মুম্বই, 12 জুন: কয়েকদিন আগেই তাঁর ইনস্টাগ্রামের সমস্ত পোস্ট সরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী কাজল ৷ অভিনেত্রী এও জানিয়েছিলেন তিনি আগামী কয়েকদিনের জন্য় সোশাল মিডিয়া থেকে বিরতি নেবেন ৷ পরে জানা যায়, আদতে সবটাই ছিল তাঁর আসন্ন কাজলের 'কোর্টরুম ড্রামা' 'দ্য ট্রায়াল'-এর প্রচারের কৌশল ৷ সোমবার মুক্তি পেল এই ওটিটি প্রজেক্টের ট্রেলার ৷ এই কোর্ট রুম ড্রামাটিতে কাজলের সঙ্গে মুখ্য়চরিত্রে রয়েছেন আরেক বাঙালি অভিনেতা ৷ তিনি হলেন যীশু সেনগুপ্ত ৷ যীশু এবং কাজলের সম্পর্কের রসায়ণ এখানে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ৷
যীশু এখানে অভিনয় করেছেন অ্যাডিশনাল জাজ রাজীব সেনগুপ্তর চরিত্রে ৷ তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে এই বিচারক ন্য়ায় বিচার করেন না ৷ বরং যৌন সম্পর্কের বদলে সে অপরাধীদের সুবিধা পাইয়ে দেয় ৷ শেষ পর্যন্ত এই কারণে তাকে গ্রেফতারও করা হয় ৷ সেই বিচারকেরই স্ত্রী'র ভূমিকায় অভিনয় করেছেন কাজল ৷ তার চরিত্রের নাম নয়নিকা ৷
গল্প অনুযায়ী স্বামীর গ্রেফতারির পর নয়নিকা জীবন নিয়ে লড়াই শুরু হয় ৷ দুই সন্তানকে নিয়ে শুরু তার সংগ্রাম ৷ সে নিজেও একজন আইনজীবী ৷ একসময় রাজীবই তাকে তার মামলা লড়তে অনুরোধ করে ৷ এবার কোনদিকে গড়াবে কাহিনি সেটাই দেখার এই প্রজেক্টে ৷ 'দ্য ট্রায়াল'-এ কাজল, যীশু ছাড়াও রয়েছেন আলি খান, শিবা চাড্ডা, আমির আলি, কুব্রা সাইতের মতো অভিনেতা অভিনেত্রীরা ৷
আরও পড়ুন: শরতের উপন্যাসে জুড়ল রবির গান, মুক্তি পেল 'দত্তা'র 'যদি তারে নাই চিনি গো...'
এই 'কোর্টরুম ড্রামা'-টির পরিচালনার দায়িত্বে রয়েছেন সুপর্ণ এস বর্মা ৷ আগামী 14 জুলাই মুক্তি পেতে চলেছে এই প্রজেক্টটি ৷ এর আগেও এই ওটিটি প্ল্যার্টফর্মে রীতিমতো জমজমাট হয়েছিল 'ক্রিমিনাল জাস্টিস' সিরিজের সিজনগুলি ৷ এবার আসতে চলেছে আরও একটি একই ধরনের প্রজেক্ট ৷ এবার লড়াইয়ের প্রধান চরিত্রে রয়েছে একজন নারী ৷ কীভাবে এগোবে এই গল্প তা জানতে এখন মুখিয়ে রয়েছেন সকলে ৷