ETV Bharat / entertainment

Tejas Teaser: যুদ্ধে নামতে চলেছেন কঙ্গনা, দেশের স্বার্থে উড়ল 'তেজস' - যুদ্ধে নামতে চলেছেন কঙ্গনা

গান্ধি জয়ন্তীতে প্রকাশ্যে এল তেজস ছবির টিজার ৷ বলিউডের কুইন কঙ্গনা রানাওয়াত এদিন সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন 'তেজস'-এর পোস্টার ও টিজার ৷ এয়ারফোর্স অফিসারের ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে ৷

Etv Bharat
প্রকাশ্যে কঙ্গনা রানাওয়াতের 'তেজস' ছবির টিজার
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2023, 11:27 AM IST

হায়দরাবাদ, 2 অক্টোবর: একদিকে যখন অভিনেতা অক্ষয় কুমার এয়ার স্ট্রাইক নিয়ে ছবির ঘোষণা করলেন অন্যদিকে গান্ধি জয়ন্তীতে নতুন ছবি তেজসের টিজার প্রকাশ্যে আনলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ৷ চলতি মাসেই মুক্তি পেতে চলেছে তেজস ৷ তার আগে যুদ্ধং দেহি রূপে দেশের স্বার্থে লড়ার অঙ্গিকার করলেন বলিউডের কুইন ৷

সরভেশ মেওয়ারা পরিচালিত এই ছবি ঘিরে প্রথম থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা ও আগ্রহ তৈরি হয়েছে ৷ শত্রুপক্ষকে আকাশপথে পরাজিত করতে ভারতের অন্যতম অস্ত্র তেজস ৷ ফাইটার জেট তেজস এয়ারফোর্সের অন্যতম হাতিয়ার ৷ তার সঙ্গে ছবির মিল না থাকলেও মিল রয়েছে নামে ৷ আসলে এই ছবিতে কঙ্গনাকে দেখা যাবে এয়ারফোর্স অফিসার তেজস গিলের ভূমিকায় ৷ তিনি আকাশ পথে দেশের হয়ে যুদ্ধে সামিল হবেন ৷ তবে পরিচালক আগেই জানিয়েছিলেন এই ছবি বায়োপিক নয় ৷

টিজার শেয়ার করে কঙ্গনা লিখেছেন, "দেশের প্রতি ভালবাসায় টেক অফের জন্য তৈরি ৷ ভারতের দিকে কেউ চোখ তুলে তাকালে তাকে ছেড়ে কথা বলা হবে না ৷ ট্রেলার আসবে ইন্ডিয়ান এয়ার ফোর্স দিবসে অর্থাৎ 8 অক্টোবর ৷"এর আগে সোশাল মিডিয়ায় কঙ্গনা পোস্টার শেয়ার করে নিজের চরিত্রটি নিয়ে লেখেন, "যখনই দেশের কথা আগে উঠবে তখনই সে সব সীমা লংঘন করবে ৷" তিনবছর ধরে তেজস ছবির মুক্তি আটকে রয়েছে ৷ ছবিটি আসলে মুক্তি পাওযার কথা ছিল 2020 সালের ডিসেম্বর মাসে ৷ ছবির মুক্তির দিন কঙ্গনা ঘোষণা করেছিলেন সেই বছর অগস্টে ৷ কিন্তু নানা কারণে আটকে যায় ছবির মুক্তি ৷ অবশেষে, পর্দায় আসছে তেজস ৷ 27 অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবি ৷

আরও পড়ুন: 'হামসফর' খুঁজে পেলেন মাহিরা, বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন 'রইস' অভিনেত্রী

উল্লেখ্য, কিছু দিন আগেই মুক্তি পেয়েছে দক্ষিণী ছবি চন্দ্রমুখী 2 ৷ এই ছবিতে প্রধান চরিত্রে দেখা গিয়েছে কঙ্গনা রানাওয়াতকে ৷ পি বাসুর এই ছবিতে কঙ্গনার অবতার দেখে চমকে গিয়েছেন দর্শক ৷ কখনও হাতে তুলে নিয়েছেন তলোয়ার আবার কখনও তুলে ধরেছেন নৃত্যশৈলী ৷ সবমিলিয়ে এই ছবি বক্সঅফিসে ভালো প্রভাব ফেলেছে ৷

হায়দরাবাদ, 2 অক্টোবর: একদিকে যখন অভিনেতা অক্ষয় কুমার এয়ার স্ট্রাইক নিয়ে ছবির ঘোষণা করলেন অন্যদিকে গান্ধি জয়ন্তীতে নতুন ছবি তেজসের টিজার প্রকাশ্যে আনলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ৷ চলতি মাসেই মুক্তি পেতে চলেছে তেজস ৷ তার আগে যুদ্ধং দেহি রূপে দেশের স্বার্থে লড়ার অঙ্গিকার করলেন বলিউডের কুইন ৷

সরভেশ মেওয়ারা পরিচালিত এই ছবি ঘিরে প্রথম থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা ও আগ্রহ তৈরি হয়েছে ৷ শত্রুপক্ষকে আকাশপথে পরাজিত করতে ভারতের অন্যতম অস্ত্র তেজস ৷ ফাইটার জেট তেজস এয়ারফোর্সের অন্যতম হাতিয়ার ৷ তার সঙ্গে ছবির মিল না থাকলেও মিল রয়েছে নামে ৷ আসলে এই ছবিতে কঙ্গনাকে দেখা যাবে এয়ারফোর্স অফিসার তেজস গিলের ভূমিকায় ৷ তিনি আকাশ পথে দেশের হয়ে যুদ্ধে সামিল হবেন ৷ তবে পরিচালক আগেই জানিয়েছিলেন এই ছবি বায়োপিক নয় ৷

টিজার শেয়ার করে কঙ্গনা লিখেছেন, "দেশের প্রতি ভালবাসায় টেক অফের জন্য তৈরি ৷ ভারতের দিকে কেউ চোখ তুলে তাকালে তাকে ছেড়ে কথা বলা হবে না ৷ ট্রেলার আসবে ইন্ডিয়ান এয়ার ফোর্স দিবসে অর্থাৎ 8 অক্টোবর ৷"এর আগে সোশাল মিডিয়ায় কঙ্গনা পোস্টার শেয়ার করে নিজের চরিত্রটি নিয়ে লেখেন, "যখনই দেশের কথা আগে উঠবে তখনই সে সব সীমা লংঘন করবে ৷" তিনবছর ধরে তেজস ছবির মুক্তি আটকে রয়েছে ৷ ছবিটি আসলে মুক্তি পাওযার কথা ছিল 2020 সালের ডিসেম্বর মাসে ৷ ছবির মুক্তির দিন কঙ্গনা ঘোষণা করেছিলেন সেই বছর অগস্টে ৷ কিন্তু নানা কারণে আটকে যায় ছবির মুক্তি ৷ অবশেষে, পর্দায় আসছে তেজস ৷ 27 অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবি ৷

আরও পড়ুন: 'হামসফর' খুঁজে পেলেন মাহিরা, বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন 'রইস' অভিনেত্রী

উল্লেখ্য, কিছু দিন আগেই মুক্তি পেয়েছে দক্ষিণী ছবি চন্দ্রমুখী 2 ৷ এই ছবিতে প্রধান চরিত্রে দেখা গিয়েছে কঙ্গনা রানাওয়াতকে ৷ পি বাসুর এই ছবিতে কঙ্গনার অবতার দেখে চমকে গিয়েছেন দর্শক ৷ কখনও হাতে তুলে নিয়েছেন তলোয়ার আবার কখনও তুলে ধরেছেন নৃত্যশৈলী ৷ সবমিলিয়ে এই ছবি বক্সঅফিসে ভালো প্রভাব ফেলেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.