ETV Bharat / entertainment

8 বছর পর পর্দায় ফিরছে তনু-মনু জুটি! কঙ্গনার নতুন ছবির শুটিংয়ে চমক রজনীকান্তের - কঙ্গনা রানাওয়াত

Kangana Ranaut New Movie: নতুন ছবির শুটিং শুরু করলেন কঙ্গনা রানাওয়াত ৷ 8 বছর পর আর মাধবনের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন বলিউড কুইন ৷ প্রথম দিনের শুটিংয়ে সেটে এসে শুভেচ্ছা জানালেন থালাইভা রজনীকান্ত ৷

Kangana Ranaut New Movie
কঙ্গনার নতুন ছবির শুটিং সেটে রজনীকান্ত
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 18, 2023, 7:33 PM IST

হায়দরাবাদ, 18 নভেম্বর: ফের বড় পর্দায় ফিরছে 'তনু ওয়েডস মনু' জুটি ৷ কঙ্গনা রানাওয়াত-আর রাঘবনের কেমিষ্ট্রি আরও একবার ফুটে উঠবে রূপোলি পর্দায় ৷ শনিবার থেকে শুরু হল কুইনের সাইকোলজিক্যাল থ্রিলার ছবি ৷ শুটিংয়ের জন্য মুম্বই থেকে চেন্নাই গিয়েছেন অভিনেত্রী ৷ এএল বিজয় পরিচালিত এই ছবির প্রথম দিন শুটিং সেটে হাজির হন সুপারস্টার রজনীকান্ত ৷

এদিন কঙ্গনা সোশাল মিডিয়ায় নতুন ছবির ক্ল্যাপবোর্ড শেয়ার করেন ৷ ক্যাপশনে লেখেন, "আজ থেকে চেন্নাইয়ে শুরু হল আমাদের নতুন ছবির শুটিং ৷ এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার ৷ বিস্তারিত খুব শীঘ্রই আসবে ৷ আপনাদের সকলের শুভেচ্ছা ও আশীর্বাদ চাই ৷"

  • Today in Chennai we started filming our new film, a psychological thriller.
    Other details coming soon.
    For now need all your support and blessings for this very unusual and exciting script 🙏 pic.twitter.com/GERsIYLsR7

    — Kangana Ranaut (@KanganaTeam) November 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর কিছু পরেই অভিনেত্রী আরও দুটি ছবি শেয়ার করেন ৷ যেখানে তাঁকে দেখা যায় রজনীকান্তের সঙ্গে ৷ ক্যাপশনে তিনি লেখেন, "শুটিংয়ের প্রথম দিনে ভারতীয় সিনেমার ভগবান থালাইভার আমাদের সকলকে চমকে দিয়েছেন সেটে এসে ৷ খুব সুন্দর একটা দিন কাটালাম ৷ তোমাকে মিস করছি ম্যাডি ৷ খুব শীঘ্রই তোমার সঙ্গে কাজ করার অপেক্ষা করছি ৷" নতুন জার্নিতে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরাও ৷ কঙ্গনা-রজনীকান্তের ছবি শেয়ার করেছেন আর মাধবনও ৷ তিনি লিখেছেন, "এর থেক ভালো আশীর্বাদ আর কিছু হতে পারে না ৷"

কিছুদিন আগেই বক্সঅফিসে মুক্তি পায় কঙ্গনার 'তেজস' ৷ বক্সঅফিসে এই ছবি ভালো ফল করেনি ৷ এয়ারফোর্স পাইলটের চরিত্রে দেখা যায় অভিনেত্রীকে, যিনি আকাশপথে দেশকে রক্ষা করতে লড়াই করে ৷ অন্যদিকে, অভিনেত্রীকে দেখা যাবে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির বায়োপিকে ৷ ছবির নাম 'ইমারজেন্সি' ৷ ছবিটি প্রযোজনা থেকে পরিচালনা করছেন স্বয়ং অভিনেত্রী ৷ ছবিতে অনুপম খেরকে দেখা যাবে জেপি নারায়ণের চরিত্রে ৷ শ্রেয়স তলপড়েকে দেখা যাবে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে ৷ 'ইমারজেন্সি' মুক্তি পাওযার কথা ছিল চলতি বছর নভেম্বরে ৷ পরে পিছিয়ে গিয়েছে ছবির মুক্তির তারিখ ৷

  • Wowowowowoeow what a BLESSINGSSSS.. gods grace 🤗🤗❤️❤️❤️🙏🙏🙏Phenominal Beginning . Thank you sir @rajinikanth .. your wishes and blessing mean the world to us . ❤️❤️🙏🙏 https://t.co/0I7U5uEf7v

    — Ranganathan Madhavan (@ActorMadhavan) November 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন:

1. টাইগার 3'র সাকসেস মঞ্চে ইমরানকে আদর, ক্যাটরিনাকে স্কার্ফ উপহার সলমনের, দেখুন ভিডিয়ো

2. বিশ্বকাপের ফাইনালে মঞ্চ মাতাবে 'গোতিলো' তারকা আদিত্য, থাকছেন প্রীতমও

3. 'যেতে পারি কিন্তু...', বিশ্বকাপের ফাইনাল দেখা নিয়ে দোলাচলে অমিতাভ

হায়দরাবাদ, 18 নভেম্বর: ফের বড় পর্দায় ফিরছে 'তনু ওয়েডস মনু' জুটি ৷ কঙ্গনা রানাওয়াত-আর রাঘবনের কেমিষ্ট্রি আরও একবার ফুটে উঠবে রূপোলি পর্দায় ৷ শনিবার থেকে শুরু হল কুইনের সাইকোলজিক্যাল থ্রিলার ছবি ৷ শুটিংয়ের জন্য মুম্বই থেকে চেন্নাই গিয়েছেন অভিনেত্রী ৷ এএল বিজয় পরিচালিত এই ছবির প্রথম দিন শুটিং সেটে হাজির হন সুপারস্টার রজনীকান্ত ৷

এদিন কঙ্গনা সোশাল মিডিয়ায় নতুন ছবির ক্ল্যাপবোর্ড শেয়ার করেন ৷ ক্যাপশনে লেখেন, "আজ থেকে চেন্নাইয়ে শুরু হল আমাদের নতুন ছবির শুটিং ৷ এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার ৷ বিস্তারিত খুব শীঘ্রই আসবে ৷ আপনাদের সকলের শুভেচ্ছা ও আশীর্বাদ চাই ৷"

  • Today in Chennai we started filming our new film, a psychological thriller.
    Other details coming soon.
    For now need all your support and blessings for this very unusual and exciting script 🙏 pic.twitter.com/GERsIYLsR7

    — Kangana Ranaut (@KanganaTeam) November 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর কিছু পরেই অভিনেত্রী আরও দুটি ছবি শেয়ার করেন ৷ যেখানে তাঁকে দেখা যায় রজনীকান্তের সঙ্গে ৷ ক্যাপশনে তিনি লেখেন, "শুটিংয়ের প্রথম দিনে ভারতীয় সিনেমার ভগবান থালাইভার আমাদের সকলকে চমকে দিয়েছেন সেটে এসে ৷ খুব সুন্দর একটা দিন কাটালাম ৷ তোমাকে মিস করছি ম্যাডি ৷ খুব শীঘ্রই তোমার সঙ্গে কাজ করার অপেক্ষা করছি ৷" নতুন জার্নিতে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরাও ৷ কঙ্গনা-রজনীকান্তের ছবি শেয়ার করেছেন আর মাধবনও ৷ তিনি লিখেছেন, "এর থেক ভালো আশীর্বাদ আর কিছু হতে পারে না ৷"

কিছুদিন আগেই বক্সঅফিসে মুক্তি পায় কঙ্গনার 'তেজস' ৷ বক্সঅফিসে এই ছবি ভালো ফল করেনি ৷ এয়ারফোর্স পাইলটের চরিত্রে দেখা যায় অভিনেত্রীকে, যিনি আকাশপথে দেশকে রক্ষা করতে লড়াই করে ৷ অন্যদিকে, অভিনেত্রীকে দেখা যাবে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির বায়োপিকে ৷ ছবির নাম 'ইমারজেন্সি' ৷ ছবিটি প্রযোজনা থেকে পরিচালনা করছেন স্বয়ং অভিনেত্রী ৷ ছবিতে অনুপম খেরকে দেখা যাবে জেপি নারায়ণের চরিত্রে ৷ শ্রেয়স তলপড়েকে দেখা যাবে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে ৷ 'ইমারজেন্সি' মুক্তি পাওযার কথা ছিল চলতি বছর নভেম্বরে ৷ পরে পিছিয়ে গিয়েছে ছবির মুক্তির তারিখ ৷

  • Wowowowowoeow what a BLESSINGSSSS.. gods grace 🤗🤗❤️❤️❤️🙏🙏🙏Phenominal Beginning . Thank you sir @rajinikanth .. your wishes and blessing mean the world to us . ❤️❤️🙏🙏 https://t.co/0I7U5uEf7v

    — Ranganathan Madhavan (@ActorMadhavan) November 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন:

1. টাইগার 3'র সাকসেস মঞ্চে ইমরানকে আদর, ক্যাটরিনাকে স্কার্ফ উপহার সলমনের, দেখুন ভিডিয়ো

2. বিশ্বকাপের ফাইনালে মঞ্চ মাতাবে 'গোতিলো' তারকা আদিত্য, থাকছেন প্রীতমও

3. 'যেতে পারি কিন্তু...', বিশ্বকাপের ফাইনাল দেখা নিয়ে দোলাচলে অমিতাভ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.