মুম্বই, 9 নভেম্বর: অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে কেউ চেনেন 'মির্জাপুর' সিরিজের কালিন ভাইয়া হিসেবে, কেউ বা তাঁকে মনে রেখেছেন 'স্ত্রী', 'নিউটন'-এর মতো ছবির জন্য ৷ সম্প্রতি 'ফুকরে 3' এবং 'ওএমজি 2'-এর মতো ছবিতেও তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে ৷ এবার আসছে তাঁর নতুন ছবি 'কড়ক সিং' ৷ অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত এই ছবিটি মুক্তি পেতে চলেছে জি 5 ওটিটি প্ল্যাটফর্মে ৷ বৃহস্পতিবার সামনে এসেছে ছবিটির ফার্স্ট লুক পোস্টার ৷
'কড়ক সিং' ছবিতে পঙ্কজ ত্রিপাঠির চরিত্রটির নাম একে শ্রীবাস্তব ৷ ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে সঞ্জনা সাংঘি, জয়া আহসান, পার্বতী তিরুভোথু, দিলীপ শঙ্কর, পরেশ পাহুজা, এবং বরুণ বুদ্ধদেবকে ৷ সঞ্জনা ছবিতে অভিনয় করবেন পঙ্কজের মেয়ের চরিত্রে ৷ তাঁদের জটিল সম্পর্ক বেশ উপভোগ্য হবে বলেই দাবি করেছেন পরিচালক ৷ পঙ্কজকে ছবিতে লড়াই করতে দেখা যাবে তাঁর শারীরিক অসুস্থতার সঙ্গে ৷ একে শ্রীবাস্তব রেট্রোগ্রেড অ্যামনেসিয়ায় আক্রান্ত ৷ যার জেরে তার মাথায় বেশকিছু পুরোনো স্মৃতির জটিল জট পাকিয়ে গিয়েছে ৷
জীবনের হারিয়ে যাওয়া পাজলের টুকরোগুলিই একত্রিত করার চেষ্টা করতে থাকে এই একে শ্রীবাস্তব ৷ তার সঙ্গে বাকি চরিত্রদের কথপোকথন কীভাবে তৈরি করে নতুন সমীকরণ, সেটাই দেখার এই ছবিতে ৷ অনিরুদ্ধর সঙ্গে এর আগেও কাজ করেছেন পঙ্কজ ৷ দুই জাতীয় পুরস্কার প্রাপ্ত তারকা প্রথমবার হাত মিলিয়েছিলেন 'লস্ট'-এর জন্য় ৷ সেই প্রজেক্টটিও যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল ৷ এবার আরও একবার হাত মেলাচ্ছেন এই দুই তারকা ৷
পাশাপাশি, জয়া এবং পার্বতীকে নিয়েও খুব উত্তেজিত পরিচালক ৷ তাঁর দাবি, এই দুই অভিনেত্রীও একেবারে অন্য ধরনের রসায়ন নিয়ে হাজির হতে চলেছেন ৷ যা এই গল্পটিকে ভীষণ আকর্ষণীয় করে তুলেছে ৷ যদিও ছবিটির মুক্তির তারিখ এখনও সামনে আসেনি ৷ তবে বছরের একেবারে শেষ দিকে হয়তো বা জি 5-এ দেখা যাবে এই ছবি ৷
আরও পড়ুন: