ETV Bharat / entertainment

Kangana Gets Trolled: 'ভারতীয় নারী এবার বিদেশি!', স্ট্র্যাপলেস পোশাকে সামনে এসে ট্রলড কঙ্গনা - kangana look for tiku weds sheru success party

'টিকু ওয়েডস শেরু' ছবির সাকসেস পার্টিতে ঝলমলে স্ট্র্যাপলেস পোশাকে হাজির কঙ্গনা ৷ পোশাক চয়নের কারণেই ট্রল হতে হল অভিনেত্রীকে ৷

Kangana Ranaut shares pictures in strapless outfit
নতুন লুক নিয়ে ট্রলিংয়ের শিকার কঙ্গনা
author img

By

Published : Jul 1, 2023, 9:14 PM IST

হায়দরাবাদ, 1 জুলাই: শুক্রবার রাতে মনিকর্ণিকা ফিল্মস প্রযোজিত প্রথম ছবির সাকসেস পার্টি নিয়ে মেতে উঠলেন অভিনেত্রী কঙ্গনা রানওয়াত ৷ মুম্বইয়ে 'টিকু ওয়েডস শেরু' ছবির সাকসেস পার্টিতে যে পোশাকে সামনে এলেন নায়িকা, তা নিয়ে রীতিমতো ট্রলড হতে হল তাঁকে ৷ ডিজাইনার গৌরি, নিকিতার তৈরি স্ট্র্যাপলেস ড্রেসে ক্যামেরার সামনে আসেন কঙ্গনা ৷ সোশাল মিডিয়াতেও তাঁর এই লুক শেয়ার করেছেন অভিনেত্রী ৷ আর এবার সেই নিয়েই শুরু হল ট্রলিং ৷

ছবিগুলি শেয়ার করে তিনি লেখেন, "মা বলেছিল পড়ার জন্যও যেমন সময় আছে তেমন খেলারও সময় আছে ৷ হা হা ৷ আর আমি বলি কাজের জন্য যেমন সময় আছে তেমনই পার্টির জন্য়ও সময় আছে ৷ বিশেষত যখন মণিকর্ণিকা ফিল্মসের প্রথম প্রযোজনা সুপারহিট ৷ এটা গ্র্যান্ড পার্টির সময় ৷" কঙ্গনার এই পোস্ট সামনে আসার পরেই রীতিমতো ট্রল শুরু হয় অভিনেত্রীকে ঘিরে ৷ নেটিজেনদের একাংশ তাঁর গত মাসের একটি পোস্ট নিয়ে চর্চা শুরু করেন ৷ যেখানে 'ভারতীয় নারী' এবং 'ভারতীয় সংস্কৃতি' নিয়ে তাঁর মতামত দিয়েছিলেন তিনি ৷ কেউ কেউ তো তাঁকে 'ভণ্ড' বলেও উল্লেখ করেছেন ৷

কেউ লিখেছেন, "এসবের পর ইনি আবার বলবেন আমি ভারতীয় ৷ আমি শুধু সেই ধরনের কাপড়ই ব্যবহার করি যা ভারতীয় সংস্কৃতিতে মান্যতা পায় ৷ এটাই হল ভারতীয় সংস্কৃতি ৷ সত্যি ভণ্ডামির চূড়ান্ত পর্যায় এটাই ৷" কেউ আবার লিখেছেন, "ভারতীয় নারী এবার বিদেশি হয়ে গেল ৷" আবার কেউ কেউ 'টিকু ওয়েডস শেরু' ছবিকে কঙ্গনা যেভাবে সুপারহিট বলে ঘোষণা করে দিয়েছেন তা মানতেও রাজি নন ৷ তাঁদেরই একজন লেখেন, "আপনি যদি হলে এই ছবি রিলিজ করতেন তাহলে ধাকড় আর থালাইভি-র মতোই হাল হত ৷ ওটিটি আপনার কেরিয়ারটা বাঁচিয়ে দিচ্ছে ৷ ওটিটিতে তো সবকিছুই সুপারহিট ৷"

আরও পড়ুন: দ্বিতীয় দিনে একটু পড়ল 'সত্যপ্রেম কি কথা' ছবির আয়

কঙ্গনাকে আগামীতে পর্দায় দেখা যাবে 'ইমার্জেন্সি' ছবিতে ৷ পরিচালক কঙ্গনা নিজেই এই ছবিতে অভিনয় করবেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে ৷ অন্য়দিকে তাঁর হতে রয়েছে 'সীতা', 'তেজস', 'মণিকর্ণিকা রিটার্নস: দ্য লেজেন্ড অফ ডিড্ডা'-র মতো একাধিক ছবির কাজ ৷ এছাড়া তাঁর হাতে রয়েছে সন্দীপ সিংয়ের একটি ছবির কাজও ৷

হায়দরাবাদ, 1 জুলাই: শুক্রবার রাতে মনিকর্ণিকা ফিল্মস প্রযোজিত প্রথম ছবির সাকসেস পার্টি নিয়ে মেতে উঠলেন অভিনেত্রী কঙ্গনা রানওয়াত ৷ মুম্বইয়ে 'টিকু ওয়েডস শেরু' ছবির সাকসেস পার্টিতে যে পোশাকে সামনে এলেন নায়িকা, তা নিয়ে রীতিমতো ট্রলড হতে হল তাঁকে ৷ ডিজাইনার গৌরি, নিকিতার তৈরি স্ট্র্যাপলেস ড্রেসে ক্যামেরার সামনে আসেন কঙ্গনা ৷ সোশাল মিডিয়াতেও তাঁর এই লুক শেয়ার করেছেন অভিনেত্রী ৷ আর এবার সেই নিয়েই শুরু হল ট্রলিং ৷

ছবিগুলি শেয়ার করে তিনি লেখেন, "মা বলেছিল পড়ার জন্যও যেমন সময় আছে তেমন খেলারও সময় আছে ৷ হা হা ৷ আর আমি বলি কাজের জন্য যেমন সময় আছে তেমনই পার্টির জন্য়ও সময় আছে ৷ বিশেষত যখন মণিকর্ণিকা ফিল্মসের প্রথম প্রযোজনা সুপারহিট ৷ এটা গ্র্যান্ড পার্টির সময় ৷" কঙ্গনার এই পোস্ট সামনে আসার পরেই রীতিমতো ট্রল শুরু হয় অভিনেত্রীকে ঘিরে ৷ নেটিজেনদের একাংশ তাঁর গত মাসের একটি পোস্ট নিয়ে চর্চা শুরু করেন ৷ যেখানে 'ভারতীয় নারী' এবং 'ভারতীয় সংস্কৃতি' নিয়ে তাঁর মতামত দিয়েছিলেন তিনি ৷ কেউ কেউ তো তাঁকে 'ভণ্ড' বলেও উল্লেখ করেছেন ৷

কেউ লিখেছেন, "এসবের পর ইনি আবার বলবেন আমি ভারতীয় ৷ আমি শুধু সেই ধরনের কাপড়ই ব্যবহার করি যা ভারতীয় সংস্কৃতিতে মান্যতা পায় ৷ এটাই হল ভারতীয় সংস্কৃতি ৷ সত্যি ভণ্ডামির চূড়ান্ত পর্যায় এটাই ৷" কেউ আবার লিখেছেন, "ভারতীয় নারী এবার বিদেশি হয়ে গেল ৷" আবার কেউ কেউ 'টিকু ওয়েডস শেরু' ছবিকে কঙ্গনা যেভাবে সুপারহিট বলে ঘোষণা করে দিয়েছেন তা মানতেও রাজি নন ৷ তাঁদেরই একজন লেখেন, "আপনি যদি হলে এই ছবি রিলিজ করতেন তাহলে ধাকড় আর থালাইভি-র মতোই হাল হত ৷ ওটিটি আপনার কেরিয়ারটা বাঁচিয়ে দিচ্ছে ৷ ওটিটিতে তো সবকিছুই সুপারহিট ৷"

আরও পড়ুন: দ্বিতীয় দিনে একটু পড়ল 'সত্যপ্রেম কি কথা' ছবির আয়

কঙ্গনাকে আগামীতে পর্দায় দেখা যাবে 'ইমার্জেন্সি' ছবিতে ৷ পরিচালক কঙ্গনা নিজেই এই ছবিতে অভিনয় করবেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে ৷ অন্য়দিকে তাঁর হতে রয়েছে 'সীতা', 'তেজস', 'মণিকর্ণিকা রিটার্নস: দ্য লেজেন্ড অফ ডিড্ডা'-র মতো একাধিক ছবির কাজ ৷ এছাড়া তাঁর হাতে রয়েছে সন্দীপ সিংয়ের একটি ছবির কাজও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.