হায়দরাবাদ, 14 অগস্ট: বলিউডে কন্ট্রোভার্সি ক্যুইন হিসাবে খ্যাত কঙ্গনা রানওয়াত ফের একবার পড়লেন বিতর্কের মুখে ৷ 'চন্দ্রমুখী 2' ছবির হাত ধরে নতুন অবতারে দক্ষিণি ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন অভিনেত্রী ৷ সম্প্রতি মুক্তি পেয়েছে সেই ছবির প্রথম গান 'স্বাগতঞ্জলি' ৷ আর সেই গানেই ভারতনাট্যম নাচকে ব্যবহার করেছিলেন নির্মাতারা ৷ কিন্তু কঙ্গনা যেভাবে এই নাচটিকে ফুটিয়ে তুলেছেন তা নিয়ে মোটেই খুশি নন অনুরাগীরা ৷ কঙ্গনাকে নিয়ে ফের শুরু হয়েছে ট্রলিং ৷ এর মাঝে কঙ্গনা মুখ খুললেন বটে তবে তা ট্রলিং নিয়ে নয় ৷ বরং 'ওএমজি 2', 'গদর 2' দেখার জন্য় সকলকে ধন্য়বাদ দিলেন তিনি ৷
একজন নেটিজেনের মতে, 'কঙ্গনা যদিও ভালো অভিনেত্রী , কিন্তু মোটেই ভালো নৃত্যশিল্পী নন।' আরেকজনের দাবি, কঙ্গনা রানওয়াতের জায়গায় নির্মাতারা যদি অনুষ্কা শেট্টিকে নিতেন তাহলে ঠিক হতো ৷ অনুষ্কা দেশ জুড়ে পরিচিতি লাভ করেন তাঁর 'বাহুবলী' ছবির জন্য় ৷ কারও কাছে রীতিমতো হাসির পাত্র হয়েছেন ৷ অনেকেই বলছেন 'ধাকড়'-এর মতো আরও একটি ফ্লপ ছবির সাক্ষী হতে চলেছেন কঙ্গনা অনুরাগীরা ৷
কেউ কেউ আবার সমর্থন করেছেন কঙ্গনাকেই তাঁদের দাবি পুরোটাই আসলে নিন্দুকদের সমালোচনা ৷ কঙ্গনার এই ছবিটি ঠিক সাফল্য পাবে ৷ সেকথা ঠিক না ভুল তা অবশ্য় জানা যাবে প্রেক্ষাগৃহে ছবিটি এলেই ৷ কিন্তু আজও ইনস্টাগ্রাম স্টোরিতে বলিউড নিয়ে কথা বলতে ছাড়েননি কঙ্গনা ৷ যদিও তাঁর বিরুদ্ধে চলা ট্রলিং নিয়ে তিনি কিছুই বলেননি ৷ বরং দর্শককে এদিন বিপুল ধন্যবাদ জানিয়েছেন নায়িকা ৷
আরও পড়ুন: 'দুর্গের দরজা খুলছে খুব তাড়াতাড়ি!' সৃজিতের শুটিংয়ের ঝলক শেয়ার করে জানালেন নির্মাতারা
'ওএমজি 2', 'গদর 2', 'জেলর', 'ভোলা শঙ্কর'-এর ছবিগুলি বেশ ভালো আয় করেছে বক্স অফিসে ৷ এই নিয়ে বলতে গিয়ে তিনি লেখেন, "ধন্য়বাদ দর্শককে ৷ যাঁরা তাঁদের আয়ের এতটা দিয়েছেন ছবি দেখার জন্য় ৷ আমাদের বেছে নেওয়ার জন্য ধন্যবাদ ৷" 'চন্দ্রমুখী 2' রচনা ও পরিচালনা করেছেন পি ভাসু । ছবিটি মুক্তি পেতে চলেছে 19 সেপ্টেম্বর।