ETV Bharat / entertainment

Vocal for Local Campaign: দিওয়ালিতে মোদির ভোকাল ফর লোকাল টনিকে মাত চিনা বাজার, দাবি বলিউড কুইন কঙ্গনার - ভোকাল ফর লোকাল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে সাড়া দিয়ে এই দিওয়ালিতে চিনা বাজারকে মাত দিয়েছে ভারতীয় বাজার ৷ অভিনেত্রী কঙ্গনা দাবি করেছেন, দিওয়ালিতে আমজনতা চিনা সামগ্রী কেনা থেকে বিরত থেকেছেন ৷ ফলে লক্ষাধিক কোটির টাকার লোকসান হয়েছে চিনা বাজারের ৷

Etv Bharat
মোদির ভোকাল ফর লোকাল টনিকে মাত চিনা বাজার
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 16, 2023, 3:28 PM IST

হায়দরাবাদ, 16 নভেম্বর: মোদির 'ভোকাল ফর লোকাল' টনিকে মাত খেল চিনা বাজারজাত সামগ্রী ৷ এমনটাই দাবি করেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ৷ সোশাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, এই দিওয়ালিতে দেশীয় সামগ্রী অনেক বেশি বিক্রি হয়েছে ৷ চিনাবাজারের সামগ্রী থেকে মুখ ফিরিয়েছেন আমজনতা ৷ ফলে কয়েক হাজার কোটি টাকার লোকসানের সম্মুখীন হয়েছে চিনের বাজারে ৷

সোশাল মিডিয়ার ইনস্টা স্টোরিতে বলিউড কুইন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ছবি শেয়ার করেছেন ৷ সেখানে তিনি লিখেছেন, "সমীক্ষা অনুযায়ী এই দিওয়ালিতে চিন প্রায় এক লক্ষ কোটি টাকা লোকসানের সম্মুখীন হয়েছে ৷ ভারতের উপভোক্তারা বেছে নিয়েছে 'মেড ইন ইন্ডিয়া' সামগ্রী ৷" ভারতের আর্থিক ব্যবস্থায় এই ঘটনা বড় প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে ৷

Vocal for Local Campaign
কঙ্গনার ইনস্টা স্টোরি

মূলত, দেশীয় সামগ্রীর ব্যবহার বাড়াতে ও আর্থিক ব্যবস্থাকে আরও দৃঢ় করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুরু করেন ভোকাল ফর লোকাল ক্যাম্পেন ৷ সেই প্রকল্পের অংশীদার হন বলিউড তারকা থেকে শুরু করে সাধারণ মানুষও ৷ সোশাল মিডিয়ায় ঝড়ের গতিতে এই ক্যাম্পেন ছড়িয়ে পড়ে ৷ দিওয়ালি আবহে নরেন্দ্র মোদি 6 নভেম্বর এক্স (টুইটার) হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেন ৷ যেখানে তিনি স্থানীয় জিনিস কেনার উপর জোর দেন ৷ গুরুত্ব দিতে বলেন দেশে তৈরি নানা সামগ্রীর উপরে ৷

  • मुझे बहुत संतोष है कि दीपावली के त्योहार पर जनकल्याण की हमारी योजनाओं से आज देश का हर घर रोशन है। #VocalForLocal https://t.co/yZFJDP5m58

    — Narendra Modi (@narendramodi) November 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সেই ক্যাম্পেনে অংশ নেন অনুপমা ধারাবাহিকের নানা কলাকুশলীরা ৷ যেখানে মূল তারকা রূপালি গঙ্গোপাধ্যায় দিওয়ালিতে স্থানীয় দোকানদারের থেকে কেনা জিনিসের উপর জোর দেওয়ার বার্তা দেন অনুরাগীদের ৷ অভিনেতা অনুপম খেরও একটি ভিডিয়ো শেয়ার করেন ভোকাল ফর লোকাল ক্যাম্পেনে ৷ সেখানে তিনি মুম্বইয়ের থানের একটি মূক-বধির স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতে বানানো জিনিসের ভিডিয়ো তুলে ধরেন ৷ জানান, ভোকাল ফর লোকাল ক্যাম্পেনের অংশীদার তাঁরাও ৷ অক্ষয় কুমার থেকে শুরু করে জ্যাকি শ্রফ, ভূমি পেডনেকর, গৌতম গম্ভীর-সহ একাধিক তারকা ভোকাল ফর লোকাল ক্যাম্পেনে অংশগ্রহণ করে ভারতীয় অর্থনীতি সূচককে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন ৷

আরও পড়ুন:

1. 'শুটিংয়েরই একটা পার্ট... ক্ষমা করে দিন'- অনুরাগীকে থাপ্পড় প্রসঙ্গে মুখ খুললেন নানা পাটেকর

2. অমিতাভের কু-সংস্কার ! খেলা দেখা নিয়ে অদ্ভুত প্রতিক্রিয়া শাহেনশার

3. রং-তুলি-ক্যানভাসের পিছনে ঘটছে সর্বনাশ ! মুক্তি পেল রাজা চন্দর 'পিকাসো'র পোস্টার

হায়দরাবাদ, 16 নভেম্বর: মোদির 'ভোকাল ফর লোকাল' টনিকে মাত খেল চিনা বাজারজাত সামগ্রী ৷ এমনটাই দাবি করেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ৷ সোশাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, এই দিওয়ালিতে দেশীয় সামগ্রী অনেক বেশি বিক্রি হয়েছে ৷ চিনাবাজারের সামগ্রী থেকে মুখ ফিরিয়েছেন আমজনতা ৷ ফলে কয়েক হাজার কোটি টাকার লোকসানের সম্মুখীন হয়েছে চিনের বাজারে ৷

সোশাল মিডিয়ার ইনস্টা স্টোরিতে বলিউড কুইন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ছবি শেয়ার করেছেন ৷ সেখানে তিনি লিখেছেন, "সমীক্ষা অনুযায়ী এই দিওয়ালিতে চিন প্রায় এক লক্ষ কোটি টাকা লোকসানের সম্মুখীন হয়েছে ৷ ভারতের উপভোক্তারা বেছে নিয়েছে 'মেড ইন ইন্ডিয়া' সামগ্রী ৷" ভারতের আর্থিক ব্যবস্থায় এই ঘটনা বড় প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে ৷

Vocal for Local Campaign
কঙ্গনার ইনস্টা স্টোরি

মূলত, দেশীয় সামগ্রীর ব্যবহার বাড়াতে ও আর্থিক ব্যবস্থাকে আরও দৃঢ় করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুরু করেন ভোকাল ফর লোকাল ক্যাম্পেন ৷ সেই প্রকল্পের অংশীদার হন বলিউড তারকা থেকে শুরু করে সাধারণ মানুষও ৷ সোশাল মিডিয়ায় ঝড়ের গতিতে এই ক্যাম্পেন ছড়িয়ে পড়ে ৷ দিওয়ালি আবহে নরেন্দ্র মোদি 6 নভেম্বর এক্স (টুইটার) হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেন ৷ যেখানে তিনি স্থানীয় জিনিস কেনার উপর জোর দেন ৷ গুরুত্ব দিতে বলেন দেশে তৈরি নানা সামগ্রীর উপরে ৷

  • मुझे बहुत संतोष है कि दीपावली के त्योहार पर जनकल्याण की हमारी योजनाओं से आज देश का हर घर रोशन है। #VocalForLocal https://t.co/yZFJDP5m58

    — Narendra Modi (@narendramodi) November 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সেই ক্যাম্পেনে অংশ নেন অনুপমা ধারাবাহিকের নানা কলাকুশলীরা ৷ যেখানে মূল তারকা রূপালি গঙ্গোপাধ্যায় দিওয়ালিতে স্থানীয় দোকানদারের থেকে কেনা জিনিসের উপর জোর দেওয়ার বার্তা দেন অনুরাগীদের ৷ অভিনেতা অনুপম খেরও একটি ভিডিয়ো শেয়ার করেন ভোকাল ফর লোকাল ক্যাম্পেনে ৷ সেখানে তিনি মুম্বইয়ের থানের একটি মূক-বধির স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতে বানানো জিনিসের ভিডিয়ো তুলে ধরেন ৷ জানান, ভোকাল ফর লোকাল ক্যাম্পেনের অংশীদার তাঁরাও ৷ অক্ষয় কুমার থেকে শুরু করে জ্যাকি শ্রফ, ভূমি পেডনেকর, গৌতম গম্ভীর-সহ একাধিক তারকা ভোকাল ফর লোকাল ক্যাম্পেনে অংশগ্রহণ করে ভারতীয় অর্থনীতি সূচককে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন ৷

আরও পড়ুন:

1. 'শুটিংয়েরই একটা পার্ট... ক্ষমা করে দিন'- অনুরাগীকে থাপ্পড় প্রসঙ্গে মুখ খুললেন নানা পাটেকর

2. অমিতাভের কু-সংস্কার ! খেলা দেখা নিয়ে অদ্ভুত প্রতিক্রিয়া শাহেনশার

3. রং-তুলি-ক্যানভাসের পিছনে ঘটছে সর্বনাশ ! মুক্তি পেল রাজা চন্দর 'পিকাসো'র পোস্টার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.