ETV Bharat / entertainment

Zwigato Day 1 Collection: কপিল নজর কাড়লেও বক্স অফিসে খারাপ শুরু 'জুইগাটো'র - বক্স অফিসে খারাপ শুরু জুইগাটোর

প্রথমদিনে বক্স অফিসে সাড়া ফেলতে ব্যর্থ হল 'জুইগাটো' । প্রথম দিনে এই ছবির ঘরে এল মাত্র 42 লক্ষ টাকা (Zwigato Box Office Collection) ।

Zwigato Day 1 Collection
প্রথম দিনে বক্স অফিসে জায়গা করে নিতে ব্যর্থ জুইগাটো
author img

By

Published : Mar 18, 2023, 3:29 PM IST

হায়দরাবাদ, 18 মার্চ: বক্স অফিস আয়ের নিরিখে প্রথম দিনে আশাহত করল কপিল শর্মার নতুন ছবি 'জুইগাটো' । নন্দিতা দাস পরিচালিত এই ছবিটি দেশজুড়ে 409টি স্ক্রিনে মুক্তি পেয়েছিল। সেই অনুযায়ী প্রথমদিন বক্স অফিসে তেমন আশাপ্রদ ফল করতে পারেনি 'জুইগাটো' । ট্রেড অ্য়ানালিস্ট তরণ আদর্শের হিসাব অনুযায়ী ভারতে প্রথমদিনে মাত্র 42 লাখ টাকা আয় করতে পেরেছে এই ছবিটি ।

তরণ শনিবার টুইটে লিখেছেন, 'কম স্ক্রিন এবং শো পাওয়ার পর প্রথমদিন অতন্ত্য খারাপ ফল করল জুইগাটো । মুখে মুখে বেশ ভালো প্রচার হয়েছে এই ছবির । এই সপ্তাহান্তে ঘুরে দাঁড়াতে হবে এই ছবিকে । ভারতে জুড়ে আয় 42 লাখ ।' পরিচালক নন্দিতা দাস এই ছবিতে তুলে ধরেছেন একজন ডেলিভারি বয়ের গল্প । কোম্পানির হয়ে খাবার পৌঁছে দেওয়া তাঁর কাজ । নুন আনতে পান্তা ফুরোনো অবস্থা ঠিকই তবে কোনওমতে সংসারটুকু চলে যায় তাঁর । একদিন তৈরি হয় সমস্য়া । হঠাৎ করে রেটিং পড়তে থাকে সেই ডেলিভারি বয়ের ৷ এবার কী হবে জানতে হলে দেখতে হবে এই ছবি (Zwigato Box Office Collection)।

পরিচালক নন্দিতার কথায়, তিনি বানাতে চেয়েছিলেন সাধারণ মানুষের গল্প । যাঁরা সিনেমা জগৎ থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছেন । এই ছবিতে সেই কারণেই তিনি বেছে নেন কপিল শর্মাকে । কারণ তাঁর কথা বলার ধরনটা একেবারে সাধারণ মানুষের মতো । কপিল শর্মাও নিজেকে ঢেলে দিয়েছেন এই ছবিতে । তাঁকে ছবিতে দেখা গিয়েছে বেশ সিরিয়াস একটি চরিত্রে ।

  • Released at limited screens [409] and shows, #Zwigato puts up a dull score on Day 1… The word of mouth is positive, but it needs to convert into footfalls over the weekend… Fri ₹ 42 lacs. #India biz. pic.twitter.com/WAgPXpGK09

    — taran adarsh (@taran_adarsh) March 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'ভিড়' ছবির প্রচারে সোদপুরে হাজির রাজকুমার রাও

কপিলের সঙ্গে এই ছবিতে আরও দেখা গিয়েছে সায়নী গুপ্তার মতো অভিনেত্রীকেও । 17 মার্চ রানি মুখোপাধ্য়ায়ের ছবির সঙ্গে মুখোমুখি লড়াইয়ে নেমেছিল এই ছবি । সেখানেও পিছিয়ে পরেছে 'জুইগাটো' । রানির 'মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে' প্রথম দিনে খুব বেশি আয় না করলেও 1.27 কোটি টাকা ঘরে তুলে ফেলেছে । সেখানে লড়াইয়ে টিকে থাকতে হলে কপিলের এই ছবিকে বড় লাফ দিতেই হবে ।

হায়দরাবাদ, 18 মার্চ: বক্স অফিস আয়ের নিরিখে প্রথম দিনে আশাহত করল কপিল শর্মার নতুন ছবি 'জুইগাটো' । নন্দিতা দাস পরিচালিত এই ছবিটি দেশজুড়ে 409টি স্ক্রিনে মুক্তি পেয়েছিল। সেই অনুযায়ী প্রথমদিন বক্স অফিসে তেমন আশাপ্রদ ফল করতে পারেনি 'জুইগাটো' । ট্রেড অ্য়ানালিস্ট তরণ আদর্শের হিসাব অনুযায়ী ভারতে প্রথমদিনে মাত্র 42 লাখ টাকা আয় করতে পেরেছে এই ছবিটি ।

তরণ শনিবার টুইটে লিখেছেন, 'কম স্ক্রিন এবং শো পাওয়ার পর প্রথমদিন অতন্ত্য খারাপ ফল করল জুইগাটো । মুখে মুখে বেশ ভালো প্রচার হয়েছে এই ছবির । এই সপ্তাহান্তে ঘুরে দাঁড়াতে হবে এই ছবিকে । ভারতে জুড়ে আয় 42 লাখ ।' পরিচালক নন্দিতা দাস এই ছবিতে তুলে ধরেছেন একজন ডেলিভারি বয়ের গল্প । কোম্পানির হয়ে খাবার পৌঁছে দেওয়া তাঁর কাজ । নুন আনতে পান্তা ফুরোনো অবস্থা ঠিকই তবে কোনওমতে সংসারটুকু চলে যায় তাঁর । একদিন তৈরি হয় সমস্য়া । হঠাৎ করে রেটিং পড়তে থাকে সেই ডেলিভারি বয়ের ৷ এবার কী হবে জানতে হলে দেখতে হবে এই ছবি (Zwigato Box Office Collection)।

পরিচালক নন্দিতার কথায়, তিনি বানাতে চেয়েছিলেন সাধারণ মানুষের গল্প । যাঁরা সিনেমা জগৎ থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছেন । এই ছবিতে সেই কারণেই তিনি বেছে নেন কপিল শর্মাকে । কারণ তাঁর কথা বলার ধরনটা একেবারে সাধারণ মানুষের মতো । কপিল শর্মাও নিজেকে ঢেলে দিয়েছেন এই ছবিতে । তাঁকে ছবিতে দেখা গিয়েছে বেশ সিরিয়াস একটি চরিত্রে ।

  • Released at limited screens [409] and shows, #Zwigato puts up a dull score on Day 1… The word of mouth is positive, but it needs to convert into footfalls over the weekend… Fri ₹ 42 lacs. #India biz. pic.twitter.com/WAgPXpGK09

    — taran adarsh (@taran_adarsh) March 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'ভিড়' ছবির প্রচারে সোদপুরে হাজির রাজকুমার রাও

কপিলের সঙ্গে এই ছবিতে আরও দেখা গিয়েছে সায়নী গুপ্তার মতো অভিনেত্রীকেও । 17 মার্চ রানি মুখোপাধ্য়ায়ের ছবির সঙ্গে মুখোমুখি লড়াইয়ে নেমেছিল এই ছবি । সেখানেও পিছিয়ে পরেছে 'জুইগাটো' । রানির 'মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে' প্রথম দিনে খুব বেশি আয় না করলেও 1.27 কোটি টাকা ঘরে তুলে ফেলেছে । সেখানে লড়াইয়ে টিকে থাকতে হলে কপিলের এই ছবিকে বড় লাফ দিতেই হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.