ETV Bharat / entertainment

Kangana Ranaut: আসবে তনু ওয়েডস মনু 3, থাকছেন বিজয় সেতুপতির ফিল্মেও; ঘোষণা কঙ্গনার - কঙ্গনা রানাওয়াত

Kangana Ranaut confirms Tanu Weds Manu 3: মুক্তি পেল কঙ্গনা রানাওয়াতের তেজস ৷ তিনি জানিয়েছেন, আগামী দিনে তামিল সুপারস্টার বিজয় সেতুপতির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি ৷ শুধু তাই নয়, আসছে তাঁর অভিনীত তনু ওয়েডস মনু 3-ও।

Kangana Ranaut
কঙ্গনা রানাওয়াত
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 27, 2023, 7:59 PM IST

হায়দরাবাদ, 27 অক্টোবর: আজই মুক্তি পেল কঙ্গনা রানাওয়াতের ফিল্ম তেজস ৷ তাঁর পরবর্তী প্রজেক্টগুলিও বেশ নজরকাড়া ৷ সম্প্রতি আইএমডিবি-কে দেওয়া সাক্ষাৎকারে বলিউডের কুইন ঘোষণা করেছেন যে, পরপর তিনটি ছবি তাঁর ঝুলিতে রয়েছে ৷ তার মধ্যে একটি রয়েছে তামিল সুপারস্টার বিজয় সেতুপতির সঙ্গে ৷ এ ছাড়াও তাঁর জনপ্রিয় তনু ওয়েডস মনু ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিও আসছে বলে জানিয়ে দিয়েছেন কঙ্গনা ৷

আইএমডিবি-র সঙ্গে কথোপকথনের সময় কঙ্গনা উল্লেখ করেন যে, তিনি বিজয় সেতুপতির সঙ্গে একটি রোমাঞ্চকর ফিল্মে কাজ করছেন ৷ এছাড়াও নটি বিনোদিনী নামে একটি প্রজেক্টও রয়েছে তাঁর হাতে ৷ আর আছে তনু ওয়েডস মনু 3 নামে আরেক চলচ্চিত্র । তনু ওয়েডস মনুর তৃতীয় কিস্তির ঘোষণাটি সিনেপ্রেমীদের অবাক করে দিয়েছে ৷ কারণ পরিচালক আনন্দ এল রাই এর আগে জানিয়েছিলেন যে, এই ছবি করার কোনও পরিকল্পনা তাঁর নেই ৷

এর আগে, একটি সাক্ষাত্কারে পরিচালক বলেছিলেন যে, এটি একটি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি হওয়ার কারণে এক তৃতীয় অংশটি তিনি তৈরি করবেন না । তিনি বলেছিলেন, "এটিকে একটি সিরিজের মতো বিবেচনা করব না । এই মুহূর্তে তৃতীয় অংশ নেই । আমার মনে হয় আপাতত এই চরিত্রগুলি নিয়ে কাজ করা আমার হয়ে গিয়েছে ৷"

আরও পড়ুন: বাংলায় লক্ষ্মীলাভের পর এবার লন্ডনে সৃজিত-বুম্বার 'দশম অবতার'

এই ফ্র্যাঞ্চাইজির মুখ্য অভিনেতা আর মাধবনও তৃতীয় কিস্তির সম্ভাবনার কথা খারিজ করে দিয়েছিলেন ৷ তিনি বলেছিলেন, ইতিমধ্যে শেষ হয়ে যাওয়া কিছুকে পুনরুত্থিত করে কোনও লাভ নেই ৷ তার বদলে নতুন বিষয়বস্তু নিয়ে আসাকেই বেশি চ্যালেঞ্জিং হিসেবে মনে করেন তিনি । উল্লেখ্য, তনু ওয়েডস মনু রিটার্নস-এ তাঁর প্রশংসনীয় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় পুরস্কার পেয়েছিলেন কঙ্গনা রানাওয়াত ।

তাঁর সর্বশেষ ফিল্ম তেজস সম্পর্কে কথা বলতে গিয়ে কঙ্গনা বলেন, তেজস ভারতীয় বিমান বাহিনীর পাইলট তেজস গিল-এর অসাধারণ জীবনযাত্রার অন্বেষণ করেছে ৷ এই ছবির লক্ষ্য হল ভারতীয়দের মধ্যে গভীর গর্ববোধকে অনুপ্রাণিত করা এবং জাগিয়ে তোলা । কঙ্গনার কথায়, এই ছবিটি দেখায় যে দেশকে রক্ষা করার জন্য বায়ুসেনার পাইলটরা জীবন বলিদান দিয়ে এবং বাধার সম্মুখীন হয়েও কীভাবে জাতিকে রক্ষা করেন । এ দিকে, কঙ্গনার আসন্ন ছবি ইমার্জেন্সির মুক্তির তারিখ পরের বছর পিছিয়ে দেওয়া হয়েছে ।

হায়দরাবাদ, 27 অক্টোবর: আজই মুক্তি পেল কঙ্গনা রানাওয়াতের ফিল্ম তেজস ৷ তাঁর পরবর্তী প্রজেক্টগুলিও বেশ নজরকাড়া ৷ সম্প্রতি আইএমডিবি-কে দেওয়া সাক্ষাৎকারে বলিউডের কুইন ঘোষণা করেছেন যে, পরপর তিনটি ছবি তাঁর ঝুলিতে রয়েছে ৷ তার মধ্যে একটি রয়েছে তামিল সুপারস্টার বিজয় সেতুপতির সঙ্গে ৷ এ ছাড়াও তাঁর জনপ্রিয় তনু ওয়েডস মনু ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিও আসছে বলে জানিয়ে দিয়েছেন কঙ্গনা ৷

আইএমডিবি-র সঙ্গে কথোপকথনের সময় কঙ্গনা উল্লেখ করেন যে, তিনি বিজয় সেতুপতির সঙ্গে একটি রোমাঞ্চকর ফিল্মে কাজ করছেন ৷ এছাড়াও নটি বিনোদিনী নামে একটি প্রজেক্টও রয়েছে তাঁর হাতে ৷ আর আছে তনু ওয়েডস মনু 3 নামে আরেক চলচ্চিত্র । তনু ওয়েডস মনুর তৃতীয় কিস্তির ঘোষণাটি সিনেপ্রেমীদের অবাক করে দিয়েছে ৷ কারণ পরিচালক আনন্দ এল রাই এর আগে জানিয়েছিলেন যে, এই ছবি করার কোনও পরিকল্পনা তাঁর নেই ৷

এর আগে, একটি সাক্ষাত্কারে পরিচালক বলেছিলেন যে, এটি একটি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি হওয়ার কারণে এক তৃতীয় অংশটি তিনি তৈরি করবেন না । তিনি বলেছিলেন, "এটিকে একটি সিরিজের মতো বিবেচনা করব না । এই মুহূর্তে তৃতীয় অংশ নেই । আমার মনে হয় আপাতত এই চরিত্রগুলি নিয়ে কাজ করা আমার হয়ে গিয়েছে ৷"

আরও পড়ুন: বাংলায় লক্ষ্মীলাভের পর এবার লন্ডনে সৃজিত-বুম্বার 'দশম অবতার'

এই ফ্র্যাঞ্চাইজির মুখ্য অভিনেতা আর মাধবনও তৃতীয় কিস্তির সম্ভাবনার কথা খারিজ করে দিয়েছিলেন ৷ তিনি বলেছিলেন, ইতিমধ্যে শেষ হয়ে যাওয়া কিছুকে পুনরুত্থিত করে কোনও লাভ নেই ৷ তার বদলে নতুন বিষয়বস্তু নিয়ে আসাকেই বেশি চ্যালেঞ্জিং হিসেবে মনে করেন তিনি । উল্লেখ্য, তনু ওয়েডস মনু রিটার্নস-এ তাঁর প্রশংসনীয় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় পুরস্কার পেয়েছিলেন কঙ্গনা রানাওয়াত ।

তাঁর সর্বশেষ ফিল্ম তেজস সম্পর্কে কথা বলতে গিয়ে কঙ্গনা বলেন, তেজস ভারতীয় বিমান বাহিনীর পাইলট তেজস গিল-এর অসাধারণ জীবনযাত্রার অন্বেষণ করেছে ৷ এই ছবির লক্ষ্য হল ভারতীয়দের মধ্যে গভীর গর্ববোধকে অনুপ্রাণিত করা এবং জাগিয়ে তোলা । কঙ্গনার কথায়, এই ছবিটি দেখায় যে দেশকে রক্ষা করার জন্য বায়ুসেনার পাইলটরা জীবন বলিদান দিয়ে এবং বাধার সম্মুখীন হয়েও কীভাবে জাতিকে রক্ষা করেন । এ দিকে, কঙ্গনার আসন্ন ছবি ইমার্জেন্সির মুক্তির তারিখ পরের বছর পিছিয়ে দেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.