ETV Bharat / entertainment

মোদিকে 'ভগবান রামে'র সঙ্গে তুলনা কঙ্গনার, সমালোচনার ঝড় নেটপাড়ায় - Kangana

Kangana on Modi: আসন্ন লোকসভা নির্বাচনের আগে মধ্য়প্রদেশ, রাজস্থান, ছত্রিশগড়ে গেরুয়া ঝড় ৷ উল্লসিত বিজেপি কর্মীরা ৷ ভারতীয় জনতা পার্টির এই জয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন কঙ্গনা রানাওয়াত ৷ মোদির সঙ্গে তুলনা করেন ভগবান শ্রী রামের ৷ সোশাল মিডিয়ায় ট্রলের শিকার বলিউড কুইন ৷

Kangana Ranaut
মোদিকে 'রাম' বলে আখ্যা কঙ্গনার
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 3, 2023, 8:46 PM IST

হায়দরাবাদ, 3 ডিসেম্বর: মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়- তিন রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল বিজেপির পক্ষে যেতেই সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানালেন কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাওয়াত ৷ তবে প্রধানমন্ত্রীকে ভগবান শ্রী রামচন্দ্রের সঙ্গে তুলনা করতেই সোশাল মিডিয়ায় ট্রলের মুখে পড়তে হয় অভিনেত্রীকে ৷ তাতে যদিও দমে যাননি অভিনেত্রী ৷ উলটে নেটিজেনদের প্রতিক্রিয়া দিতে গিয়ে টেনে এনেছেন ভগবত গীতার প্রসঙ্গও ৷

তেলেঙ্গনা বাদ দিলে মধ্য়প্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়; তিন রাজ্যে বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়েছে বিজেপি ৷ একমাত্র দক্ষিণের রাজ্যটিতে জিতেছে কংগ্রেস ৷ বিজেপির জয়ের উচ্ছ্বাসে কঙ্গনা রবিবার প্রধানমন্ত্রীর একটি ছবি শেয়ার করেন ৷ সেখানে লেখা, "দেশে একটাই গ্যারান্টি চলে সেটা মোদি গ্যারান্টি ৷" সেই ছবি শেয়ার করে কঙ্গনা পোস্টে লেখেন, "রাম এসেছেন ৷ হ্যাশট্যাগ ইলেকশনের ফলাফল ৷"

এরপরেই কঙ্গনার সমালোচনা শুরু হয় নেটপাড়ায় ৷ এক নেটিজেন প্রশ্ন করে বলেন, "মোদির সঙ্গে কী আদৌ ভগবানের তুলনা করা যায়? এই ভগবানের ব্যপ্তি কি কেবল হিন্দুত্ববাদের মধ্যেই?" প্রশ্নের জবাবও দেন কুইন ৷ তিনি টেনে আনেন ভগবত গীতার প্রসঙ্গ ৷ তিনি বলেন, "হ্যাঁ, তুলনা করা যায় ৷ ভগবান শ্রী কৃষ্ণ গীতাতে বলেছেন, আমার সত্যিকারের ভক্ত আর আমি সমান ৷ তাঁর আর আমার মধ্যে কোনও পার্থক্য নেই ৷ আমাদের ধর্মে অনেক সুন্দর দেব-দেবীরা আছেন ৷ যেখানে কোনও শিরচ্ছেদ নেই, চাবুক মারা নেই ৷ আপনারও উচিত আমাদের দলে আসা ৷"

  • जो सनातन नहीं मिटा था रावण के अहंकार से...
    जो सनातन नहीं डिगा था कंस की हुंकार से...
    जो सनातन नहीं मिटा था बाबर और औरंगजेब के अत्याचार से...
    वह सनातन क्या मिटेगा पप्पू पनौती के प्रयास से !

    — Kangana Ranaut (@KanganaTeam) December 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুধু তাই নয়, আর এক টুইট বার্তায় কঙ্গনা কংগ্রেসের রাহুল গান্ধিকে কটাক্ষ করে বলেন, "যে সনাতন রাবণের অহংকার দ্বারা মুছে যায়নি, কংসের গর্জনে কেঁপে ওঠেনি, যে সনাতন বাবর ও ঔরঙ্গজেবের অত্যাচারে মুছে যায়নি, পাপ্পু অপয়ার প্রচেষ্টায় কি সেই সনাতন মুছে যাবে?"

আরও পড়ুন:

1. মুক্তির আগেই রেকর্ড গড়ল 'সালার', মোস্ট ভিউড ভারতীয় ট্রেলারের তকমা পেল প্রভাসের ছবি

2. পথকুকুরদের ঘরে তুললেন সোহা-কুণাল, আদুরে বার্তা শ্রীলেখার

3. 'শ্যাম বাহাদুর' ছবির বিশেষ স্ক্রিনিংয়ে সস্ত্রীক সচিন, ভিকির অভিনয় দেখে মুগ্ধ 'ক্রিকেটঈশ্বর'

হায়দরাবাদ, 3 ডিসেম্বর: মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়- তিন রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল বিজেপির পক্ষে যেতেই সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানালেন কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাওয়াত ৷ তবে প্রধানমন্ত্রীকে ভগবান শ্রী রামচন্দ্রের সঙ্গে তুলনা করতেই সোশাল মিডিয়ায় ট্রলের মুখে পড়তে হয় অভিনেত্রীকে ৷ তাতে যদিও দমে যাননি অভিনেত্রী ৷ উলটে নেটিজেনদের প্রতিক্রিয়া দিতে গিয়ে টেনে এনেছেন ভগবত গীতার প্রসঙ্গও ৷

তেলেঙ্গনা বাদ দিলে মধ্য়প্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়; তিন রাজ্যে বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়েছে বিজেপি ৷ একমাত্র দক্ষিণের রাজ্যটিতে জিতেছে কংগ্রেস ৷ বিজেপির জয়ের উচ্ছ্বাসে কঙ্গনা রবিবার প্রধানমন্ত্রীর একটি ছবি শেয়ার করেন ৷ সেখানে লেখা, "দেশে একটাই গ্যারান্টি চলে সেটা মোদি গ্যারান্টি ৷" সেই ছবি শেয়ার করে কঙ্গনা পোস্টে লেখেন, "রাম এসেছেন ৷ হ্যাশট্যাগ ইলেকশনের ফলাফল ৷"

এরপরেই কঙ্গনার সমালোচনা শুরু হয় নেটপাড়ায় ৷ এক নেটিজেন প্রশ্ন করে বলেন, "মোদির সঙ্গে কী আদৌ ভগবানের তুলনা করা যায়? এই ভগবানের ব্যপ্তি কি কেবল হিন্দুত্ববাদের মধ্যেই?" প্রশ্নের জবাবও দেন কুইন ৷ তিনি টেনে আনেন ভগবত গীতার প্রসঙ্গ ৷ তিনি বলেন, "হ্যাঁ, তুলনা করা যায় ৷ ভগবান শ্রী কৃষ্ণ গীতাতে বলেছেন, আমার সত্যিকারের ভক্ত আর আমি সমান ৷ তাঁর আর আমার মধ্যে কোনও পার্থক্য নেই ৷ আমাদের ধর্মে অনেক সুন্দর দেব-দেবীরা আছেন ৷ যেখানে কোনও শিরচ্ছেদ নেই, চাবুক মারা নেই ৷ আপনারও উচিত আমাদের দলে আসা ৷"

  • जो सनातन नहीं मिटा था रावण के अहंकार से...
    जो सनातन नहीं डिगा था कंस की हुंकार से...
    जो सनातन नहीं मिटा था बाबर और औरंगजेब के अत्याचार से...
    वह सनातन क्या मिटेगा पप्पू पनौती के प्रयास से !

    — Kangana Ranaut (@KanganaTeam) December 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুধু তাই নয়, আর এক টুইট বার্তায় কঙ্গনা কংগ্রেসের রাহুল গান্ধিকে কটাক্ষ করে বলেন, "যে সনাতন রাবণের অহংকার দ্বারা মুছে যায়নি, কংসের গর্জনে কেঁপে ওঠেনি, যে সনাতন বাবর ও ঔরঙ্গজেবের অত্যাচারে মুছে যায়নি, পাপ্পু অপয়ার প্রচেষ্টায় কি সেই সনাতন মুছে যাবে?"

আরও পড়ুন:

1. মুক্তির আগেই রেকর্ড গড়ল 'সালার', মোস্ট ভিউড ভারতীয় ট্রেলারের তকমা পেল প্রভাসের ছবি

2. পথকুকুরদের ঘরে তুললেন সোহা-কুণাল, আদুরে বার্তা শ্রীলেখার

3. 'শ্যাম বাহাদুর' ছবির বিশেষ স্ক্রিনিংয়ে সস্ত্রীক সচিন, ভিকির অভিনয় দেখে মুগ্ধ 'ক্রিকেটঈশ্বর'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.