ETV Bharat / entertainment

The Buckingham Murders Poster: সুজয়ের পর এবার হংসল, ফের করিনার নজর থ্রিলারে - হংসল মেহেতার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন করিনা

হংসল মেহেতার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন করিনা কাপুর খান ৷ আরও একটি থ্রিলার ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি ৷ ছবির নাম 'দ্য বাকিংহাম মাডার্স' ৷ এবার পর্দায় অ্যাশ ট্যান্ডন, রণবীর ব্রার এবং কিথ অ্যালেনের স্ক্রিন শেয়ার করবেন করিনা ।

The Buckingham Murders Poster
করিনা কাপুর খানের নতুন ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 17, 2023, 6:56 PM IST

মুম্বই, 17 অক্টোবর: ওটিটিতে পা রেখেই নজর কেড়েছেন করিনা কাপুর খান ৷ সুজয় ঘোষ পরিচালিত 'জানে জা' ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে ৷ আর তারই সঙ্গে করিনা প্রমাণ করেছেন থ্রিলারের জন্য়ও তিনি ঠিক কতখানি উপযুক্ত ৷ আর এবার অনুরাগীদের জন্য় আরও একটি উপহার নিয়ে হাজির হলেন অভিনেত্রী ৷ বি টাউনের সুন্দরী এবার হাত ধরছেন থ্রিলার স্পেশালিস্ট হংসল মেহেতার ৷ 'স্কুপ' সিরিজের জন্য এর আগে রীতিমতো প্রশংসা কুড়িয়েছিলেন এই পরিচালক ৷ আর এবার করিণাকে সঙ্গে নিয়ে তিনি বানাতে চলেছেন 'দ্য বাকিংহাম মাডার্স' ৷ মঙ্গলবার মুক্তি পেল তার ফার্স্ট লুক পোস্টার ৷

এই প্রজেক্টের হাত ধরে প্রযোজকের টুপিও মাথায় পড়লেন করিনা ৷ তাঁর সঙ্গে প্রযোজনার দায়িত্বে রয়েছেন শোভা কাপুর এবং একতা আর কাপুরও ৷ 'দ্য বাকিংহাম মাডার্স'-এর যে ফার্স্ট লুক পোস্টারটি এদিন সামনে এনেছেন করিনা কাপুর ৷ পোস্টারে দেখা গিয়েছে অভিনেত্রীকে বন্দি করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে পুলিশ ৷ আর তাদের হাত থেকে বাঁচার মরিয়া চেষ্টা করছেন করিনা ৷

'দ্য বাকিংহাম মাডার্স'-এর কাহিনি লিখেছেন অসীম অরোরা, রাঘব রাজ কক্কর এবং কাশ্য়প কাপুর ৷ ইনস্টাগ্রামেও পোস্টারটি শেয়ার করে করিনা কাপুর খান ৷ জানা গিয়েছে মুম্বই ফিল্ম ফেস্টিভ্যালেও দেখানো হবে 'দ্য বাকিংহাম মাডার্স' ৷ ছবির গল্প নিয়ে এখনও তেমন কিছুই সামনে আসেনি ৷ তবে খবর অনুযায়ী, করিনা এখানেও অভিনয় করবে একজন মায়ের চরিত্রে ৷ তিনি আবার একজন গোয়েন্দাও বটে ৷

আরও পড়ুন: ফের একবার অন্ধকার দুনিয়ায় যীশু, সঙ্গে নওয়াজউদ্দিন

ছবির মুক্তির তারিখ এখনও সামনে আসেনি ৷ তবে ওটিটি প্লার্টফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবিটিও ৷ ছবিতে করিনা ছাড়াও রয়েছেন অ্যাশ ট্যান্ডন, রণবীর ব্রার এবং কিথ অ্যালেন। করিনা এর আগেই জানিয়েছিলেন তিনি একটি গোয়েন্দা চরিত্রে অভিনয়ের জন্য় বহুদিন ধরেই অপেক্ষা করেছিলেন ৷ তাই বলাই বাহুল্য এই ছবিটি তাঁর জন্য় স্বপ্ন পূরণও বটে ৷

মুম্বই, 17 অক্টোবর: ওটিটিতে পা রেখেই নজর কেড়েছেন করিনা কাপুর খান ৷ সুজয় ঘোষ পরিচালিত 'জানে জা' ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে ৷ আর তারই সঙ্গে করিনা প্রমাণ করেছেন থ্রিলারের জন্য়ও তিনি ঠিক কতখানি উপযুক্ত ৷ আর এবার অনুরাগীদের জন্য় আরও একটি উপহার নিয়ে হাজির হলেন অভিনেত্রী ৷ বি টাউনের সুন্দরী এবার হাত ধরছেন থ্রিলার স্পেশালিস্ট হংসল মেহেতার ৷ 'স্কুপ' সিরিজের জন্য এর আগে রীতিমতো প্রশংসা কুড়িয়েছিলেন এই পরিচালক ৷ আর এবার করিণাকে সঙ্গে নিয়ে তিনি বানাতে চলেছেন 'দ্য বাকিংহাম মাডার্স' ৷ মঙ্গলবার মুক্তি পেল তার ফার্স্ট লুক পোস্টার ৷

এই প্রজেক্টের হাত ধরে প্রযোজকের টুপিও মাথায় পড়লেন করিনা ৷ তাঁর সঙ্গে প্রযোজনার দায়িত্বে রয়েছেন শোভা কাপুর এবং একতা আর কাপুরও ৷ 'দ্য বাকিংহাম মাডার্স'-এর যে ফার্স্ট লুক পোস্টারটি এদিন সামনে এনেছেন করিনা কাপুর ৷ পোস্টারে দেখা গিয়েছে অভিনেত্রীকে বন্দি করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে পুলিশ ৷ আর তাদের হাত থেকে বাঁচার মরিয়া চেষ্টা করছেন করিনা ৷

'দ্য বাকিংহাম মাডার্স'-এর কাহিনি লিখেছেন অসীম অরোরা, রাঘব রাজ কক্কর এবং কাশ্য়প কাপুর ৷ ইনস্টাগ্রামেও পোস্টারটি শেয়ার করে করিনা কাপুর খান ৷ জানা গিয়েছে মুম্বই ফিল্ম ফেস্টিভ্যালেও দেখানো হবে 'দ্য বাকিংহাম মাডার্স' ৷ ছবির গল্প নিয়ে এখনও তেমন কিছুই সামনে আসেনি ৷ তবে খবর অনুযায়ী, করিনা এখানেও অভিনয় করবে একজন মায়ের চরিত্রে ৷ তিনি আবার একজন গোয়েন্দাও বটে ৷

আরও পড়ুন: ফের একবার অন্ধকার দুনিয়ায় যীশু, সঙ্গে নওয়াজউদ্দিন

ছবির মুক্তির তারিখ এখনও সামনে আসেনি ৷ তবে ওটিটি প্লার্টফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবিটিও ৷ ছবিতে করিনা ছাড়াও রয়েছেন অ্যাশ ট্যান্ডন, রণবীর ব্রার এবং কিথ অ্যালেন। করিনা এর আগেই জানিয়েছিলেন তিনি একটি গোয়েন্দা চরিত্রে অভিনয়ের জন্য় বহুদিন ধরেই অপেক্ষা করেছিলেন ৷ তাই বলাই বাহুল্য এই ছবিটি তাঁর জন্য় স্বপ্ন পূরণও বটে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.