ETV Bharat / entertainment

KH234 Launch Video: তিন যুগ পর ফের জুটি বাঁধলেন কমল হাসান-মণিরত্নম - তিন যুগ পর জুটি বাঁধলেন কমল হাসান মণিরত্নম

ঠিক 36 বছর পর আবার একসঙ্গে কাজ করতে চলেছেন অভিনেতা কমল হাসান ও পরিচালক মণিরত্নম ৷ শুক্রবার সামনে এল ছবির লঞ্চ ভিডিয়ো ৷ এই ছবির সঙ্গে যুক্ত থাকছেন এ আর রহমানও ৷

KH234 Launch Video
তিন যুগ পর জুটি বাঁধলেন কমল মণিরত্নম
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 27, 2023, 8:48 PM IST

হায়দরাবাদ, 27 অক্টোবর: প্রায় তিন যুগ পর আবার জুটি বাঁধছেন অভিনেতা কমল হাসান ও পরিচালক মণিরত্নম ৷ এই খবর সামনে এসেছিল আগেই ৷ গত বছর অভিনেতার জন্মদিনেই এই ছবির কথা ঘোষণা করা হয়েছিল ৷ শুক্রবার মুক্তি পেল ছবিটির লঞ্চ ভিডিয়ো ৷ এর আগে ছবির ওয়ার্কিং টাইটেল রাখা হয়েছিল 'কেএইচ234' ৷ ছবিতে আর কারা কারা রয়েছেন তা অবশ্য় এখনও জানা যায়নি ৷ তবে 'কেএইচ234' ছবির টিমে রয়েছে বেশকিছু আকর্ষণীয় নাম ৷

ঠিক 36 বছর আগে গ্যাংস্টার ড্রামা 'নায়কা'-এ একসঙ্গে কাজ করেছিলেন মণিরত্নম এবং কমল হাসান ৷ তাই আরও একবার তাঁদের দেখার জন্য় মুখিয়ে আছেন অনুরাগীরা ৷ ইতিমধ্যেই তাঁর 'ইন্ডিয়ান 2' ছবির শুটিং শেষ করেছেন কমল ৷ এছাড়া আগামিদিনে তাঁকে দেখা যাবে নাগ অশ্বিনের 'কল্কি 2898এডি' ছবিতেও ৷ আবার এইচ বিনোথের সঙ্গেও কাজর কথা রয়েছে তাঁর ৷ এই ছবির নামও ঠিক হয়নি ৷

অনেকেই অনুমান করেছিলেন, বিনোথের 'কেএইচ233' ছবির কাজ শেষ হওয়ার পরেই মণিরত্নমের সঙ্গে ছবির শুটিং শুরু করবেন তিনি ৷ তবে এদিন যে লঞ্চ ভিডিয়োটি সামনে এসেছে তাতে বোঝা গেল দু'টি ছবির কাজই একসঙ্গে করবেন অভিনেতা ৷ কমল হাসানের এই ছবিতে কোরিওগ্রাফার হিসাবে দায়িত্ব সামলাবেন অনবারিভ ৷ যিনি 'লিও', 'বিক্রম', 'কাইথি'-র মতো ছবিগুলির জন্য পরিচিত ৷ অর্থাৎ কমলের এই ছবিও যে অ্যাকশন মুখর হতে চলেছে তা বলাই বাহুল্য ৷

আরও পড়ুন: 'আমার করা সবচেয়ে ভয়ংকর চরিত্র', 'অপূর্ব' ছবি নিয়ে বললেন বাঙালি অভিনেতা অভিষেক

কমল হাসানের 'নায়কা' ছবিটি আজও ভারতীয় ছবির ইতিহাসে একটি কাল্ট ছবি হয়ে রয়েছে ৷ এবার এই ছবিটি কেমন হয় তা দেখার জন্য মুখিয়ে সকলে ৷ ছবিতে এআর রহমানের ওপর থাকছে সঙ্গীত পরিচালনার দায়িত্ব ৷ এর আগে লোকেশ কনগরাজের ছবি 'লিও'-তে ভয়েস ক্যামিয়ো দিয়েছিলেন কমল ৷

হায়দরাবাদ, 27 অক্টোবর: প্রায় তিন যুগ পর আবার জুটি বাঁধছেন অভিনেতা কমল হাসান ও পরিচালক মণিরত্নম ৷ এই খবর সামনে এসেছিল আগেই ৷ গত বছর অভিনেতার জন্মদিনেই এই ছবির কথা ঘোষণা করা হয়েছিল ৷ শুক্রবার মুক্তি পেল ছবিটির লঞ্চ ভিডিয়ো ৷ এর আগে ছবির ওয়ার্কিং টাইটেল রাখা হয়েছিল 'কেএইচ234' ৷ ছবিতে আর কারা কারা রয়েছেন তা অবশ্য় এখনও জানা যায়নি ৷ তবে 'কেএইচ234' ছবির টিমে রয়েছে বেশকিছু আকর্ষণীয় নাম ৷

ঠিক 36 বছর আগে গ্যাংস্টার ড্রামা 'নায়কা'-এ একসঙ্গে কাজ করেছিলেন মণিরত্নম এবং কমল হাসান ৷ তাই আরও একবার তাঁদের দেখার জন্য় মুখিয়ে আছেন অনুরাগীরা ৷ ইতিমধ্যেই তাঁর 'ইন্ডিয়ান 2' ছবির শুটিং শেষ করেছেন কমল ৷ এছাড়া আগামিদিনে তাঁকে দেখা যাবে নাগ অশ্বিনের 'কল্কি 2898এডি' ছবিতেও ৷ আবার এইচ বিনোথের সঙ্গেও কাজর কথা রয়েছে তাঁর ৷ এই ছবির নামও ঠিক হয়নি ৷

অনেকেই অনুমান করেছিলেন, বিনোথের 'কেএইচ233' ছবির কাজ শেষ হওয়ার পরেই মণিরত্নমের সঙ্গে ছবির শুটিং শুরু করবেন তিনি ৷ তবে এদিন যে লঞ্চ ভিডিয়োটি সামনে এসেছে তাতে বোঝা গেল দু'টি ছবির কাজই একসঙ্গে করবেন অভিনেতা ৷ কমল হাসানের এই ছবিতে কোরিওগ্রাফার হিসাবে দায়িত্ব সামলাবেন অনবারিভ ৷ যিনি 'লিও', 'বিক্রম', 'কাইথি'-র মতো ছবিগুলির জন্য পরিচিত ৷ অর্থাৎ কমলের এই ছবিও যে অ্যাকশন মুখর হতে চলেছে তা বলাই বাহুল্য ৷

আরও পড়ুন: 'আমার করা সবচেয়ে ভয়ংকর চরিত্র', 'অপূর্ব' ছবি নিয়ে বললেন বাঙালি অভিনেতা অভিষেক

কমল হাসানের 'নায়কা' ছবিটি আজও ভারতীয় ছবির ইতিহাসে একটি কাল্ট ছবি হয়ে রয়েছে ৷ এবার এই ছবিটি কেমন হয় তা দেখার জন্য মুখিয়ে সকলে ৷ ছবিতে এআর রহমানের ওপর থাকছে সঙ্গীত পরিচালনার দায়িত্ব ৷ এর আগে লোকেশ কনগরাজের ছবি 'লিও'-তে ভয়েস ক্যামিয়ো দিয়েছিলেন কমল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.