ETV Bharat / entertainment

দেখতে অনেকটা হৃতিকের মতো, হাতে হাত রেখে মুম্বইয়ের রাস্তায় কার সঙ্গে কঙ্গনা! - Kangana With Mystery Man

Kangana With Mystery Man: মুম্বইয়ের সেলুন থেকে বেরিয়ে আসছেন বলিউড কুইন ৷ এক বিদেশী হ্যান্ডসামের হাত ধরে হাঁটা লাগালেন তিনি ৷ কে এই সুপুরুষ ? সোশাল মিডিয়ায় ছবি ছড়িয়ে পড়তেই কৌতুহলী প্রশ্ন নেটিজেনদের ৷

Etv Bharat
কঙ্গনাকে নিয়ে প্রেমের গুঞ্জন বলিপাড়ায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 13, 2024, 2:19 PM IST

হায়দরাবাদ, 13 জানুয়ারি: বলিউড 'কুইন' কী অবশেষে মনের মানুষ খুঁজে পেলেন ৷ সম্প্রতি সোশাল মিডিয়ায় ঘুরে বেড়ানো একটি ছবি দেখে প্রশ্ন উঠেছে নেটপাড়ায় ৷ মুম্বইয়ের রাস্তায় এক 'হ্যান্ডসাম' পুরুষের হাত ধরে দেখা গেল কঙ্গনা রানাওয়াতকে ৷ বিদেশি সুপুরুষ আসলে কে? উত্তর জানতে চায় অনুরাগীরাও ৷

শুক্রবার পাপারাৎজিদের ক্যামেরায় বন্দি হন 'মণিকর্ণিকা' অভিনেত্রী ৷ তাঁকে একটি সেলুন থেকে বেরিয়ে আসতে দেখা যায় ৷ তবে পাপারাৎজিদের চোখ আটকে যায় কঙ্গনার পাশে থাকা ব্যক্তির দিকে, যাঁকে একঝলক বিদেশি বলেই মনে হয়েছে ৷ দেখা যাচ্ছে, সেই ব্যক্তির হাত ধরে হাসতে হাসতে বেরোচ্ছেন কঙ্গনা ৷ সেই ছবি প্রকাশ্যে আসতেই নিমেষে ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায় ৷ এদিন অভিনেত্রীকে দেখা গিয়েছে প্রিন্টেড নীল রঙের স্লিললেস পোশাকে ৷ পায়ে সাধারণ জুতো, চোখে সানগ্লাস ৷ কঙ্গনার পাশে থাকা বিদেশি ব্যক্তিকেও দেখা যায় হাসি মুখে বেরিয়ে আসতে ৷

মজার বিষয় হল, অন্যসময় পাপারাৎজিদের দেখে অভিনেত্রী কথা বলেন বা দাঁড়িয়ে পোজ দেন ৷ কিন্তু এদিন তার বদলে তিনি হাসতে হাসতে গাড়িতে গিয়ে ওঠেন ৷ অভিনেত্রীর এই ছবি দেখে নেটিজেনদের মনে একটাই প্রশ্ন, মিস্ট্রিয়াস ব্যক্তি আসলে কে? একজন ছবির নীচে মন্তব্য করেছেন, "কঙ্গনার এই বিশেষ বন্ধু আসলে কে?" আর এক অনুরাগীর প্রশ্ন, "তাঁদের দুজনকে একসঙ্গে দারুণ মানিয়েছে ৷" আবার কেউ লিখেছেন, "কঙ্গনা প্রিন্সেস আর রহস্যময় ব্যক্তি হ্যান্ডসাম ৷" আবার কেউ মন্তব্য করেছেন, অবশেষে কঙ্গনার জীবনে স্পেশাল কেউ এসেছেন ৷

গত বছর এক সাক্ষাৎকারে বিয়ের ধারনা নিয়ে কঙ্গনা বলেছিলেন, "সবকিছুর একটা সময় থাকে ৷ যদি আমার জীবনে সেই সময় আসে, তাহলে নিশ্চই ভালো কিছু হবে ৷ আমি বিয়ে করতে চাই এবং নিজের পরিবার বানাতে চাই ৷ তবে সেটা সঠিক সময়ে ৷" আরও এক সাক্ষাৎকারে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বলেন, "আমি অবশ্যই বিয়ে করতে চাই ৷ নিজের সন্তান চাই, আমি পাঁচ বছর পর নিজেকে কারোর স্ত্রী, কারোর মা রূপে নিজেকে দেখতে পাই ৷ যখন ভালো কিছু হবে নিশ্চই সবাই জানতে পারবে ৷"

ব্যক্তিগত জীবন ছাড়া, কাজের দিতে নজর দিলে দেখা যায়, বর্তমানে অভিনেত্রী ব্যস্ত রয়েছেন পিরিয়ড ড্রামা 'ইমারজেন্সি' ছবির শুটিংয়ে ৷ এই ছবির হাত ধরেই পরিচালনায় হাতে খড়ি হয়েছে কঙ্গনার ৷ তাঁকে দেখা যাবে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির চরিত্রে ৷ এছাড়াও হাতে রয়েছে বিজয় পরিচালিত, আর মাধবনের বিপরীতে সাইকোলজিক্যাল থ্রিলার ৷ ছবিটি হিন্দি ও তামিল ভাষায় প্যান ইন্ডিয়া মুক্তি পাবে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন:

1. বিমান বিভ্রাটে নষ্ট পাঁচ ঘণ্টা! স্পাইসজেটের পরিষেবায় ক্ষোভ উগরে দিলেন 'খড়কুটো' অভিনেত্রী

2. দুর্গাপুজোয় বাড়িতে থাকবেন বলে ট্রেনে দাঁড়িয়ে রাউরকেল্লা থেকে কলকাতায় আসেন স্বস্তিকা

3. পরমব্রতর ছবিতে অঞ্জন-অপর্ণা! পর্দায় আরও একবার বাংলা সিনেমার সাদা-কালো যুগ

হায়দরাবাদ, 13 জানুয়ারি: বলিউড 'কুইন' কী অবশেষে মনের মানুষ খুঁজে পেলেন ৷ সম্প্রতি সোশাল মিডিয়ায় ঘুরে বেড়ানো একটি ছবি দেখে প্রশ্ন উঠেছে নেটপাড়ায় ৷ মুম্বইয়ের রাস্তায় এক 'হ্যান্ডসাম' পুরুষের হাত ধরে দেখা গেল কঙ্গনা রানাওয়াতকে ৷ বিদেশি সুপুরুষ আসলে কে? উত্তর জানতে চায় অনুরাগীরাও ৷

শুক্রবার পাপারাৎজিদের ক্যামেরায় বন্দি হন 'মণিকর্ণিকা' অভিনেত্রী ৷ তাঁকে একটি সেলুন থেকে বেরিয়ে আসতে দেখা যায় ৷ তবে পাপারাৎজিদের চোখ আটকে যায় কঙ্গনার পাশে থাকা ব্যক্তির দিকে, যাঁকে একঝলক বিদেশি বলেই মনে হয়েছে ৷ দেখা যাচ্ছে, সেই ব্যক্তির হাত ধরে হাসতে হাসতে বেরোচ্ছেন কঙ্গনা ৷ সেই ছবি প্রকাশ্যে আসতেই নিমেষে ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায় ৷ এদিন অভিনেত্রীকে দেখা গিয়েছে প্রিন্টেড নীল রঙের স্লিললেস পোশাকে ৷ পায়ে সাধারণ জুতো, চোখে সানগ্লাস ৷ কঙ্গনার পাশে থাকা বিদেশি ব্যক্তিকেও দেখা যায় হাসি মুখে বেরিয়ে আসতে ৷

মজার বিষয় হল, অন্যসময় পাপারাৎজিদের দেখে অভিনেত্রী কথা বলেন বা দাঁড়িয়ে পোজ দেন ৷ কিন্তু এদিন তার বদলে তিনি হাসতে হাসতে গাড়িতে গিয়ে ওঠেন ৷ অভিনেত্রীর এই ছবি দেখে নেটিজেনদের মনে একটাই প্রশ্ন, মিস্ট্রিয়াস ব্যক্তি আসলে কে? একজন ছবির নীচে মন্তব্য করেছেন, "কঙ্গনার এই বিশেষ বন্ধু আসলে কে?" আর এক অনুরাগীর প্রশ্ন, "তাঁদের দুজনকে একসঙ্গে দারুণ মানিয়েছে ৷" আবার কেউ লিখেছেন, "কঙ্গনা প্রিন্সেস আর রহস্যময় ব্যক্তি হ্যান্ডসাম ৷" আবার কেউ মন্তব্য করেছেন, অবশেষে কঙ্গনার জীবনে স্পেশাল কেউ এসেছেন ৷

গত বছর এক সাক্ষাৎকারে বিয়ের ধারনা নিয়ে কঙ্গনা বলেছিলেন, "সবকিছুর একটা সময় থাকে ৷ যদি আমার জীবনে সেই সময় আসে, তাহলে নিশ্চই ভালো কিছু হবে ৷ আমি বিয়ে করতে চাই এবং নিজের পরিবার বানাতে চাই ৷ তবে সেটা সঠিক সময়ে ৷" আরও এক সাক্ষাৎকারে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বলেন, "আমি অবশ্যই বিয়ে করতে চাই ৷ নিজের সন্তান চাই, আমি পাঁচ বছর পর নিজেকে কারোর স্ত্রী, কারোর মা রূপে নিজেকে দেখতে পাই ৷ যখন ভালো কিছু হবে নিশ্চই সবাই জানতে পারবে ৷"

ব্যক্তিগত জীবন ছাড়া, কাজের দিতে নজর দিলে দেখা যায়, বর্তমানে অভিনেত্রী ব্যস্ত রয়েছেন পিরিয়ড ড্রামা 'ইমারজেন্সি' ছবির শুটিংয়ে ৷ এই ছবির হাত ধরেই পরিচালনায় হাতে খড়ি হয়েছে কঙ্গনার ৷ তাঁকে দেখা যাবে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির চরিত্রে ৷ এছাড়াও হাতে রয়েছে বিজয় পরিচালিত, আর মাধবনের বিপরীতে সাইকোলজিক্যাল থ্রিলার ৷ ছবিটি হিন্দি ও তামিল ভাষায় প্যান ইন্ডিয়া মুক্তি পাবে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন:

1. বিমান বিভ্রাটে নষ্ট পাঁচ ঘণ্টা! স্পাইসজেটের পরিষেবায় ক্ষোভ উগরে দিলেন 'খড়কুটো' অভিনেত্রী

2. দুর্গাপুজোয় বাড়িতে থাকবেন বলে ট্রেনে দাঁড়িয়ে রাউরকেল্লা থেকে কলকাতায় আসেন স্বস্তিকা

3. পরমব্রতর ছবিতে অঞ্জন-অপর্ণা! পর্দায় আরও একবার বাংলা সিনেমার সাদা-কালো যুগ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.