ETV Bharat / entertainment

Chandramukhi 2 First Look: 'চন্দ্রমুখী 2' ছবিতে কঙ্গনার প্রথম লুক প্রকাশ্যে, পোস্টার রিলিজ হতেই শুরু বয়কটের দাবি - কঙ্গনার প্রথম লুক মুক্তি পেতেই শুরু বয়কটের দাবি

মুক্তি পেল কঙ্গনা রানওয়াতের নতুন ছবি 'চন্দ্রমুখী 2'-এর নতুন পোস্টার ৷ চন্দ্রমুখী রূপে একেবারে রাজকীয় বেশে সামনে এলেন অভিনেত্রী ৷

Chandramukhi 2 First Look
মুক্তি পেল চন্দ্রমুখী 2 ছবির পোস্টার
author img

By

Published : Aug 5, 2023, 3:10 PM IST

হায়দরাবাদ, 5 অগস্ট: কঙ্গনা রানওয়াত এখন চর্চায় তাঁর নতুন ছবি 'চন্দ্রমুখী 2'-এর জন্য ৷ গণেশ চতুর্থীতে মুক্তি পাচ্ছে এই ছবি ৷ শনিবার সামনে এল কঙ্গনার চরিত্রের লুকও ৷ এদিন নয়া ছবির বেশ কয়েকটি পোস্টার শেয়ার করেছেন অভিনেত্রী ৷ সেখানে তাঁকে দেখা গিয়েছে একেবারে নতুন বেশে ৷ বলি কুইনের লুক যেমন প্রশংসা কুড়িয়েছে তেমনই এসেছে বয়কটের দাবি ৷ লাইকা প্রোডাকশনের ব্যানারে মুক্তি পেতে চলেছে এই ছবির দ্বিতীয় পর্ব ৷ সুভাকরনের এই ছবি মুক্তি পাবে মোট পাঁচটি ভাষায় ৷ হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালমের পাশাপাশি কন্নড় ভাষাতেও মুক্তি পাবে কঙ্গনার এই নতুন প্যান ইন্ডিয়া প্রজেক্ট ৷

নির্মাতারা এদিন কঙ্গনার যে পোস্টারটি শেয়ার করেছেন তার ক্যাপশনে লেখা হয়েছে, "সেই সুন্দরী এবং তাঁর সেই পোজ, যা দিয়ে কোনও পরিশ্রম ছাড়াই তিনি সকলের নজর কেড়েছেন ৷ সামনে এল চন্দ্রমুখী 2 ছবি থেকে কঙ্গনা রানওয়াতের প্রথম লুক ৷" নতুন পোস্টারে কঙ্গনার সাজ কোনও মহারানির চেয়ে কম নয় ৷ কোমরবন্ধ থেকে শুরু করে তাঁর শরীর জুড়েই রয়েছে অনবদ্য সব অলংকার ৷ পরনে সবুজ রঙের শাড়ি যেন তাঁর আভিজাত্যেরই প্রতিচ্ছবি ৷

পোস্টার সোশাল মিডিয়ায় শেয়ার করার পর থেকেই তা নিয়ে মন্তব্য করতে শুরু করেছে নেটিজেনরা ৷ কেউ লিখেছেন, 'আরে সত্যিই দেবীর মতো লাগছে ৷' আবার কারও দাবি, "এই চরিত্রকে সঠিকভাবে ইনিই ফুটিয়ে তুলতে পারবেন ৷" কেউ কেউ আবার দক্ষিণে কঙ্গনার আগমণে ততটা খুশি নয় ৷ তাঁদেরই একজন লিখেছেন, "এই ছবিটাও বয়কট করুন ৷ কারণ ইনিও তো বলিউডেরই অভিনেত্রী ৷"

আরও পড়ুন: শাহরুখ থেকে যীশু! নায়ক বদলেছে; 'নায়িকা সংবাদ' আজও শিরোনামে

'চন্দ্রমুখী 2' ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন পি বাসু ৷ ছবিতে আরও দেখা যাবে মহিমা নাম্বিয়ার, ভাদিভেলু, লক্ষ্মী মেননের মতো অভিনেতা অভিনেত্রীরা ৷ এই ছবির পাশাপাশি কঙ্গনা এখন চর্চায় রয়েছেন তাঁর আগামী ছবি 'ইমারজেন্সি'র জন্য়ও ৷ এই ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির চরিত্রে দেখা যাবে তাঁকে ৷

হায়দরাবাদ, 5 অগস্ট: কঙ্গনা রানওয়াত এখন চর্চায় তাঁর নতুন ছবি 'চন্দ্রমুখী 2'-এর জন্য ৷ গণেশ চতুর্থীতে মুক্তি পাচ্ছে এই ছবি ৷ শনিবার সামনে এল কঙ্গনার চরিত্রের লুকও ৷ এদিন নয়া ছবির বেশ কয়েকটি পোস্টার শেয়ার করেছেন অভিনেত্রী ৷ সেখানে তাঁকে দেখা গিয়েছে একেবারে নতুন বেশে ৷ বলি কুইনের লুক যেমন প্রশংসা কুড়িয়েছে তেমনই এসেছে বয়কটের দাবি ৷ লাইকা প্রোডাকশনের ব্যানারে মুক্তি পেতে চলেছে এই ছবির দ্বিতীয় পর্ব ৷ সুভাকরনের এই ছবি মুক্তি পাবে মোট পাঁচটি ভাষায় ৷ হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালমের পাশাপাশি কন্নড় ভাষাতেও মুক্তি পাবে কঙ্গনার এই নতুন প্যান ইন্ডিয়া প্রজেক্ট ৷

নির্মাতারা এদিন কঙ্গনার যে পোস্টারটি শেয়ার করেছেন তার ক্যাপশনে লেখা হয়েছে, "সেই সুন্দরী এবং তাঁর সেই পোজ, যা দিয়ে কোনও পরিশ্রম ছাড়াই তিনি সকলের নজর কেড়েছেন ৷ সামনে এল চন্দ্রমুখী 2 ছবি থেকে কঙ্গনা রানওয়াতের প্রথম লুক ৷" নতুন পোস্টারে কঙ্গনার সাজ কোনও মহারানির চেয়ে কম নয় ৷ কোমরবন্ধ থেকে শুরু করে তাঁর শরীর জুড়েই রয়েছে অনবদ্য সব অলংকার ৷ পরনে সবুজ রঙের শাড়ি যেন তাঁর আভিজাত্যেরই প্রতিচ্ছবি ৷

পোস্টার সোশাল মিডিয়ায় শেয়ার করার পর থেকেই তা নিয়ে মন্তব্য করতে শুরু করেছে নেটিজেনরা ৷ কেউ লিখেছেন, 'আরে সত্যিই দেবীর মতো লাগছে ৷' আবার কারও দাবি, "এই চরিত্রকে সঠিকভাবে ইনিই ফুটিয়ে তুলতে পারবেন ৷" কেউ কেউ আবার দক্ষিণে কঙ্গনার আগমণে ততটা খুশি নয় ৷ তাঁদেরই একজন লিখেছেন, "এই ছবিটাও বয়কট করুন ৷ কারণ ইনিও তো বলিউডেরই অভিনেত্রী ৷"

আরও পড়ুন: শাহরুখ থেকে যীশু! নায়ক বদলেছে; 'নায়িকা সংবাদ' আজও শিরোনামে

'চন্দ্রমুখী 2' ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন পি বাসু ৷ ছবিতে আরও দেখা যাবে মহিমা নাম্বিয়ার, ভাদিভেলু, লক্ষ্মী মেননের মতো অভিনেতা অভিনেত্রীরা ৷ এই ছবির পাশাপাশি কঙ্গনা এখন চর্চায় রয়েছেন তাঁর আগামী ছবি 'ইমারজেন্সি'র জন্য়ও ৷ এই ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির চরিত্রে দেখা যাবে তাঁকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.