ETV Bharat / entertainment

নজরকাড়া বলি তারকাদের ওটিটি জার্নি, ছাপ ফেললেন করিনা-করিশ্মা থেকে পঙ্কজ-সিদ্ধার্থ - Bollywood Celeb on OTT

Bollywood Celeb on OTT Platform: কেকে মেনন বা পঙ্কজ ত্রিপাঠির মতো অভিনেতারা আগেও ওটিটি প্ল্যাটফর্মে নজর কেড়েছেন ৷ তবে 2023-এ করিনা কাপুর খান, করিশ্মা তান্নার নাম অবশ্যই করতে হয় ৷ দেখে নেওয়া যাক চলতি বছরে সেরা ওটিটি তারকাদের জার্নি ৷

Bollywood Celeb on OTT Platform
নজরকাড়া বলি তারকাদের ওটিটি জার্নি
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 31, 2023, 7:20 PM IST

মুম্বই, 31 ডিসেম্বর: সিনে পর্দায় যেমন পাঠান, জওয়ান, টাইগার, অ্যানিম্যাল ঝড় তুলেছে চলতি বছর তেমনই ওটিটি প্ল্যাটফর্মেও সিনে তারকারা ছাপ ফেলেছেন দর্শক মনে ৷ এক নজরে দেখে নেওয়া যাক, ওটিটি দুনিয়ায় কোন তারকাদের কাজ এসেছে চর্চায় ৷

করিনা কাপুর খান- প্রথমবার ওটিটি দুনিয়ায় পা রাখে করিনা ৷ ক্রিমিনাল ইনভেস্টিগেশন থ্রিলার জানে জা মুক্তির পর করিনার অভিনয় দর্শক দরবারে নজর কাড়ে ৷ এর সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, "প্রথমবার দর্শক আমাকে এইভাবে দেখল ৷ প্রথমবার এই সিনেমার চিত্রনাট্য শোনার পরেই হ্যাঁ বলেছিলাম ৷ জয়দীপ ও বিজয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অনবদ্য ৷"

কেকে মেনন- ওটিটির পর্দায় একাধিকবার নিজের অভিনয় দক্ষতায় চমকে দিয়েছেন কেকে মেনন ৷ এবারও তার ব্যতিক্রম হয়নি ৷ দ্য রেলওয়ে মেন সিরিজে যেভাবে তিনি অভিনয় করেছেন এককথায় অনবদ্য ৷ 1984 সালের ভোপাল গ্যাল লিক ঘটনার প্রেক্ষাপটে রেল মাস্টারের চরিত্রে তাঁর অভিনয় মনে রাখার মতো ৷ সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, "আমাকে এই সিরিজের গল্প আকৃষ্ট করেছে ৷ ভোপাল এক্সপ্রেস ছবি করার কারণে এই ট্রাজেডি আগেও ভিন্নভাবে তুলে ধরা হয়েছে ৷ তবে আমার কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল একজন রেল আধিকারিকেক চরিত্র ৷"

পঙ্কজ ত্রিপাঠি- ওটিটিতে মুক্তি পাওয়া কড়ক সিং ছবিতে একে শ্রীবাস্তব চরিত্রে পঙ্কজ ত্রিপাঠির অভিনয় ছাপ ফেলে দর্শক মনে ৷ তিনি নিজেও সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এই সিনেমা দেখার সময় তাঁর চোখে জল এসেছিল ৷ অন্যধরনের এই ছবি ৷ তিনি নিজেক 'কড়ক' না হলেও ছবি 'কড়ক' হয়েছে ৷

সিদ্ধান্ত চতুর্বেদী- সম্প্রতি মুক্তি পেয়েছ খো গয়ে হাম কাহা ছবিটি ৷ ডিজিটাল জেনারেশনে টিনএজদের অনুভূতি, স্বপ্ন, বাস্তব কীভাবে জীবনকে তোলপাড় করে তাই তুলে ধরা হয়েছে ছবিতে ৷

করিশ্মা তান্না- ক্রাইম জার্নালিস্ট জাগ্রুতি পাঠকের চরিত্রে অভিনেত্রী করিশ্মা তন্নার অভিনয় তাঁকে নিয়ে গিয়েছে খ্যাতির শিখরে ৷ স্কুপ সিরিজে তাঁর অনবদ্য অভিনয় প্রশংসিত হয় বিদেশের মাটিতে ৷ বুসান ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট লিড অ্যাকট্রেসের পুরস্কার পান করিশ্মা তান্না ৷

ওয়ামিকা গাব্বি- বিশাল ভরদ্বাজের চার্লি চোপড়া অ্যান্ড দ্য মিস্ট্রি অফ সোলাঙ্গ ভ্যালি-তে প্রশংসিত হয় ওয়ামিকার অভিনয় ৷ এছাড়াও জুবিলি ও খুফিয়া সিরিজেও নজর কাড়েন অভিনেত্রী ৷

আরও পড়ুন

1. 'কাল থেকে এই মঞ্চ আর সেজে উঠবে না!' অশ্রুসজল চোখে 'কেবিসি'কে বিদায় বিগ বি'র

2. 'বক্স অফিসের কথা ভেবে ছবি বানাই না', 'সালার'-'ডাঙ্কি' বিগব্যাটলের মাঝে সাফ বার্তা রাজকুমারের

3. টিনসেল টাউনে সিনে তারকাদের ঘটনার ঘনঘটা, ফিরে দেখা শিরোনামে আসা মুহূর্তগুলি

মুম্বই, 31 ডিসেম্বর: সিনে পর্দায় যেমন পাঠান, জওয়ান, টাইগার, অ্যানিম্যাল ঝড় তুলেছে চলতি বছর তেমনই ওটিটি প্ল্যাটফর্মেও সিনে তারকারা ছাপ ফেলেছেন দর্শক মনে ৷ এক নজরে দেখে নেওয়া যাক, ওটিটি দুনিয়ায় কোন তারকাদের কাজ এসেছে চর্চায় ৷

করিনা কাপুর খান- প্রথমবার ওটিটি দুনিয়ায় পা রাখে করিনা ৷ ক্রিমিনাল ইনভেস্টিগেশন থ্রিলার জানে জা মুক্তির পর করিনার অভিনয় দর্শক দরবারে নজর কাড়ে ৷ এর সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, "প্রথমবার দর্শক আমাকে এইভাবে দেখল ৷ প্রথমবার এই সিনেমার চিত্রনাট্য শোনার পরেই হ্যাঁ বলেছিলাম ৷ জয়দীপ ও বিজয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অনবদ্য ৷"

কেকে মেনন- ওটিটির পর্দায় একাধিকবার নিজের অভিনয় দক্ষতায় চমকে দিয়েছেন কেকে মেনন ৷ এবারও তার ব্যতিক্রম হয়নি ৷ দ্য রেলওয়ে মেন সিরিজে যেভাবে তিনি অভিনয় করেছেন এককথায় অনবদ্য ৷ 1984 সালের ভোপাল গ্যাল লিক ঘটনার প্রেক্ষাপটে রেল মাস্টারের চরিত্রে তাঁর অভিনয় মনে রাখার মতো ৷ সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, "আমাকে এই সিরিজের গল্প আকৃষ্ট করেছে ৷ ভোপাল এক্সপ্রেস ছবি করার কারণে এই ট্রাজেডি আগেও ভিন্নভাবে তুলে ধরা হয়েছে ৷ তবে আমার কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল একজন রেল আধিকারিকেক চরিত্র ৷"

পঙ্কজ ত্রিপাঠি- ওটিটিতে মুক্তি পাওয়া কড়ক সিং ছবিতে একে শ্রীবাস্তব চরিত্রে পঙ্কজ ত্রিপাঠির অভিনয় ছাপ ফেলে দর্শক মনে ৷ তিনি নিজেও সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এই সিনেমা দেখার সময় তাঁর চোখে জল এসেছিল ৷ অন্যধরনের এই ছবি ৷ তিনি নিজেক 'কড়ক' না হলেও ছবি 'কড়ক' হয়েছে ৷

সিদ্ধান্ত চতুর্বেদী- সম্প্রতি মুক্তি পেয়েছ খো গয়ে হাম কাহা ছবিটি ৷ ডিজিটাল জেনারেশনে টিনএজদের অনুভূতি, স্বপ্ন, বাস্তব কীভাবে জীবনকে তোলপাড় করে তাই তুলে ধরা হয়েছে ছবিতে ৷

করিশ্মা তান্না- ক্রাইম জার্নালিস্ট জাগ্রুতি পাঠকের চরিত্রে অভিনেত্রী করিশ্মা তন্নার অভিনয় তাঁকে নিয়ে গিয়েছে খ্যাতির শিখরে ৷ স্কুপ সিরিজে তাঁর অনবদ্য অভিনয় প্রশংসিত হয় বিদেশের মাটিতে ৷ বুসান ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট লিড অ্যাকট্রেসের পুরস্কার পান করিশ্মা তান্না ৷

ওয়ামিকা গাব্বি- বিশাল ভরদ্বাজের চার্লি চোপড়া অ্যান্ড দ্য মিস্ট্রি অফ সোলাঙ্গ ভ্যালি-তে প্রশংসিত হয় ওয়ামিকার অভিনয় ৷ এছাড়াও জুবিলি ও খুফিয়া সিরিজেও নজর কাড়েন অভিনেত্রী ৷

আরও পড়ুন

1. 'কাল থেকে এই মঞ্চ আর সেজে উঠবে না!' অশ্রুসজল চোখে 'কেবিসি'কে বিদায় বিগ বি'র

2. 'বক্স অফিসের কথা ভেবে ছবি বানাই না', 'সালার'-'ডাঙ্কি' বিগব্যাটলের মাঝে সাফ বার্তা রাজকুমারের

3. টিনসেল টাউনে সিনে তারকাদের ঘটনার ঘনঘটা, ফিরে দেখা শিরোনামে আসা মুহূর্তগুলি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.