ETV Bharat / entertainment

ইন্ডিগোর পরিষেবায় চটলেন কপিল শর্মা-বিবেক অগ্নিহোত্রী, সোশাল মিডিয়া উগরে দিলেন ক্ষোভ

Kapil Sharma and Vivek Agnihotri IndiGo: কমেডিয়ান কপিল শর্মা ও পরিচালক বিবেক অগ্নিহোত্রী চটেছেন ইন্ডিগোর পরিষেবা নিয়ে ৷ সোশাল মিডিয়ায় ভিডিয়ো দিয়ে প্রকাশ করেছেন ক্ষোভ ৷

Etv Bharat
কপিল শর্মা-বিবেক অগ্নিহোত্রী
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 30, 2023, 7:05 PM IST

হায়দরাবাদ, 30 নভেম্বর: ট্রাফিক জ্যামে আটকে পাইলট ৷ সঠিক সময়ে ছাড়ল না ইন্ডিগোর বিমান ৷ সাধারণ যাত্রীদের পাশাপাশি হয়রানির শিকার হলেন জনপ্রিয় কমেডিয়ান তথা টেলি তারকা কপিল শর্মা ৷ সোশাল মিডিয়ায় ভিডিয়োবার্তায় উগরে দিলেন ক্ষোভ ৷ অন্যদিকে, 'দ্য কাশ্মীর ফাইলস' খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রীও ইন্ডিগো ফ্লাইটের পরিষেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন ৷

কপিল শর্মা বেশ কয়েকটি ভিডিয়ো করে এক্স (টুইট) বার্তায় বলেন, "ডিয়ার ইন্ডিগো, প্রথমে তোমরা বাসের মধ্যে 50 মিনিট আমাদের অপেক্ষা করালে ৷ এখন আপনাদের টিম বলছে, বিমান চালক (পাইলট) ট্রাফিক জ্যামে আটকে রয়েছে, কী ! সত্যি? আমাদের রাত 8টায় টেক-অফ করার কথা ছিল ৷ কিন্তু এখন ঘড়িতে রাত 9টা 20 মিনিট ৷ এখন পর্যন্ত ককপিটে কোনও পাইলট আসেননি ৷ আপনার কি মনে হয় এই 180 জন যাত্রী আবার ইন্ডিগো পরিষেবা নিতে চাইবে? কখনও না ৷"

  • Dear @IndiGo6E first you made us wait in the bus for 50 minz, and now your team is saying pilot is stuck in traffic, what ? Really ? we supposed to take off by 8 pm n it’s 9:20, still there is no pilot in cockpit, do you think these 180 passengers will fly in indigo again ? Never…

    — Kapil Sharma (@KapilSharmaK9) November 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপর ইন্ডিগোর তরফে টেলি তারকার এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া দেওয়া হয় ৷ বলা হয়, "স্যার, ধন্যবাদ আমাদের এয়ারপোর্ট ম্যানেজারের সঙ্গে কথা বলার জন্য ৷ আমরা দুঃখিত এই ঘটনার জন্য ৷ তবে চেন্নাই এয়ারপোর্টে অপারেশনাল কিছু কাজের জন্য পরিষেবা দিতে দেরি হল ৷ আমার আগামী দিনে আরও ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করব ৷"

  • Now they r de boarding all the passengers n saying we will send you in another aircraft but again we have to go back to terminal for security check 👏👏👏👏👏 #indigo👎 pic.twitter.com/NdqbG0xByt

    — Kapil Sharma (@KapilSharmaK9) November 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপরেই কপিল শর্মা একটি ভিডিয়ো শেয়ার করেন ৷ সেখানে দেখা যায়, যাত্রীরা বিমান থেকে বেরিয়ে আসছেন ৷ কপিল লেখেন, "এখন প্রত্যেক যাত্রীকে এই বিমান থেকে বেরিয়ে আসতে হচ্ছে ৷ সংস্থার তরফ থেকে বলা হয়েছে অন্য এয়ারক্রাফট দেওয়া হবে ৷ তাই আমাদের আবার টার্মিনালে যেতে হবে সিকিউরিটি চেকের জন্য ৷" আরও একটি ভিডিয়ো শেয়ার করে ইন্ডিগোকে উদ্দেশ্য করে তিনি লেখেন, "সাধারণ যাত্রীরা আপনাদের জন্য অসুবিধার সম্মুখীন হয়েছেন ৷ আপনারা শুধু মিথ্যা কথা বলছেন ৷ এখানে হুইল চেয়ারে অনেক বয়স্ক ব্যক্তিরাও রয়েছেন ৷ যাদের স্বাস্থ্য খুব একটা ভালো নয় ৷ শেম অন ইউ ইন্ডিগো ৷"

  • Boarded the aircraft at 11.10 AM. It’s 12.40. 1.30 hrs and not a word of information from the captain or crew. Flights get delayed all over the world but such indifference to passengers is a unique quality that @IndiGo6E possesses. Also, isn’t there a way to know the delay? What…

    — Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) November 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে, পরিচালক বিবেক অগ্নিহোত্রী এক্স (টুইট) হ্যান্ডেলে লিখেছেন, "সকাল 11টা 10 মিনিটে বিমানে উঠলাম। এখন 12.40 । দেড় ঘণ্টা হয়ে গেল ৷ কিন্তু ক্যাপ্টেন বা ক্রু মেম্বারদের তরফ থেকে কোনও বার্তা পাওয়া গেল না ৷ সারা বিশ্বে বিমান পরিষেবায় দেরি হয়, কিন্তু আপনাদের মতো কেউ করে না ৷ এমনকী, কেন দেরি হচ্ছে, তা জানার কোনও উপায় নেই ৷ টয়লেটের মেঝেতে নোংরা টিস্যু পেপার ছড়ানো ৷ সাধারণ মানুষ জল চাইছেন কিন্তু কোনও বিমান সেবিকা এগিয়ে আসেননি ৷ আমি খুব কম ইন্ডিগোর পরিষেবা নিয়ে থাকি, কিন্তু যতবার নিই খুব খারাপ অভিজ্ঞতা হয় ৷"

আরও পড়ুন:

1. সেন্সরের কোপে কাটা পড়ল রণবীর-রশ্মিকার অন্তরঙ্গ দৃশ্য, কেন বাদ দেওয়া হল 'অ্যানিম্যাল' থেকে ? অ্যানিম্যাল' থেকে

2. চলচ্চিত্র উৎসবের উদ্বোধনীতে অনুপস্থিত অমিতাভ-শাহরুখ; স্পটলাইট কাড়বেন সলমন খান-অনিল কাপুর

3. 'ছানার অপেক্ষায় রইলাম'; রাজ-শুভশ্রীর নতুন ছবি ঘিরে জল্পনা নেটপাড়ায়, তবে কী আসছে খুশির খবর ?

হায়দরাবাদ, 30 নভেম্বর: ট্রাফিক জ্যামে আটকে পাইলট ৷ সঠিক সময়ে ছাড়ল না ইন্ডিগোর বিমান ৷ সাধারণ যাত্রীদের পাশাপাশি হয়রানির শিকার হলেন জনপ্রিয় কমেডিয়ান তথা টেলি তারকা কপিল শর্মা ৷ সোশাল মিডিয়ায় ভিডিয়োবার্তায় উগরে দিলেন ক্ষোভ ৷ অন্যদিকে, 'দ্য কাশ্মীর ফাইলস' খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রীও ইন্ডিগো ফ্লাইটের পরিষেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন ৷

কপিল শর্মা বেশ কয়েকটি ভিডিয়ো করে এক্স (টুইট) বার্তায় বলেন, "ডিয়ার ইন্ডিগো, প্রথমে তোমরা বাসের মধ্যে 50 মিনিট আমাদের অপেক্ষা করালে ৷ এখন আপনাদের টিম বলছে, বিমান চালক (পাইলট) ট্রাফিক জ্যামে আটকে রয়েছে, কী ! সত্যি? আমাদের রাত 8টায় টেক-অফ করার কথা ছিল ৷ কিন্তু এখন ঘড়িতে রাত 9টা 20 মিনিট ৷ এখন পর্যন্ত ককপিটে কোনও পাইলট আসেননি ৷ আপনার কি মনে হয় এই 180 জন যাত্রী আবার ইন্ডিগো পরিষেবা নিতে চাইবে? কখনও না ৷"

  • Dear @IndiGo6E first you made us wait in the bus for 50 minz, and now your team is saying pilot is stuck in traffic, what ? Really ? we supposed to take off by 8 pm n it’s 9:20, still there is no pilot in cockpit, do you think these 180 passengers will fly in indigo again ? Never…

    — Kapil Sharma (@KapilSharmaK9) November 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপর ইন্ডিগোর তরফে টেলি তারকার এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া দেওয়া হয় ৷ বলা হয়, "স্যার, ধন্যবাদ আমাদের এয়ারপোর্ট ম্যানেজারের সঙ্গে কথা বলার জন্য ৷ আমরা দুঃখিত এই ঘটনার জন্য ৷ তবে চেন্নাই এয়ারপোর্টে অপারেশনাল কিছু কাজের জন্য পরিষেবা দিতে দেরি হল ৷ আমার আগামী দিনে আরও ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করব ৷"

  • Now they r de boarding all the passengers n saying we will send you in another aircraft but again we have to go back to terminal for security check 👏👏👏👏👏 #indigo👎 pic.twitter.com/NdqbG0xByt

    — Kapil Sharma (@KapilSharmaK9) November 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপরেই কপিল শর্মা একটি ভিডিয়ো শেয়ার করেন ৷ সেখানে দেখা যায়, যাত্রীরা বিমান থেকে বেরিয়ে আসছেন ৷ কপিল লেখেন, "এখন প্রত্যেক যাত্রীকে এই বিমান থেকে বেরিয়ে আসতে হচ্ছে ৷ সংস্থার তরফ থেকে বলা হয়েছে অন্য এয়ারক্রাফট দেওয়া হবে ৷ তাই আমাদের আবার টার্মিনালে যেতে হবে সিকিউরিটি চেকের জন্য ৷" আরও একটি ভিডিয়ো শেয়ার করে ইন্ডিগোকে উদ্দেশ্য করে তিনি লেখেন, "সাধারণ যাত্রীরা আপনাদের জন্য অসুবিধার সম্মুখীন হয়েছেন ৷ আপনারা শুধু মিথ্যা কথা বলছেন ৷ এখানে হুইল চেয়ারে অনেক বয়স্ক ব্যক্তিরাও রয়েছেন ৷ যাদের স্বাস্থ্য খুব একটা ভালো নয় ৷ শেম অন ইউ ইন্ডিগো ৷"

  • Boarded the aircraft at 11.10 AM. It’s 12.40. 1.30 hrs and not a word of information from the captain or crew. Flights get delayed all over the world but such indifference to passengers is a unique quality that @IndiGo6E possesses. Also, isn’t there a way to know the delay? What…

    — Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) November 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে, পরিচালক বিবেক অগ্নিহোত্রী এক্স (টুইট) হ্যান্ডেলে লিখেছেন, "সকাল 11টা 10 মিনিটে বিমানে উঠলাম। এখন 12.40 । দেড় ঘণ্টা হয়ে গেল ৷ কিন্তু ক্যাপ্টেন বা ক্রু মেম্বারদের তরফ থেকে কোনও বার্তা পাওয়া গেল না ৷ সারা বিশ্বে বিমান পরিষেবায় দেরি হয়, কিন্তু আপনাদের মতো কেউ করে না ৷ এমনকী, কেন দেরি হচ্ছে, তা জানার কোনও উপায় নেই ৷ টয়লেটের মেঝেতে নোংরা টিস্যু পেপার ছড়ানো ৷ সাধারণ মানুষ জল চাইছেন কিন্তু কোনও বিমান সেবিকা এগিয়ে আসেননি ৷ আমি খুব কম ইন্ডিগোর পরিষেবা নিয়ে থাকি, কিন্তু যতবার নিই খুব খারাপ অভিজ্ঞতা হয় ৷"

আরও পড়ুন:

1. সেন্সরের কোপে কাটা পড়ল রণবীর-রশ্মিকার অন্তরঙ্গ দৃশ্য, কেন বাদ দেওয়া হল 'অ্যানিম্যাল' থেকে ? অ্যানিম্যাল' থেকে

2. চলচ্চিত্র উৎসবের উদ্বোধনীতে অনুপস্থিত অমিতাভ-শাহরুখ; স্পটলাইট কাড়বেন সলমন খান-অনিল কাপুর

3. 'ছানার অপেক্ষায় রইলাম'; রাজ-শুভশ্রীর নতুন ছবি ঘিরে জল্পনা নেটপাড়ায়, তবে কী আসছে খুশির খবর ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.