ETV Bharat / entertainment

Karan Slams Aamir: হিন্দি ছবির দুরবস্থার জন্য তুমিই দায়ী, আমিরকে তোপ করণের - আমিরের বিরুদ্ধে তোপ করণের

হিন্দি ছবির দুরবস্থার জন্য আমির খানকে দায়ী করে বসলেন 'অ্যায় দিল হ্যায় মুশকিল' পরিচালক করণ জোহর ৷ করণের দাবি ,"'কেজিএফ' বা 'পুষ্পা'-র মধ্যে যে টোনালিটি আছে তা আসলে হিন্দি সিনেমায় ছিল। আমরা এই বিষয়টাকে ছেড়ে দিয়েছি এবং এর জন্য় তুমিই দায়ী ৷" যথাযথ ভাবে এর উত্তরও দিলেন আমির (Karan Johar Slams Aamir Khan on KWK) ৷

kj on amir
হিন্দি ছবির দুরবস্থার জন্য আমির খানকে দায়ী করলেন করণ জোহর
author img

By

Published : Aug 4, 2022, 10:26 AM IST

মুম্বই, 4 অগস্ট: পরিচালক করণ জোহরের ঘরে কফি খেতে আসা মানেই কফির কাপে উঠবে তুফান ৷ সাম্প্রতিক পর্বে 'কফি উইথ করণ 7'-এ নিমন্ত্রণ পেয়েছিলেন আমির-করিনা ৷ প্রোমো দেখেই বেশ আন্দাজ করা গিয়েছিল কতখানি বিস্ফোরক হতে চলেছে এই শো ৷ সেক্স নিয়ে করণের পরপর প্রশ্নবাণ শুনে সোজাসুজি ব্রহ্মাস্ত্র দেগেছিলেন আমির ৷ শো প্রসঙ্গে করণ জানিয়েছিলেন, তাঁর মাও না কি এই শোটি দেখেন শুনে আমিরের পরিষ্কার বলেছিলেন, "তুমি যখন অন্য কারও সেক্স লাইফ নিয়ে এত প্রশ্ন করো, তোমার মা সেটা শুনে ক্ষুণ্ণ হন না?"

তবে করণের সব গুগলি সব গুগলিই মাঠের বাইরে পাঠাতে পেরেছেন পর্দার ভুবণ তা কিন্তু নয় ৷ বেশ কিছু ব্যাপারে আপার হ্যান্ড নিয়েছেন করণ জোহরও (Karan Johar Slams Aamir Khan on KWK)৷ কথপোকথন চলাকালীণ একসময় কার্যত হিন্দি সিনেমার দুরবস্থার জন্যও আমির খানকেই দায়ী করে বসেন 'অ্যায় দিল হ্যায় মুশকিল' পরিচালক ৷ তাঁর কথায়," দক্ষিণী ইন্ডাস্ট্রির কিছু কিছু ছবি যেমন বাহুবলি, আরআরআর, পুষ্পা ব্যাপক সাফল্য পেয়েছে কিন্তু আমাদের ছবি গুলি কাজ করেনি ৷ সম্প্রতি আমাদের সিনেমায় এমন একটা পরিবর্তন হয়েছে, (কারণ)'কেজিএফ' বা 'পুষ্পা'-র মধ্যে যে টোনালিটি আছে তা আসলে হিন্দি সিনেমায় ছিল। আমরা এই বিষয়টাকে ছেড়ে দিয়েছি এবং এর জন্য় তুমিই দায়ী ৷"

বিষয়টি আরও ব্যখা করতে গিয়ে করণ বলেন, "2001 সালে তুমি দু'টি ছবি নিয়ে এলে 'দিল চাহতা হ্যায়' এবং 'লগান' উভয়েরই সিনট্যাক্স, সংবেদনশীলতা একেবারে আলাদা ৷ এরপর তুমি 2006 সালে 'রং দে বাসন্তী' চলচ্চিত্র নিয়ে এলে, তারপরে 'তারে জমিন পার' তৈরি করলে ৷ যা একটি নির্দিষ্ট ধাঁচের দর্শক এবং পরিচালক তৈরি করে দিয়েছে ৷"

করণের এই বলও সোজা ব্যাটে খেলেছেন আমির ৷ তাঁর স্পষ্ট জবাব, "না তুমি ভুল করছ। এগুলো সবই ছিল হার্টল্যান্ডের ছবি । সিনেমাগুলোতে আবেগ ছিল। তাই এগুলি পৌঁছে যায় সাধারণ মানুষের কাছে । এটা এমনই যে তোমার আবেগ এর সঙ্গে জুড়ে যাবে । ‘রং দে বাসন্তী’ খুবই আবেগঘন একটি ছবি । এটি কাদা মাটির মানুষকেও স্পর্শ করে ।”

আরও পড়ুন: বাংলার মান রাখলেন শ্রীলেখা, শুভদিনে বাবাকে মিস করছেন অভিনেত্রী

তিনি আরও বলেন, “আমি বলছি না অ্যাকশন ফিল্ম বা ক্রুড ফিল্ম তৈরি হোক । দুর্দান্ত গল্প দিয়ে ভাল ছবি তৈরি হওয়া উচিত ৷ বেশিরভাগ লোকের ক্ষেত্রে প্রাসঙ্গিক বিষয়গুলি বেছে নিন ।" তাঁর মতে প্রত্যেক পরিচালকে যা খুশি তা বানানোর স্বাধীনতা আছে ৷ তবে বিষয়টি যখন এমন হয়ে যায় যা বেশির ভাগ মানুষ বোঝেনা...একটি ছোট্ট অংশমাত্র বুঝতে পারে তখন অনেকেই সেই বিপুল সাধারণ দর্শকের কথাটা মাথায় রাখেননা ৷ যা খুব জরুরি ৷ আর এটাই আসল পার্থক্য ৷ আগামি 11 অগস্ট মুক্তি পেতে চলেছে আমির খান এবং করিনা কাপুর খান জুটির নতুন ছবি 'লাল সিং চাড্ডা' ৷ এই ছবি কতখানি কাদা মাটির মানুষদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে বা আদৌ পারে কি না সেটাই এখন দেখার ৷

মুম্বই, 4 অগস্ট: পরিচালক করণ জোহরের ঘরে কফি খেতে আসা মানেই কফির কাপে উঠবে তুফান ৷ সাম্প্রতিক পর্বে 'কফি উইথ করণ 7'-এ নিমন্ত্রণ পেয়েছিলেন আমির-করিনা ৷ প্রোমো দেখেই বেশ আন্দাজ করা গিয়েছিল কতখানি বিস্ফোরক হতে চলেছে এই শো ৷ সেক্স নিয়ে করণের পরপর প্রশ্নবাণ শুনে সোজাসুজি ব্রহ্মাস্ত্র দেগেছিলেন আমির ৷ শো প্রসঙ্গে করণ জানিয়েছিলেন, তাঁর মাও না কি এই শোটি দেখেন শুনে আমিরের পরিষ্কার বলেছিলেন, "তুমি যখন অন্য কারও সেক্স লাইফ নিয়ে এত প্রশ্ন করো, তোমার মা সেটা শুনে ক্ষুণ্ণ হন না?"

তবে করণের সব গুগলি সব গুগলিই মাঠের বাইরে পাঠাতে পেরেছেন পর্দার ভুবণ তা কিন্তু নয় ৷ বেশ কিছু ব্যাপারে আপার হ্যান্ড নিয়েছেন করণ জোহরও (Karan Johar Slams Aamir Khan on KWK)৷ কথপোকথন চলাকালীণ একসময় কার্যত হিন্দি সিনেমার দুরবস্থার জন্যও আমির খানকেই দায়ী করে বসেন 'অ্যায় দিল হ্যায় মুশকিল' পরিচালক ৷ তাঁর কথায়," দক্ষিণী ইন্ডাস্ট্রির কিছু কিছু ছবি যেমন বাহুবলি, আরআরআর, পুষ্পা ব্যাপক সাফল্য পেয়েছে কিন্তু আমাদের ছবি গুলি কাজ করেনি ৷ সম্প্রতি আমাদের সিনেমায় এমন একটা পরিবর্তন হয়েছে, (কারণ)'কেজিএফ' বা 'পুষ্পা'-র মধ্যে যে টোনালিটি আছে তা আসলে হিন্দি সিনেমায় ছিল। আমরা এই বিষয়টাকে ছেড়ে দিয়েছি এবং এর জন্য় তুমিই দায়ী ৷"

বিষয়টি আরও ব্যখা করতে গিয়ে করণ বলেন, "2001 সালে তুমি দু'টি ছবি নিয়ে এলে 'দিল চাহতা হ্যায়' এবং 'লগান' উভয়েরই সিনট্যাক্স, সংবেদনশীলতা একেবারে আলাদা ৷ এরপর তুমি 2006 সালে 'রং দে বাসন্তী' চলচ্চিত্র নিয়ে এলে, তারপরে 'তারে জমিন পার' তৈরি করলে ৷ যা একটি নির্দিষ্ট ধাঁচের দর্শক এবং পরিচালক তৈরি করে দিয়েছে ৷"

করণের এই বলও সোজা ব্যাটে খেলেছেন আমির ৷ তাঁর স্পষ্ট জবাব, "না তুমি ভুল করছ। এগুলো সবই ছিল হার্টল্যান্ডের ছবি । সিনেমাগুলোতে আবেগ ছিল। তাই এগুলি পৌঁছে যায় সাধারণ মানুষের কাছে । এটা এমনই যে তোমার আবেগ এর সঙ্গে জুড়ে যাবে । ‘রং দে বাসন্তী’ খুবই আবেগঘন একটি ছবি । এটি কাদা মাটির মানুষকেও স্পর্শ করে ।”

আরও পড়ুন: বাংলার মান রাখলেন শ্রীলেখা, শুভদিনে বাবাকে মিস করছেন অভিনেত্রী

তিনি আরও বলেন, “আমি বলছি না অ্যাকশন ফিল্ম বা ক্রুড ফিল্ম তৈরি হোক । দুর্দান্ত গল্প দিয়ে ভাল ছবি তৈরি হওয়া উচিত ৷ বেশিরভাগ লোকের ক্ষেত্রে প্রাসঙ্গিক বিষয়গুলি বেছে নিন ।" তাঁর মতে প্রত্যেক পরিচালকে যা খুশি তা বানানোর স্বাধীনতা আছে ৷ তবে বিষয়টি যখন এমন হয়ে যায় যা বেশির ভাগ মানুষ বোঝেনা...একটি ছোট্ট অংশমাত্র বুঝতে পারে তখন অনেকেই সেই বিপুল সাধারণ দর্শকের কথাটা মাথায় রাখেননা ৷ যা খুব জরুরি ৷ আর এটাই আসল পার্থক্য ৷ আগামি 11 অগস্ট মুক্তি পেতে চলেছে আমির খান এবং করিনা কাপুর খান জুটির নতুন ছবি 'লাল সিং চাড্ডা' ৷ এই ছবি কতখানি কাদা মাটির মানুষদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে বা আদৌ পারে কি না সেটাই এখন দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.