ETV Bharat / entertainment

Kareena Kapoor: রামোজিতে করিনা, শেয়ার করলেন প্রিয় পরিচালকের শুটিং সেটের ছবি - রোহিত শেঠ্ঠী

হায়দরাবাদে রামোজি ফিল্ম সিটিতে চলছে রোহিত শেঠ্ঠীর 'সিংঘম এগেইন' ছবির শুটিং ৷ সেখানে একটি অ্যাকশন সিকোয়েন্সে দেখা গেল করিনা কাপুর খানকে ৷ সোশাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে প্রিয় পরিচালককে বিশেষ বার্তা অভিনেত্রীর ৷

Kareena Kapoor
রোহিত শেঠ্ঠীর 'সিংঘম এগেইন'-এ করিনা
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 8, 2023, 12:32 PM IST

Updated : Oct 8, 2023, 1:10 PM IST

হায়দরাবাদ, 8 অক্টোবর: প্রথমবার ওটিটিতে পা রেখেই সকলের প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী করিনা কাপুর খান ৷ সুজয় ঘোষ পরিচালিত 'জানে জা' ছবিতে ডি-গ্ল্যাম লুকে তাঁর অসাধারণ অভিনয়ে মুগ্ধ দর্শকরাও ৷ এবার তিনি ব্যস্ত পরবর্তী ছবির শুটিং নিয়ে ৷ রোহিত শেট্টির 'সিংঘম এগেইন'-এ দেখা যাবে অভিনেত্রীকে ৷ শুটিং সেটের একটি ছবি তিনি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে ৷ তা ভাইরালও হয়েছে নিমেষে ৷

ছবিটিতে দেখা গিয়েছে কোনও একটি অ্যাকশন সিকোয়েন্সের শুটিংয়ে একটি গাড়ি হাওয়ায় উলটে যাচ্ছে, তার সামনে দাঁড়িয়ে রয়েছেন করিনা ৷ সেই ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, "আমার কি বলার দরকার রয়েছে কার ছবির শুটিং করছি ? সে আমার সবচেয়ে প্রিয় পরিচালক ৷ এটা আমার চতুর্থতম ছবি এই পরিচালকের সঙ্গে ৷ এবং অবশ্যই এটা শেষ নয় ৷ রেডি স্টেডি গো ৷ অ্যাট দ্য রেট রোহিত শেঠ্ঠী ৷" জব উই মেট অভিনেত্রী এই ছবি পোস্ট করার পরেই অনুরাগীরা ও বলিউড তারকারা করিনাকে ভালোবাসা জানিয়েছেন ও প্রশংসা করেছেন ৷

তবে নেটিজেনদের নজর কেড়েছে রণবীর সিংয়ের মন্তব্য ৷ বাজিরাও মস্তানি অভিনেতা কমেন্টে লিখেছেন, "এটা আমারও এই পরিচালকের সঙ্গে চার নম্বর ছবি ৷ এবং তোমার সঙ্গে প্রথম ছবি ৷" শুক্রবারই করিনা নিজের ইন্সটা স্টোরিতে জানিয়েছিলেন, তিনি হায়দরাবাদে রামোজি ফিল্ম সিটিতে শুটিং করছেন ৷ পরিচালক রোহিতের অ্যাকশন থ্রিলার ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে অজয় দেবগণকে ৷ এছাড়াও দেখা যাবে রণবীর সিং, অক্ষয় কুমার ও দীপিকা পাড়ুকোনকে ৷ অন্যদিকে, জ্যাকি শ্রফকে দেখা যাবে নেতিবাচক চরিত্রে ৷

অক্ষয় কুমারকে এই ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে ৷ কপ ইউনিভার্স সিরিজে পরিচালক রোহিতের এটি পাঁচ নম্বর ছবি ৷ যার মধ্যে অজয় দেবগণ কাজ করেছেন তিনটি ছবিতে ৷ এর আগে ছবির কলাকুশলীরা 'সিংঘম এগেইন'-এর শুভ মুহরতের ছবি শেয়ার করেছিলেন সোশাল মিডিয়ায় ৷ অন্যদিকে, করিনার এই ছবির পাশাপাশি হাতে রয়েছে হনশল মেহতার সাসপেন্স ছবি 'দ্য ক্রিউ' ৷ করিনা ছাড়াও ছবিতে দেখা যাবে কৃতি শ্যানন, তাবু ও দিলজিৎ দোসাঞ্জকে ৷

আরও পড়ুন: আমার জীবনে এই মানুষটিকে চাই, কাকে দেখে এমন বললেন শাহিদ-ঘরণি?

হায়দরাবাদ, 8 অক্টোবর: প্রথমবার ওটিটিতে পা রেখেই সকলের প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী করিনা কাপুর খান ৷ সুজয় ঘোষ পরিচালিত 'জানে জা' ছবিতে ডি-গ্ল্যাম লুকে তাঁর অসাধারণ অভিনয়ে মুগ্ধ দর্শকরাও ৷ এবার তিনি ব্যস্ত পরবর্তী ছবির শুটিং নিয়ে ৷ রোহিত শেট্টির 'সিংঘম এগেইন'-এ দেখা যাবে অভিনেত্রীকে ৷ শুটিং সেটের একটি ছবি তিনি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে ৷ তা ভাইরালও হয়েছে নিমেষে ৷

ছবিটিতে দেখা গিয়েছে কোনও একটি অ্যাকশন সিকোয়েন্সের শুটিংয়ে একটি গাড়ি হাওয়ায় উলটে যাচ্ছে, তার সামনে দাঁড়িয়ে রয়েছেন করিনা ৷ সেই ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, "আমার কি বলার দরকার রয়েছে কার ছবির শুটিং করছি ? সে আমার সবচেয়ে প্রিয় পরিচালক ৷ এটা আমার চতুর্থতম ছবি এই পরিচালকের সঙ্গে ৷ এবং অবশ্যই এটা শেষ নয় ৷ রেডি স্টেডি গো ৷ অ্যাট দ্য রেট রোহিত শেঠ্ঠী ৷" জব উই মেট অভিনেত্রী এই ছবি পোস্ট করার পরেই অনুরাগীরা ও বলিউড তারকারা করিনাকে ভালোবাসা জানিয়েছেন ও প্রশংসা করেছেন ৷

তবে নেটিজেনদের নজর কেড়েছে রণবীর সিংয়ের মন্তব্য ৷ বাজিরাও মস্তানি অভিনেতা কমেন্টে লিখেছেন, "এটা আমারও এই পরিচালকের সঙ্গে চার নম্বর ছবি ৷ এবং তোমার সঙ্গে প্রথম ছবি ৷" শুক্রবারই করিনা নিজের ইন্সটা স্টোরিতে জানিয়েছিলেন, তিনি হায়দরাবাদে রামোজি ফিল্ম সিটিতে শুটিং করছেন ৷ পরিচালক রোহিতের অ্যাকশন থ্রিলার ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে অজয় দেবগণকে ৷ এছাড়াও দেখা যাবে রণবীর সিং, অক্ষয় কুমার ও দীপিকা পাড়ুকোনকে ৷ অন্যদিকে, জ্যাকি শ্রফকে দেখা যাবে নেতিবাচক চরিত্রে ৷

অক্ষয় কুমারকে এই ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে ৷ কপ ইউনিভার্স সিরিজে পরিচালক রোহিতের এটি পাঁচ নম্বর ছবি ৷ যার মধ্যে অজয় দেবগণ কাজ করেছেন তিনটি ছবিতে ৷ এর আগে ছবির কলাকুশলীরা 'সিংঘম এগেইন'-এর শুভ মুহরতের ছবি শেয়ার করেছিলেন সোশাল মিডিয়ায় ৷ অন্যদিকে, করিনার এই ছবির পাশাপাশি হাতে রয়েছে হনশল মেহতার সাসপেন্স ছবি 'দ্য ক্রিউ' ৷ করিনা ছাড়াও ছবিতে দেখা যাবে কৃতি শ্যানন, তাবু ও দিলজিৎ দোসাঞ্জকে ৷

আরও পড়ুন: আমার জীবনে এই মানুষটিকে চাই, কাকে দেখে এমন বললেন শাহিদ-ঘরণি?

Last Updated : Oct 8, 2023, 1:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.