ETV Bharat / entertainment

Jeet Next Film: নতুন ছবির প্রস্তুতি শুরু! অনুরাগীদের বড় খবর দিলেন জিৎ - Jeet Starts Preparation For His Next Film

কয়েকদিন আগেই শেষ হয়েছে 'মানুষ: দ্য ডেস্টিনিজ চাইল্ড' ছবির শুটিং ৷ এবার তাঁর পরবর্তী ছবির শুটিং শুরু করে দিলেন জিৎ ৷

Jeet Next Film
শুরু জিতের নতুন ছবির প্রস্তুতি
author img

By

Published : Jul 13, 2023, 8:45 PM IST

কলকাতা, 13 জুলাই: সম্প্রতি 'মানুষ: দ্য ডেস্টিনিজ চাইল্ড' ছবির শুটিং শেষ করেছেন অভিনেতা জিৎ ৷ কয়েকদিন আগেই সেট থেকে একটি ছবি শেয়ার করে সেকথা অনুরাগীদের সঙ্গে জানিয়েছিলেন এই টলিউড সুপারস্টার ৷ এবার তাঁর নতুন ছবির জন্য় প্রস্তুতিও শুরু করে দিলেন অভিনেতা ৷ বৃহস্পতিবার মেকআপ রুমে বসে একটি ছবি শেয়ার করেছেন জিৎ ও সতীর্থরা ৷

আর সঙ্গে ছবির ক্যাপশানে তিনি লিখেছেন, "আমার পরবর্তী ছবির কাজ শুরু ৷" কিছু দিন আগেই জিৎ জানিয়েছিলেন আগামীতে তিনি কাজ করতে চলেছেন পরিচালক সৌভিক কুণ্ডুর সঙ্গে ৷ ছবির নাম 'বুমেরাং' ৷ এদিনও তাঁর পোস্টে সৌভিকের কথা উল্লেখ করলেন তিনি ৷ তাই ছবির নাম না নিলেও বুঝে নিতে অসুবিধা হয় না 'বুমেরাং' ছবিরই প্রস্তুতি শুরু করলেন টলিউডের এই হ্যান্ডসাম হাঙ্ক ৷

Jeet Next Film
মানুষ দ্য ডেস্টিনিজ চাইল্ড ছবির শুটিং শেষ হতে না হতেই নতুন ছবির প্রস্তুতি শুরু করলেন জিৎ

'মানুষ: দ্য ডেস্টিনিজ চাইল্ড' এবং 'চেঙ্গিজ' ছবির মতোই গোপাল মদনানি এবং অমিত জুমরানির সঙ্গে অভিনেতা নিজেই এই ছবিরও প্রযোজনা করছেন ৷ বাংলায় মশলা ছবি এবং অ্যাকশন এন্টারটেইনার বলতে যা বোঝায় একের পর এক সেই ধরনের ছবি যিনি উপহার দিয়ে চলেছেন তিনি যে জিৎ এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷ তাঁর ঝুলিতে 'অভিমান' কিংবা 'অসুর'-এর মতো ছবি থাকলেও মানুষ তাঁকে চেনেন 'বস', 'বস 2'-এর মতো ছবিগুলির জন্য়ই ৷ রোম্যান্সের পাশাপাশি তাঁর অ্যাকশনও যথেষ্ট জনপ্রিয় দর্শক মহলে ৷

আরও পড়ুন: বিচ্ছেদ বেদনা ভুলে বর্ষার আনন্দে মাতলেন নবনীতা, নতুন পোস্ট জিতুরও

জিতের এই ছবিতে দেখা যাবে সত্যম ভট্টাচার্য এবং দেবচন্দ্রিমা সিংহরায়কেও ৷ খবর অনুযায়ী, সত্যমকে নাকি দেখা যাবে বেশ হাস্যরসাত্মক চরিত্রে ৷ অন্যদিকে আবার বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে এই ছবিতে জিতের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন রুক্মিণী ৷ যদিও ছবির গল্প নিয়ে কোনওকিছুই এখনও সামনে আসেনি ৷ কবে মুক্তি পেতে চলেছে এই ছবি তাও এখনও অন্ধকারে ৷ তবে 'চেঙ্গিজ'-এর সাফল্যের পর জিতের নতুন ছবি কেমন হয় তা দেখার জন্য অপেক্ষায় রয়েছেন সকলেই ৷

কলকাতা, 13 জুলাই: সম্প্রতি 'মানুষ: দ্য ডেস্টিনিজ চাইল্ড' ছবির শুটিং শেষ করেছেন অভিনেতা জিৎ ৷ কয়েকদিন আগেই সেট থেকে একটি ছবি শেয়ার করে সেকথা অনুরাগীদের সঙ্গে জানিয়েছিলেন এই টলিউড সুপারস্টার ৷ এবার তাঁর নতুন ছবির জন্য় প্রস্তুতিও শুরু করে দিলেন অভিনেতা ৷ বৃহস্পতিবার মেকআপ রুমে বসে একটি ছবি শেয়ার করেছেন জিৎ ও সতীর্থরা ৷

আর সঙ্গে ছবির ক্যাপশানে তিনি লিখেছেন, "আমার পরবর্তী ছবির কাজ শুরু ৷" কিছু দিন আগেই জিৎ জানিয়েছিলেন আগামীতে তিনি কাজ করতে চলেছেন পরিচালক সৌভিক কুণ্ডুর সঙ্গে ৷ ছবির নাম 'বুমেরাং' ৷ এদিনও তাঁর পোস্টে সৌভিকের কথা উল্লেখ করলেন তিনি ৷ তাই ছবির নাম না নিলেও বুঝে নিতে অসুবিধা হয় না 'বুমেরাং' ছবিরই প্রস্তুতি শুরু করলেন টলিউডের এই হ্যান্ডসাম হাঙ্ক ৷

Jeet Next Film
মানুষ দ্য ডেস্টিনিজ চাইল্ড ছবির শুটিং শেষ হতে না হতেই নতুন ছবির প্রস্তুতি শুরু করলেন জিৎ

'মানুষ: দ্য ডেস্টিনিজ চাইল্ড' এবং 'চেঙ্গিজ' ছবির মতোই গোপাল মদনানি এবং অমিত জুমরানির সঙ্গে অভিনেতা নিজেই এই ছবিরও প্রযোজনা করছেন ৷ বাংলায় মশলা ছবি এবং অ্যাকশন এন্টারটেইনার বলতে যা বোঝায় একের পর এক সেই ধরনের ছবি যিনি উপহার দিয়ে চলেছেন তিনি যে জিৎ এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷ তাঁর ঝুলিতে 'অভিমান' কিংবা 'অসুর'-এর মতো ছবি থাকলেও মানুষ তাঁকে চেনেন 'বস', 'বস 2'-এর মতো ছবিগুলির জন্য়ই ৷ রোম্যান্সের পাশাপাশি তাঁর অ্যাকশনও যথেষ্ট জনপ্রিয় দর্শক মহলে ৷

আরও পড়ুন: বিচ্ছেদ বেদনা ভুলে বর্ষার আনন্দে মাতলেন নবনীতা, নতুন পোস্ট জিতুরও

জিতের এই ছবিতে দেখা যাবে সত্যম ভট্টাচার্য এবং দেবচন্দ্রিমা সিংহরায়কেও ৷ খবর অনুযায়ী, সত্যমকে নাকি দেখা যাবে বেশ হাস্যরসাত্মক চরিত্রে ৷ অন্যদিকে আবার বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে এই ছবিতে জিতের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন রুক্মিণী ৷ যদিও ছবির গল্প নিয়ে কোনওকিছুই এখনও সামনে আসেনি ৷ কবে মুক্তি পেতে চলেছে এই ছবি তাও এখনও অন্ধকারে ৷ তবে 'চেঙ্গিজ'-এর সাফল্যের পর জিতের নতুন ছবি কেমন হয় তা দেখার জন্য অপেক্ষায় রয়েছেন সকলেই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.