ETV Bharat / entertainment

কবে আসছে 'কান্তারা চ্যাপ্টার 1'-এর প্রথম ঝলক! দিনক্ষণ জানালেন নির্মাতারা - কান্তারা 2

Kantara 2 First Look: 'কান্তারা' সুপারহিট হওয়ার পর এবার আসতে চলেছে এর পরবর্তী ভাগ ৷ সোশাল মিডিয়ায় জানানো হয়েছে 'কান্তারা চ্যাপ্টর 1'-এর প্রথম ঝলক কবে আসবে তার তারিখ ৷

Etv Bharat
'কান্তারা চ্যাপ্টর 1' ঝলক আসছে
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 25, 2023, 3:05 PM IST

হায়দরাবাদ, 25 নভেম্বর: 2022 সালে কন্নড় ছবি 'কান্তারা' সমালোচক মহলে প্রশংসা কুড়িয়ে নেওয়ার পাশাপাশি বক্স অফিসেও পেয়েছিল ব্যাপক সাফল্য ৷ ঋষভ শেট্টি পরিচালিত এবং অভিনীত এই ছবি মাত্র 16 কোটি টাকা বাজেটে তৈরি হলেও তা আয় করেছিল 450 কোটি টাকা ৷ আয়ের অঙ্ক দেখলেই অনুমান করা যায়, আঞ্চলিক এই ছবি কতটা ছাপ ফেলেছিল ভারতীয় সিনেমায় ৷ এবার মুক্তি পেতে চলেছে এই ছবির পরবর্তী অংশ ৷ ছবিমুক্তির আগে সিনেপ্রেমীদের উৎসাহ বাড়াতে আসছে 'কান্তারা 2'-এর প্রথম ঝলক ৷ কিন্তু কবে আসছে সেই ঝলক, জানালেন নির্মাতারা ৷

হোমবেল প্রযোজনা সংস্থার তরফ থেকে একটি পোস্টার শেয়ার করা হয়েছে ৷ যেখানে ক্যাপশনে লেখা, "অতীতের পবিত্র প্রতিধ্বনিতে প্রবেশ করুন, যেখানে দেবত্ব প্রতিটা ছত্রে ধরা পড়েছে ৷ অদেখা এক ঝলক দেখার জন্য প্রস্তুত থাকুন ৷ এটা শুধুমাত্র এটা আলো নয়, একটা দর্শনও ৷ কান্তারা চ্যাপ্টর 1-এর প্রথম ঝলক আসবে 27 নভেম্বর ঠিক দুপুর 12টা 25 মিনিটে ৷"

বক্সঅফিসে 'কান্তারা' 100 দিন পার করতেই পরিচালক-অভিনেতা ঋষভ ঘোষণা করেছিলেন এই ছবির পরবর্তী ভাগ নিয়ে হাজির হবেন ৷ তিনি সেই সময়ে বলেন, "এটা আপনারা যেটা দেখলেন আসলে এটা পার্ট 2 ৷ পার্ট 1 আসবে আগামী বছর ৷ কান্তারা ছবির প্রেক্ষাপট দেখতে গেলে ইতিহাসের আরও গভীরে যেতে হবে ৷ তবে সঠিক সময়ে ছবির পরবর্তী ভাগ নিয়ে কথা হবে ৷"

কান্তারা ছবির গল্প এগিয়েছে কাল্পনিক গ্রাম দক্ষিণ কন্নড়ের বাসিন্দা ঋষভ শেট্টির চরিত্রকে আবর্তিত করে ৷ দ্বৈত চরিত্রে দেখা গিয়েছে তাঁকে ৷ যেখানে তাঁকে কামবালা চ্যাম্পিয়ন রূপে দেখা গিয়েছে ৷ আবার ডাইভা কোলা চরিত্রেও দেখা গিয়েছে তাঁকে ৷ 'কান্তারা 2' ছাড়াও, হোমবেল ফিল্মস 'সালার' প্রযোজনা করছে, যা বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাগুলির মধ্যে একটি।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন:

1. 'টাইগার 3' সাফল্যের পর ক্যাটরিনা বন্দনায় সলমন, অনুরাগীদের জানালেন কৃতজ্ঞতা

2. সম্পত্তিভাগ অমিতাভ-জয়ার, মেয়ে শ্বেতার তবে কি 'প্রতীক্ষা'র অবসান!

3. 'অশিক্ষিত লোকেদের কথায় কান দেবেন না'- সোশাল মিডিয়ায় কাদের উদ্দেশ্য করে এমন বললেন অন্তঃসত্ত্বা শুভশ্রী

হায়দরাবাদ, 25 নভেম্বর: 2022 সালে কন্নড় ছবি 'কান্তারা' সমালোচক মহলে প্রশংসা কুড়িয়ে নেওয়ার পাশাপাশি বক্স অফিসেও পেয়েছিল ব্যাপক সাফল্য ৷ ঋষভ শেট্টি পরিচালিত এবং অভিনীত এই ছবি মাত্র 16 কোটি টাকা বাজেটে তৈরি হলেও তা আয় করেছিল 450 কোটি টাকা ৷ আয়ের অঙ্ক দেখলেই অনুমান করা যায়, আঞ্চলিক এই ছবি কতটা ছাপ ফেলেছিল ভারতীয় সিনেমায় ৷ এবার মুক্তি পেতে চলেছে এই ছবির পরবর্তী অংশ ৷ ছবিমুক্তির আগে সিনেপ্রেমীদের উৎসাহ বাড়াতে আসছে 'কান্তারা 2'-এর প্রথম ঝলক ৷ কিন্তু কবে আসছে সেই ঝলক, জানালেন নির্মাতারা ৷

হোমবেল প্রযোজনা সংস্থার তরফ থেকে একটি পোস্টার শেয়ার করা হয়েছে ৷ যেখানে ক্যাপশনে লেখা, "অতীতের পবিত্র প্রতিধ্বনিতে প্রবেশ করুন, যেখানে দেবত্ব প্রতিটা ছত্রে ধরা পড়েছে ৷ অদেখা এক ঝলক দেখার জন্য প্রস্তুত থাকুন ৷ এটা শুধুমাত্র এটা আলো নয়, একটা দর্শনও ৷ কান্তারা চ্যাপ্টর 1-এর প্রথম ঝলক আসবে 27 নভেম্বর ঠিক দুপুর 12টা 25 মিনিটে ৷"

বক্সঅফিসে 'কান্তারা' 100 দিন পার করতেই পরিচালক-অভিনেতা ঋষভ ঘোষণা করেছিলেন এই ছবির পরবর্তী ভাগ নিয়ে হাজির হবেন ৷ তিনি সেই সময়ে বলেন, "এটা আপনারা যেটা দেখলেন আসলে এটা পার্ট 2 ৷ পার্ট 1 আসবে আগামী বছর ৷ কান্তারা ছবির প্রেক্ষাপট দেখতে গেলে ইতিহাসের আরও গভীরে যেতে হবে ৷ তবে সঠিক সময়ে ছবির পরবর্তী ভাগ নিয়ে কথা হবে ৷"

কান্তারা ছবির গল্প এগিয়েছে কাল্পনিক গ্রাম দক্ষিণ কন্নড়ের বাসিন্দা ঋষভ শেট্টির চরিত্রকে আবর্তিত করে ৷ দ্বৈত চরিত্রে দেখা গিয়েছে তাঁকে ৷ যেখানে তাঁকে কামবালা চ্যাম্পিয়ন রূপে দেখা গিয়েছে ৷ আবার ডাইভা কোলা চরিত্রেও দেখা গিয়েছে তাঁকে ৷ 'কান্তারা 2' ছাড়াও, হোমবেল ফিল্মস 'সালার' প্রযোজনা করছে, যা বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাগুলির মধ্যে একটি।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন:

1. 'টাইগার 3' সাফল্যের পর ক্যাটরিনা বন্দনায় সলমন, অনুরাগীদের জানালেন কৃতজ্ঞতা

2. সম্পত্তিভাগ অমিতাভ-জয়ার, মেয়ে শ্বেতার তবে কি 'প্রতীক্ষা'র অবসান!

3. 'অশিক্ষিত লোকেদের কথায় কান দেবেন না'- সোশাল মিডিয়ায় কাদের উদ্দেশ্য করে এমন বললেন অন্তঃসত্ত্বা শুভশ্রী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.