ETV Bharat / entertainment

Saif Ali Khan Birthday: জন্মদিনে প্রকাশ পেল সইফের 'দেবারা' ছবির লুক, শুভেচ্ছা জানালেন করিনা-জুনিয়র এনটিআর - Jr NTR wishes Saif Ali Khan on birthday

দেবারা ছবিতে এবার জুনিয়র এনটিআরের সঙ্গে জুটি বাঁধছেন সইফ আলি খান ৷ সইফের জন্মদিনে নির্মাতারা সামনে আনলেন তাঁর নতুন লুক ৷ জন্মদিনের শুভেচ্ছা জানালেন জুনিয়র এনটিআর, করিনা কাপুররা ৷

Pic Kareena Instagram
জন্মদিনের শুভেচ্ছা জানালেন করিনা
author img

By

Published : Aug 16, 2023, 5:10 PM IST

হায়দরাবাদ, 16 অগস্ট: 'বিক্রম বেদা' ছবিতে তাঁর অভিনয় ভূয়সী প্রশংসা কুড়োনোর পর সইফ আলি খানকে চরম ট্রলের মুখে পড়তে হয় 'আদিপুরুষ' ছবির জন্য ৷ ওম রাউত পরিচালিত এই ছবিতে রাবণরূপী সইফের লুক একেবারেই পছন্দ হয়নি নেটিজেনদের ৷ এবার আরও একটি বসন্ত পার করে ফেললেন এই অভিনেতা ৷ আর জন্মদিনেই সামনে এল তাঁর নতুন ছবি 'দেবারা'র ফার্স্ট লুক ৷ এই ছবিতে তাঁর সঙ্গে কাজ করবেন জুনিয়র এনটিআরও ৷ তিনিও এদিন শুভেচ্ছা জানালেন সইফকে ৷ অভিনেতাকে শুভেচ্ছা জানালেন স্ত্রী করিনা কাপুর খানও ৷

জুনিয়ার এনটিআর এদিন তাঁর নতুন ছবির খলনায়কের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিয়ে লেখেন, "জন্মদিনের শুভেচ্ছা সইফ স্য়ার ৷ দেবারা ছবির ফার্স্ট লুক ৷" এই ছবিতে জুনিয়ার এনটিআরের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে অভিনেত্রী জাহ্নবী কাপুরকে ৷ এই ছবির হাত ধরেই দক্ষিণে অভিষেক করবেন তিনি ৷ 'দেবারা' পরিচালনার দায়িত্বে রয়েছেন কোরাতোলা শিবা ৷ আর এই ছবিতে সইফকে দেখা যাবে খলনায়কের চরিত্রে ৷ পরিচালক এখন এই ছবির বেশ কিছু অ্যাকশন দৃশ্য়ের শুটিং করছেন বলে জানা গিয়েছে ৷

ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী বছরের 5 এপ্রিল ৷ প্রযোজনার দায়িত্বে রয়েছে যুবাসুধা আর্টস এবং এনটিআর আর্টস ৷ জুনিয়র এবং সইফ ছাড়াও ছবিতে রয়েছেন প্রকাশ রাজ এবং শ্রীকান্তের মতো অভিনেতারা ৷ এখন 'আদিপুরুষ' ছবির বিপর্যয়ের পর সইফ কীভাবে কামব্যাক করেন সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা ৷

আরও পড়ুন:দেশে 250 কোটি ছুঁতে চলল 'জেলর', সেঞ্চুরির দোরগোড়ায় অক্ষয়ের 'ওএমজি 2'

অন্যদিকে জন্মদিনে স্বামীকে শুভেচ্ছা জানাতে একটি মিষ্টি ছবি শেয়ার করেছেন করিনা ৷ ছবিতে সুইমিং পুলের রিল্যাক্স মেজাজে বসে থাকতে দেখা গিয়েছে সইফ ও করিনাকে ৷ অভিনেত্রী লেখেন, "ওই ঠিক করে দিয়েছে কোন ছবিটা আমি ইনস্টাগ্রামে দেব ৷ যদিও এখন ও আমার সামনে দাঁড়িয়েই হাসছে ৷ আর হাসবে নাই বা কেন আজ যে ওর জন্মদিন ৷ তুমি এরকমই রিল্যাক্স থেক সবসময় ৷ আমার 'আল্টিমেট লাভার'কে জন্মদিনের শুভেচ্ছা ৷"

হায়দরাবাদ, 16 অগস্ট: 'বিক্রম বেদা' ছবিতে তাঁর অভিনয় ভূয়সী প্রশংসা কুড়োনোর পর সইফ আলি খানকে চরম ট্রলের মুখে পড়তে হয় 'আদিপুরুষ' ছবির জন্য ৷ ওম রাউত পরিচালিত এই ছবিতে রাবণরূপী সইফের লুক একেবারেই পছন্দ হয়নি নেটিজেনদের ৷ এবার আরও একটি বসন্ত পার করে ফেললেন এই অভিনেতা ৷ আর জন্মদিনেই সামনে এল তাঁর নতুন ছবি 'দেবারা'র ফার্স্ট লুক ৷ এই ছবিতে তাঁর সঙ্গে কাজ করবেন জুনিয়র এনটিআরও ৷ তিনিও এদিন শুভেচ্ছা জানালেন সইফকে ৷ অভিনেতাকে শুভেচ্ছা জানালেন স্ত্রী করিনা কাপুর খানও ৷

জুনিয়ার এনটিআর এদিন তাঁর নতুন ছবির খলনায়কের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিয়ে লেখেন, "জন্মদিনের শুভেচ্ছা সইফ স্য়ার ৷ দেবারা ছবির ফার্স্ট লুক ৷" এই ছবিতে জুনিয়ার এনটিআরের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে অভিনেত্রী জাহ্নবী কাপুরকে ৷ এই ছবির হাত ধরেই দক্ষিণে অভিষেক করবেন তিনি ৷ 'দেবারা' পরিচালনার দায়িত্বে রয়েছেন কোরাতোলা শিবা ৷ আর এই ছবিতে সইফকে দেখা যাবে খলনায়কের চরিত্রে ৷ পরিচালক এখন এই ছবির বেশ কিছু অ্যাকশন দৃশ্য়ের শুটিং করছেন বলে জানা গিয়েছে ৷

ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী বছরের 5 এপ্রিল ৷ প্রযোজনার দায়িত্বে রয়েছে যুবাসুধা আর্টস এবং এনটিআর আর্টস ৷ জুনিয়র এবং সইফ ছাড়াও ছবিতে রয়েছেন প্রকাশ রাজ এবং শ্রীকান্তের মতো অভিনেতারা ৷ এখন 'আদিপুরুষ' ছবির বিপর্যয়ের পর সইফ কীভাবে কামব্যাক করেন সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা ৷

আরও পড়ুন:দেশে 250 কোটি ছুঁতে চলল 'জেলর', সেঞ্চুরির দোরগোড়ায় অক্ষয়ের 'ওএমজি 2'

অন্যদিকে জন্মদিনে স্বামীকে শুভেচ্ছা জানাতে একটি মিষ্টি ছবি শেয়ার করেছেন করিনা ৷ ছবিতে সুইমিং পুলের রিল্যাক্স মেজাজে বসে থাকতে দেখা গিয়েছে সইফ ও করিনাকে ৷ অভিনেত্রী লেখেন, "ওই ঠিক করে দিয়েছে কোন ছবিটা আমি ইনস্টাগ্রামে দেব ৷ যদিও এখন ও আমার সামনে দাঁড়িয়েই হাসছে ৷ আর হাসবে নাই বা কেন আজ যে ওর জন্মদিন ৷ তুমি এরকমই রিল্যাক্স থেক সবসময় ৷ আমার 'আল্টিমেট লাভার'কে জন্মদিনের শুভেচ্ছা ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.