায় এবং অনু আগারওয়াল রাতারাতি সেনসেশন হয়ে ওঠেন ৷ এরপর 2013 সালে মোহিত সুরির পরিচালনায় মুক্তি পায় এই ছবির দ্বিতীয় পর্ব ৷ অভিনয় করেন শ্রদ্ধা কাপুর এবং আদিত্য রায় কাপুর ৷ বেশ সাফল্য পেয়েছিল এই ছবি ৷

মুম্বই, 5 সেপ্টেম্বর: অভিনেতা কার্তিক আরিয়ান এখন রীতিমতো সুপার ফর্মে রয়েছেন ৷ এবার 'আশিকি 3' ছবিতেও মুখ্যভূমিকায় দেখা যাবে এই নায়ককে(Kartik Aaryan in Aashiqui 3) ৷ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুরাগ বসু(Kartik Aaryan Anurag Basu Aashiqui 3 ) ৷ তবে 'আশিকি'-র এই নতুন পর্বে প্রধাণ নারী চরিত্রে কাকে দেখা যাবে তা নিয়ে অবশ্য এখনও মুখ খোলেননি নির্মাতারা ৷

এই ধরণের একটি সুপারহিট ছবির সিক্য়ুয়ালে কাজের সুযোগ পেয়ে রীতিমতো উৎফুল্ল কার্তিক আরিয়ান(Kartik Anurag New Film Aashiqui 3) ৷ অভিনেতা বলেন, "চিরকালীন একটি ক্লাসিক আশিকি। এটা এমন একটি সিরিজ যা দেখতে দেখতে আমি বড় হয়েছি ৷ তাই আশিকি 3-তে(Aashiqui 3) কাজ করার সুযোগ আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো ৷ ভূষণ কুমার এবং মুকেশ ভাটের সঙ্গে কাজ করার সুযোগ সত্যিই খুব কৃতজ্ঞ বোধ করছি ৷ আমি অনুরাগ বসুর কাজের একজন বড় ভক্ত ছিলাম আর তাঁর সঙ্গেই এই কাজ শুরু করতে পেরে আমার জন্য নিশ্চই আরও অনেক দিক খুলে দেবে ৷ "

অনুরাগ নিজেও এই ছবি নিয়ে যথেষ্ট উত্তেজিত ৷ তিনি বলেন,"আশিকি এবং আশিকি 2 ভক্তদের জন্য আবেগের অপর নাম ৷ আজও একইভাবে তা হৃদয়ে রয় গিয়েছে ৷ এখন লক্ষ্য সবচেয়ে ভালোভাবে এই ঘরনাকে এগিয়ে নিয়ে যাওয়া ৷ কার্তিক আরিয়ানের সঙ্গে এটা আমার প্রথম কাজ হবে । কঠোর পরিশ্রমের জন্যই কার্তিক পরিচিত ।"

আরও পড়ুন: ঋষি কাপুরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আবেগী পোস্ট নীতুর

মহেশ ভাট পরিচালিত মূল চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিল 1990 সালে ৷ এই ছবির পরেই রাহুল রায় এবং অনু আগারওয়াল রাতারাতি সেনসেশন হয়ে ওঠেন ৷ এরপর 2013 সালে মোহিত সুরির পরিচালনায় মুক্তি পায় এই ছবির দ্বিতীয় পর্ব ৷ অভিনয় করেন শ্রদ্ধা কাপুর এবং আদিত্য রায় কাপুর ৷ বেশ সাফল্য পেয়েছিল এই ছবি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.