ETV Bharat / entertainment

Kangana holds her nephew: কঙ্গনার পরিবারে নতুন সদস্য, ভাইপোকে কোলে নিতেই চোখে জল পিসির - তেজস

কঙ্গনা রানাওয়াতের পরিবারে খুদে সদস্যের আগমন ৷ কঙ্গনার ভাই অক্ষত বাবা হয়েছেন ৷ তাঁর স্ত্রী রীতু এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ৷ পরিবারে সেই খুশির ছবি সোশাল মাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ৷

Etv Bharat
কঙ্গনার পরিবারে নতুন সদস্য
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 20, 2023, 7:40 PM IST

হায়দরাবাদ, 20 অক্টোবর: নবরাত্রির শুভ সময়ে কঙ্গনা রানাওয়াতের পরিবারে নতুন সদস্যের আগমন ৷ খুশিতে অভিনেত্রীর চোখে জল ৷ কঙ্গনার ভাই অক্ষত রানাওয়াত ও তাঁর স্ত্রী রিতু রানাওয়াতের শুরু হল নতুন জার্নি ৷ শুক্রবার রিতু জন্ম দিয়েছেন ফুটফুটে পুত্র সন্তানের ৷ তাঁকে কোলে নিয়েই কেঁদে ফেলেন অভিনেত্রী ৷ সোশাল মিডিয়ায় আবেগঘন পোস্ট কঙ্গনার ৷ প্রকাশ্যে এনেছেন নবজাতকের নামও ৷

সোশাল মিডিয়ায় আবেগপূর্ণ মুহূর্তের বেশ কয়েকটি ছবি শেয়ার করে লিখেছেন, "আজকের এই শুভ দিনে আমাদের ঘরে নতুন সদস্যের আগমন ঘটেছে ৷ আমার ভাই অক্ষত ও তাঁর স্ত্রী রিতু বাবা-মা হয়েছেন ৷ তাঁদের এক পুত্রসন্তান হয়েছে ৷ সুন্দর ফুটফুটে এই শিশুটির নাম আমরা রেখেছি অশত্থামা রানাওয়াত ৷ আপনারা সকলেই আমাদের পরিবারের নতুন এই সদস্যকে আশীর্বাদ করুন ৷ আমরা আমাদের খুশি সকলের সঙ্গে ভাগ করে নিলাম ৷"

বলিউড কুইন খুশির এই খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অনুরাগীরা ৷ শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী মহিমা চৌধুরী, খুশি ভরদ্বাজ, অভিনেতা অনুপম খের ৷ মহিমা কমেন্ট সেকশনে লিখেছেন "অভিনন্দন" ৷ অনুপম খের ভালোবাসার ইমোজি দিয়েছেন ৷ অন্যদিকে, এক অনুরাগী লিখেছেন, "মহাভারতে অন্যতম চরিত্র অশত্থামা ৷ তিনি একজন বীর যোদ্ধা ছিলেন ৷ অশত্থামা ভগবান শিবের আর একটা অবতার ৷ রানাওয়াত পরিবারকে অনেক শুভেচ্ছা ৷" আর এক অনুরাগী লিখেছেন, "আপনি পিসি হয়েছেন ৷ অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ৷ ভগবান কৃষ্ণ খুদে শিশুকে সুস্থ রাখুক, ভালো রাখুক ৷"

কাজের দিকে নজর দিলে, কঙ্গনার হাতে রয়েছে দু’টি বড় প্রোজেক্ট ৷ মুক্তির অপেক্ষায় রয়েছে সরবেশ মেওয়ারা পরিচালিত ও রণি স্ক্রুউওয়ালা প্রযোজিত 'তেজস' ৷ 27 অক্টোবর মুক্তি পাবে এই ছবি ৷ পাশাপাশি রয়েছে কঙ্গনা প্রযোজিত ও অভিনীত বায়োগ্রাফিক্যাল ছবি 'এমারজেন্সি' ৷

আরও পড়ুন: বিগ বস 17-এ সলমনের সঙ্গে এক মঞ্চে কঙ্গনা

হায়দরাবাদ, 20 অক্টোবর: নবরাত্রির শুভ সময়ে কঙ্গনা রানাওয়াতের পরিবারে নতুন সদস্যের আগমন ৷ খুশিতে অভিনেত্রীর চোখে জল ৷ কঙ্গনার ভাই অক্ষত রানাওয়াত ও তাঁর স্ত্রী রিতু রানাওয়াতের শুরু হল নতুন জার্নি ৷ শুক্রবার রিতু জন্ম দিয়েছেন ফুটফুটে পুত্র সন্তানের ৷ তাঁকে কোলে নিয়েই কেঁদে ফেলেন অভিনেত্রী ৷ সোশাল মিডিয়ায় আবেগঘন পোস্ট কঙ্গনার ৷ প্রকাশ্যে এনেছেন নবজাতকের নামও ৷

সোশাল মিডিয়ায় আবেগপূর্ণ মুহূর্তের বেশ কয়েকটি ছবি শেয়ার করে লিখেছেন, "আজকের এই শুভ দিনে আমাদের ঘরে নতুন সদস্যের আগমন ঘটেছে ৷ আমার ভাই অক্ষত ও তাঁর স্ত্রী রিতু বাবা-মা হয়েছেন ৷ তাঁদের এক পুত্রসন্তান হয়েছে ৷ সুন্দর ফুটফুটে এই শিশুটির নাম আমরা রেখেছি অশত্থামা রানাওয়াত ৷ আপনারা সকলেই আমাদের পরিবারের নতুন এই সদস্যকে আশীর্বাদ করুন ৷ আমরা আমাদের খুশি সকলের সঙ্গে ভাগ করে নিলাম ৷"

বলিউড কুইন খুশির এই খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অনুরাগীরা ৷ শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী মহিমা চৌধুরী, খুশি ভরদ্বাজ, অভিনেতা অনুপম খের ৷ মহিমা কমেন্ট সেকশনে লিখেছেন "অভিনন্দন" ৷ অনুপম খের ভালোবাসার ইমোজি দিয়েছেন ৷ অন্যদিকে, এক অনুরাগী লিখেছেন, "মহাভারতে অন্যতম চরিত্র অশত্থামা ৷ তিনি একজন বীর যোদ্ধা ছিলেন ৷ অশত্থামা ভগবান শিবের আর একটা অবতার ৷ রানাওয়াত পরিবারকে অনেক শুভেচ্ছা ৷" আর এক অনুরাগী লিখেছেন, "আপনি পিসি হয়েছেন ৷ অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ৷ ভগবান কৃষ্ণ খুদে শিশুকে সুস্থ রাখুক, ভালো রাখুক ৷"

কাজের দিকে নজর দিলে, কঙ্গনার হাতে রয়েছে দু’টি বড় প্রোজেক্ট ৷ মুক্তির অপেক্ষায় রয়েছে সরবেশ মেওয়ারা পরিচালিত ও রণি স্ক্রুউওয়ালা প্রযোজিত 'তেজস' ৷ 27 অক্টোবর মুক্তি পাবে এই ছবি ৷ পাশাপাশি রয়েছে কঙ্গনা প্রযোজিত ও অভিনীত বায়োগ্রাফিক্যাল ছবি 'এমারজেন্সি' ৷

আরও পড়ুন: বিগ বস 17-এ সলমনের সঙ্গে এক মঞ্চে কঙ্গনা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.