ETV Bharat / entertainment

Kacher Manush Trailer বুম্বাদার জন্য আমার জান হাজির, কাছের মানুষের ট্রেলার লঞ্চে বললেন দেব

আগামী 30 সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে দেব প্রযোজিত বাংলা ছবি কাছের মানুষ ( Kacher Manush Trailer Out)। শুক্রবার মুক্তি পেল ছবির ট্রেলার ৷ আর সেই অনুষ্ঠানেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে দেব বললেন, বুম্বাদার জন্য আমার জান হাজির আছে (Dev on Kacher Manush Trailer Out) ৷

Kacher Manush Trailer
বুম্বাদার জন্য আমার জান হাজির আছে, কাছের মানুষের ট্রেলার লঞ্চে এসে জানালেন দেব
author img

By

Published : Aug 26, 2022, 4:55 PM IST

কলকাতা, 26 অগস্ট: আগামী 30 সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার প্রযোজিত বাংলা ছবি 'কাছের মানুষ' (Kacher Manush Trailer Out)। দেবের সঙ্গে এই ছবিতে জুটি বেঁধেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । এর আগে 'জুলফিকর' এবং 'ককপিট'-এ দু'জনে অভিনয় করলেও দু'জনের একসঙ্গে স্ক্রিন শেয়ার টাইমিং খুব বেশি ছিল না। তবে, এবার সাধপূরণ। একেবারে গলায় গলায় জুটি বেঁধে অভিনয় করেছেন দেব এবং বুম্বা দা (Dev on Kacher Manush Trailer Out)।

শুক্রবার সকালে মুক্তি পেল ছবির ট্রেলার । পুজোর আবহে মুক্তি, তাই ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে বাজল ঢাকও । নাচলেন দেব, প্রসেনজিৎ, ঈশা, সুস্মিতা-সহ ছবির পুরো টিম । দেব এবং প্রসেনজিৎ দু'নেই দু'জনের সঙ্গে কাজ করে বেজায় খুশি । দেব তো বলেই বসলেন, "বুম্বাদার জন্য আমার জান হাজির আছে ৷"

পরে তিনি আবার বলেন, "বুম্বাদার সঙ্গে অনেক কাজ করতে চাই । অনেকদিনের ইচ্ছে ছিল বুম্বাদাকে নিয়ে আমার হাউসে কাজ করানোর । এবার ইচ্ছেপূরণ হল ।" এর আগে অবশ্য তাঁদের মধ্যে মতবিরোধ নিয়েও যথেষ্ট লেখালেখি হয়েছে ৷ এদিন তা নিয়েও মুখ খুলতে শোনা গেল প্রসেনজিৎকে (Prosenjit on Dev) ৷

Kacher Manush Trailer
শুক্রবার মুক্তি পেল ছবির ট্রেলার

অন্যদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, "আমাদের দু'জনকে নিয়ে অনেক লেখালিখি হয়েছে । দেব আমার ছোট ভাই । বড় ভাইয়ের সঙ্গে তার তো ঝামেলা হতেই পারে । আর আমাদের মধ্যে সেটাই হয়েছে । পথিকৃতের এই গল্পটা খুব সময়োপযোগী । তাই আমি প্রথমেই দেব বলার পর রাজি হয়ে গিয়েছিলাম (Prosenjit on Kacher Manush )।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: চলে গেলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অনন্য়া চট্টোপাধ্যায়

পুজোর আবহেই মুক্তি পাচ্ছে এই ছবি । এই সময় মুক্তি পাচ্ছে আবির চট্টোপাধ্যায়ের সোনাদা সিরিজের নতুন ছবি 'কর্ণসুবর্ণের গুপ্তধন'-ও ৷ সময়টা কতটা চ্যালেঞ্জিং? এই প্রশ্নের জবাবে দেব বলেন, "বাংলা ছবি পুজোয় রিলিজ করবে না তো কখন করবে । আমি আশাবাদী, মানুষ দেখবে এই ছবি । কেনাকাটা করতে কর‍তে, ঠাকুর দেখতে দেখতে ঢুকে পড়বেন হলে ।"

কলকাতা, 26 অগস্ট: আগামী 30 সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার প্রযোজিত বাংলা ছবি 'কাছের মানুষ' (Kacher Manush Trailer Out)। দেবের সঙ্গে এই ছবিতে জুটি বেঁধেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । এর আগে 'জুলফিকর' এবং 'ককপিট'-এ দু'জনে অভিনয় করলেও দু'জনের একসঙ্গে স্ক্রিন শেয়ার টাইমিং খুব বেশি ছিল না। তবে, এবার সাধপূরণ। একেবারে গলায় গলায় জুটি বেঁধে অভিনয় করেছেন দেব এবং বুম্বা দা (Dev on Kacher Manush Trailer Out)।

শুক্রবার সকালে মুক্তি পেল ছবির ট্রেলার । পুজোর আবহে মুক্তি, তাই ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে বাজল ঢাকও । নাচলেন দেব, প্রসেনজিৎ, ঈশা, সুস্মিতা-সহ ছবির পুরো টিম । দেব এবং প্রসেনজিৎ দু'নেই দু'জনের সঙ্গে কাজ করে বেজায় খুশি । দেব তো বলেই বসলেন, "বুম্বাদার জন্য আমার জান হাজির আছে ৷"

পরে তিনি আবার বলেন, "বুম্বাদার সঙ্গে অনেক কাজ করতে চাই । অনেকদিনের ইচ্ছে ছিল বুম্বাদাকে নিয়ে আমার হাউসে কাজ করানোর । এবার ইচ্ছেপূরণ হল ।" এর আগে অবশ্য তাঁদের মধ্যে মতবিরোধ নিয়েও যথেষ্ট লেখালেখি হয়েছে ৷ এদিন তা নিয়েও মুখ খুলতে শোনা গেল প্রসেনজিৎকে (Prosenjit on Dev) ৷

Kacher Manush Trailer
শুক্রবার মুক্তি পেল ছবির ট্রেলার

অন্যদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, "আমাদের দু'জনকে নিয়ে অনেক লেখালিখি হয়েছে । দেব আমার ছোট ভাই । বড় ভাইয়ের সঙ্গে তার তো ঝামেলা হতেই পারে । আর আমাদের মধ্যে সেটাই হয়েছে । পথিকৃতের এই গল্পটা খুব সময়োপযোগী । তাই আমি প্রথমেই দেব বলার পর রাজি হয়ে গিয়েছিলাম (Prosenjit on Kacher Manush )।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: চলে গেলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অনন্য়া চট্টোপাধ্যায়

পুজোর আবহেই মুক্তি পাচ্ছে এই ছবি । এই সময় মুক্তি পাচ্ছে আবির চট্টোপাধ্যায়ের সোনাদা সিরিজের নতুন ছবি 'কর্ণসুবর্ণের গুপ্তধন'-ও ৷ সময়টা কতটা চ্যালেঞ্জিং? এই প্রশ্নের জবাবে দেব বলেন, "বাংলা ছবি পুজোয় রিলিজ করবে না তো কখন করবে । আমি আশাবাদী, মানুষ দেখবে এই ছবি । কেনাকাটা করতে কর‍তে, ঠাকুর দেখতে দেখতে ঢুকে পড়বেন হলে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.