ETV Bharat / entertainment

Kajol's Birthday Post: জন্মদিনের কেকের ছবি পোস্ট কাজলের, বললেন 'আমি ধন্য' - কাজলের জন্মদিন

Kajol shares picture of her birthday cake: তাঁর জন্মদিনের বিরাট কেকের ছবি পোস্ট করলেন কাজল ৷ সেই পোস্টেই সবাইকে ধন্যবাদ জানালেন তিনি ৷

Kajol's Birthday Post
কাজল
author img

By

Published : Aug 6, 2023, 2:37 PM IST

মুম্বই, 6 অগস্ট: শনিবার ছিল কাজলের 49তম জন্মদিন ৷ তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছিলেন তাঁর হাবি অজয় দেবগন । শনিবার গানের ভাষায় বেটারহাফ-কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অজয় দেবগন লেখেন, "তারিফ করু কেয়া তেরি...হ্যাপি বার্থ ডে কাজল ৷" কাজলকে শুভেচ্ছা জানান তাঁর বন্ধুবান্ধব ও অনুগামীরা ৷ আর আজ সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করলেন অভিনেত্রী ৷ সেই পোস্টে তাঁর বিরাট বার্থ ডে কেকেরও ছবি দিয়েছেন তিনি ৷ আর জানিয়েছেন, এমন একটা জন্মদিন পেয়ে তিনি নিজেকে আশীর্বাদধন্য মনে করছেন ৷

জন্মদিনের কেকের ছবি পোস্ট: রবিবার সকালে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে দুটি ছবি পোস্ট করেন কাজল ৷ সেই ছবিতে আউট অফ ফোকাসে দেখা যাচ্ছে যে, পেছনে সোফায় বসে হাসিমুখে ফোনে কথা বলছেন 'দ্য ট্রায়াল' অভিনেত্রী ৷ আর ক্যামেরার একেবারে সামনে জ্বলজ্বল করছে তাঁর বিশাল ভ্যানিলা কেক ৷ সাদা সেই কেকে সোনালি হরফে লেখা হ্যাপি বার্থ ডে ৷

'আমি আশীর্বাদধন্য': এই ছবি পোস্ট করে ক্যাপশনে কাজল লিখেছেন, "এই ঘরটি এবং এই দিনটি এত ভালবাসা, হাসি, আশীর্বাদ এবং সমস্ত ভালো জিনিসে পূর্ণ হয়েছে যার আমি নামও করতে পারছি না...আমি শুধু বলতে পারি যে আমি আশীর্বাদধন্য, আমি আশীর্বাদধন্য, আমি আশীর্বাদধন্য...৷"

  • This room and this day was filled with so much love and laughter and blessings and all the good things that I can’t even name .. all I can say is that I am Blessed ,
    I am blessed , I am blessed ..
    thank u to all and everyone who loves me.. I felt it yesterday .. from my… pic.twitter.com/7LlgUrQbjJ

    — Kajol (@itsKajolD) August 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: হৃদয়ে ছিদ্র, চোখের জলে 3 মাসের কন্যার অস্ত্রোপচারের কথা প্রকাশ বিপাশার

সবাইকে জানালেন কৃতজ্ঞতা: এখানেই না থেমে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন 'কুছ কুছ হোতা হ্যায়' স্টার ৷ তিনি লিখেছেন, "যাঁরা আমাকে ভালোবাসেন তাঁদের সবাইকে ধন্যবাদ...আমি গতকাল এটা অনুভব করেছি...আমার বন্ধু এবং পরিবার থেকে শুরু করে আমার অসাধারণ ভক্তদের কাছে কৃতজ্ঞতা ৷"

কর্মক্ষেত্রে কাজল: কর্মক্ষেত্রে কাজল সম্প্রতি 'দ্য ট্রায়াল' দিয়ে ওটিটি-তে ডেবিউ করেছেন, যেখানে তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে ৷ এ ছাড়াও আগামীতে 'দো পত্তি' ফিল্মে কৃতি শ্যাননের সঙ্গে দেখা যাবে কাজলকে ।

মুম্বই, 6 অগস্ট: শনিবার ছিল কাজলের 49তম জন্মদিন ৷ তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছিলেন তাঁর হাবি অজয় দেবগন । শনিবার গানের ভাষায় বেটারহাফ-কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অজয় দেবগন লেখেন, "তারিফ করু কেয়া তেরি...হ্যাপি বার্থ ডে কাজল ৷" কাজলকে শুভেচ্ছা জানান তাঁর বন্ধুবান্ধব ও অনুগামীরা ৷ আর আজ সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করলেন অভিনেত্রী ৷ সেই পোস্টে তাঁর বিরাট বার্থ ডে কেকেরও ছবি দিয়েছেন তিনি ৷ আর জানিয়েছেন, এমন একটা জন্মদিন পেয়ে তিনি নিজেকে আশীর্বাদধন্য মনে করছেন ৷

জন্মদিনের কেকের ছবি পোস্ট: রবিবার সকালে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে দুটি ছবি পোস্ট করেন কাজল ৷ সেই ছবিতে আউট অফ ফোকাসে দেখা যাচ্ছে যে, পেছনে সোফায় বসে হাসিমুখে ফোনে কথা বলছেন 'দ্য ট্রায়াল' অভিনেত্রী ৷ আর ক্যামেরার একেবারে সামনে জ্বলজ্বল করছে তাঁর বিশাল ভ্যানিলা কেক ৷ সাদা সেই কেকে সোনালি হরফে লেখা হ্যাপি বার্থ ডে ৷

'আমি আশীর্বাদধন্য': এই ছবি পোস্ট করে ক্যাপশনে কাজল লিখেছেন, "এই ঘরটি এবং এই দিনটি এত ভালবাসা, হাসি, আশীর্বাদ এবং সমস্ত ভালো জিনিসে পূর্ণ হয়েছে যার আমি নামও করতে পারছি না...আমি শুধু বলতে পারি যে আমি আশীর্বাদধন্য, আমি আশীর্বাদধন্য, আমি আশীর্বাদধন্য...৷"

  • This room and this day was filled with so much love and laughter and blessings and all the good things that I can’t even name .. all I can say is that I am Blessed ,
    I am blessed , I am blessed ..
    thank u to all and everyone who loves me.. I felt it yesterday .. from my… pic.twitter.com/7LlgUrQbjJ

    — Kajol (@itsKajolD) August 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: হৃদয়ে ছিদ্র, চোখের জলে 3 মাসের কন্যার অস্ত্রোপচারের কথা প্রকাশ বিপাশার

সবাইকে জানালেন কৃতজ্ঞতা: এখানেই না থেমে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন 'কুছ কুছ হোতা হ্যায়' স্টার ৷ তিনি লিখেছেন, "যাঁরা আমাকে ভালোবাসেন তাঁদের সবাইকে ধন্যবাদ...আমি গতকাল এটা অনুভব করেছি...আমার বন্ধু এবং পরিবার থেকে শুরু করে আমার অসাধারণ ভক্তদের কাছে কৃতজ্ঞতা ৷"

কর্মক্ষেত্রে কাজল: কর্মক্ষেত্রে কাজল সম্প্রতি 'দ্য ট্রায়াল' দিয়ে ওটিটি-তে ডেবিউ করেছেন, যেখানে তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে ৷ এ ছাড়াও আগামীতে 'দো পত্তি' ফিল্মে কৃতি শ্যাননের সঙ্গে দেখা যাবে কাজলকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.