ETV Bharat / entertainment

Kamaleswar on Arijit Singh: 'জীবনের অনেক শিক্ষা পাওয়া বাকি ছিল', অরিজিৎ-সাক্ষাতে উপলব্ধি কমলেশ্বরের

'চাঁদের পাহাড়' ছবিতে একসঙ্গে কাজ করার পর আবার কমলেশ্বর মুখোপাধ্যায়ের ছবিতে গান করতে চলেছেন অরিজিৎ সিং ৷ বলিউডের অন্যতম ব্যস্ত সঙ্গীতশিল্পীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল কেমন, সোশাল মিডিয়ায় নিজের অনুভূতি ব্যক্ত করলেন পরিচালক ৷

Etv Bharat
অরিজিৎ প্রসঙ্গে সোশাল মিডিয়ায় পোস্ট কমলেশ্বরের
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 14, 2023, 5:32 PM IST

হায়দরাবাদ, 14 নভেম্বর: অন্যধারার ছবি নির্মাতা হিসাবে বরাবরই নজর কাড়েন 'চিকিৎসক' কমলেশ্বর মুখোপাধ্যায় ৷ এবার তিনি পর্দায় আনছেন বনফুল (বলাইচাঁদ মুখোপাধ্যায়)-এর ছোটগল্প অবলম্বনে 'একটু সরে বসুন' ৷ সেই ছবিতেই একটি গানের জন্য অরিজিৎ সিংয়ের দরবারে হাজির হয়েছিলেন পরিচালক ৷ কেমন ছিল সেই অভিজ্ঞতা, সোশাল মিডিয়ায় লম্বা পোস্ট করে জানালেন কমলেশ্বর ৷

মাটির মানুষ হিসাবে দর্শক দরবারে বরাবরই আলোচনায় উঠে আসেন সঙ্গীত তারকা অরিজিৎ সিং ৷ তাঁর গানের সুখ্যাতি যেমন দেশ-বিদেশে ছড়িয়েছে, তেমনই তাঁর ব্যবহার মুগ্ধ করে সকলকে ৷ তারকাসনে বসেও কীভাবে শিকড়ের কাছাকাছি থাকা যায়, তার উদাহরণস্বরূপ নাম উঠে আসে অরিজিৎ সিংয়ের ৷ সঙ্গীতকারের প্রশংসায় এবার পঞ্চমুখ পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "আমার নতুন ছবি 'একটু সরে বসুন' এর জন্যে নতুন গান করাতে গিয়ে রণজয় ভট্টাচার্য (কথা ও সুর) সূত্রে আমার আবার যোগাযোগ হলল অরিজিৎ সিং-এর সঙ্গে। তাও টেলিফোনে। তার অনেকদিন আগে আমার ছবি 'চাঁদের পাহাড়ে'র জন্যে একটা গান গেয়েছিলেন তিনি। সেই সূত্রে হয়তো মনে রেখেছিলেন আমাকে। এই মুহূর্তে ভারতের অন্যতম শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী যিনি আমার মতে অবশ্যই আন্তর্জাতিক মানের প্রথম সারির গায়ক - তার সম্মন্ধে দুটো কথা আমি না বলে পারছি না।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

তিনি বলেন, "আমি আমার কর্মজীবনে এমন বিরাট মাপের মানুষের কাছ থেকে এতো সমাদর আর সহযোগিতা আশা করতে ভয় পাই আজকাল । কিন্তু অবাক কান্ড - লোকটা যে মাটির কাছাকাছির মানুষ। মনটাও মাটির মতো নরম। এই অনন্যসাধারণ মানুষের উদারতা বা সাধারণ জীবনযাত্রার ব্যাপারে আমরা অনেক শুনেছি দূর থেকে। কিন্তু ওঁর কাজ করার ধরণ, ব্যবহার আর কাজের প্রতি আদর দেখে এটা বুঝলাম, গায়ক হিসেবে তিনি যত বড়ো, মানুষ হিসেবে, তার চেয়েও। আমার থেকে বয়সে অনেক ছোট এই বিরল প্রতিভাবান ও মানবিক শিল্পীর কাছ থেকে আমার জীবনের অনেক শিক্ষা পাওয়া বাকি ছিল- সেটা বুঝলাম। এ আমার অশেষ প্রাপ্তি। আমি ঋদ্ধ হলাম। ভালো থাকবেন অরিজিৎ সিং ৷ আপনি মানুষের পাশে আছেন। আপনি নিজের মনকে জিতে নিয়েছেন ৷ অন্যের মন তো জিতবেনই।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

পরিচালকের এই পোস্টে আবেগপ্রবণ হয়ে পড়েন এই ছবিতে কাজ করা অভিনেত্রী মৌমিতা পণ্ডিত ৷ তিনি পরিচালকের পোস্টে লেখেন, "অরিজিৎ মুর্শিদাবাদ-এর জন্যে যেটা করে আমরা তার প্রত্যক্ষ সাক্ষী তো বটেই , পাশাপাশি এক সঙ্গে বড় হওয়ার সুবাদে অনেকটা কাছ থেকে চেনা ৷ এইটুকু আমি বলতে পারি যে মুর্শিদাবাদ (আজিমগঞ্জ / জীয়াগঞ্জ)এ প্রায় 99 শতাংশ মানুষই এরকম মাটি কামড়ে থাকা, মাটির সঙ্গে থাকা। সারল্যে ভরপুর , শহুরে মেপে মেপে কথা, মেপে মেপে হাসির অঙ্ক থেকে বহু মাইল দূরে ৷ আকাশচুম্বী সাফল্যতে অরিজিৎ সেই এক কারণেই মাটিতে পা এবং মাথা ঠেকিয়ে রেখেছেন ।"

আরও পড়ুন:

1. শিশু দিবসে প্রকাশ্যে 'কাবুলিওয়ালা'র পোস্টার, রহমত-মিনিকে দেখে আবেগপ্রবণ অনুরাগীরা

2. 'টুংকুলুং-এ রহস্য আরও জটিল', বললেন পর্দার একেনবাবু

3. 'জওয়ান'কে পিছনে ফেলে দ্বিতীয় দিনেই 100 কোটির ক্লাবে সলমনের 'টাইগার'

হায়দরাবাদ, 14 নভেম্বর: অন্যধারার ছবি নির্মাতা হিসাবে বরাবরই নজর কাড়েন 'চিকিৎসক' কমলেশ্বর মুখোপাধ্যায় ৷ এবার তিনি পর্দায় আনছেন বনফুল (বলাইচাঁদ মুখোপাধ্যায়)-এর ছোটগল্প অবলম্বনে 'একটু সরে বসুন' ৷ সেই ছবিতেই একটি গানের জন্য অরিজিৎ সিংয়ের দরবারে হাজির হয়েছিলেন পরিচালক ৷ কেমন ছিল সেই অভিজ্ঞতা, সোশাল মিডিয়ায় লম্বা পোস্ট করে জানালেন কমলেশ্বর ৷

মাটির মানুষ হিসাবে দর্শক দরবারে বরাবরই আলোচনায় উঠে আসেন সঙ্গীত তারকা অরিজিৎ সিং ৷ তাঁর গানের সুখ্যাতি যেমন দেশ-বিদেশে ছড়িয়েছে, তেমনই তাঁর ব্যবহার মুগ্ধ করে সকলকে ৷ তারকাসনে বসেও কীভাবে শিকড়ের কাছাকাছি থাকা যায়, তার উদাহরণস্বরূপ নাম উঠে আসে অরিজিৎ সিংয়ের ৷ সঙ্গীতকারের প্রশংসায় এবার পঞ্চমুখ পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "আমার নতুন ছবি 'একটু সরে বসুন' এর জন্যে নতুন গান করাতে গিয়ে রণজয় ভট্টাচার্য (কথা ও সুর) সূত্রে আমার আবার যোগাযোগ হলল অরিজিৎ সিং-এর সঙ্গে। তাও টেলিফোনে। তার অনেকদিন আগে আমার ছবি 'চাঁদের পাহাড়ে'র জন্যে একটা গান গেয়েছিলেন তিনি। সেই সূত্রে হয়তো মনে রেখেছিলেন আমাকে। এই মুহূর্তে ভারতের অন্যতম শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী যিনি আমার মতে অবশ্যই আন্তর্জাতিক মানের প্রথম সারির গায়ক - তার সম্মন্ধে দুটো কথা আমি না বলে পারছি না।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

তিনি বলেন, "আমি আমার কর্মজীবনে এমন বিরাট মাপের মানুষের কাছ থেকে এতো সমাদর আর সহযোগিতা আশা করতে ভয় পাই আজকাল । কিন্তু অবাক কান্ড - লোকটা যে মাটির কাছাকাছির মানুষ। মনটাও মাটির মতো নরম। এই অনন্যসাধারণ মানুষের উদারতা বা সাধারণ জীবনযাত্রার ব্যাপারে আমরা অনেক শুনেছি দূর থেকে। কিন্তু ওঁর কাজ করার ধরণ, ব্যবহার আর কাজের প্রতি আদর দেখে এটা বুঝলাম, গায়ক হিসেবে তিনি যত বড়ো, মানুষ হিসেবে, তার চেয়েও। আমার থেকে বয়সে অনেক ছোট এই বিরল প্রতিভাবান ও মানবিক শিল্পীর কাছ থেকে আমার জীবনের অনেক শিক্ষা পাওয়া বাকি ছিল- সেটা বুঝলাম। এ আমার অশেষ প্রাপ্তি। আমি ঋদ্ধ হলাম। ভালো থাকবেন অরিজিৎ সিং ৷ আপনি মানুষের পাশে আছেন। আপনি নিজের মনকে জিতে নিয়েছেন ৷ অন্যের মন তো জিতবেনই।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

পরিচালকের এই পোস্টে আবেগপ্রবণ হয়ে পড়েন এই ছবিতে কাজ করা অভিনেত্রী মৌমিতা পণ্ডিত ৷ তিনি পরিচালকের পোস্টে লেখেন, "অরিজিৎ মুর্শিদাবাদ-এর জন্যে যেটা করে আমরা তার প্রত্যক্ষ সাক্ষী তো বটেই , পাশাপাশি এক সঙ্গে বড় হওয়ার সুবাদে অনেকটা কাছ থেকে চেনা ৷ এইটুকু আমি বলতে পারি যে মুর্শিদাবাদ (আজিমগঞ্জ / জীয়াগঞ্জ)এ প্রায় 99 শতাংশ মানুষই এরকম মাটি কামড়ে থাকা, মাটির সঙ্গে থাকা। সারল্যে ভরপুর , শহুরে মেপে মেপে কথা, মেপে মেপে হাসির অঙ্ক থেকে বহু মাইল দূরে ৷ আকাশচুম্বী সাফল্যতে অরিজিৎ সেই এক কারণেই মাটিতে পা এবং মাথা ঠেকিয়ে রেখেছেন ।"

আরও পড়ুন:

1. শিশু দিবসে প্রকাশ্যে 'কাবুলিওয়ালা'র পোস্টার, রহমত-মিনিকে দেখে আবেগপ্রবণ অনুরাগীরা

2. 'টুংকুলুং-এ রহস্য আরও জটিল', বললেন পর্দার একেনবাবু

3. 'জওয়ান'কে পিছনে ফেলে দ্বিতীয় দিনেই 100 কোটির ক্লাবে সলমনের 'টাইগার'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.