ETV Bharat / entertainment

Jeet Manush Film Wrap: 'দারুণ জার্নি', 'মানুষ' ছবির শ্যুটিং শেষে জানালেন জিৎ - দারুণ জার্নি মানুষ ছবির শ্যুটিং শেষে জানালেন জিৎ

সঞ্জয় সমাদ্দার পরিচালিত 'মানুষ' ছবির শ্যুটিং শেষ করলেন জিৎ ৷ ধন্যবাদ জানালেন টিমের অন্যান্য সদস্যদেরও ৷

Jeet Shares Pics From Manush Film Set
সঞ্জয়ের মানুষ ছবির শ্যুটিং শেষ জানালেন জিৎ
author img

By

Published : Jul 1, 2023, 12:33 PM IST

কলকাতা, 1 জুলাই: সম্প্রতি 'চেঙ্গিজ' ছবির হাত ধরে বাংলার পাশাপাশি বলিউডেও পা রেখেছিলেন জিৎ ৷ আদ্যোপান্ত এই কমার্শিয়াল ছবিটি বেশ ভালোই জয় করেছে দর্শকের মন ৷ অন্তত তেমনটাই জানিয়েছিলেন অভিনেতা ৷ এবার তাঁর নতুন ছবির কাজও শেষ করে ফেললেন জিৎ ৷ শুক্রবার রাতেই অনুরাগীদের তাঁর আসন্ন ছবি 'মানুষ'-এর শ্যুটিং শেষের খবর দেন অভিনেতা ৷ একইসঙ্গে সমস্ত কাস্ট এবং টিমের অন্যান্য় সদস্যদের ধন্য়বাদও জানান তিনি ৷

এদিন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে সেট থেকে একটি ছবি শেয়ার করেন জিৎ ৷ অভিনেতা লেখেন, "মানুষ ছবির শ্যুটিং চলাকালীন গোটা টিমের সঙ্গে একটা দারুণ সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল ৷ সত্যিই একটা দারুণ জার্নি ছিল ৷ ধন্যবাদ আর ভালোবাসা ৷ সিনেমা হলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ৷ শ্যুটিং শেষ ৷" জিতের এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন সঞ্জয় সমাদ্দার ৷ ছবির ক্যাচলাইন 'মানুষ: দ্য চাইল্ড অফ ডেস্টিনি', এর থেকেই কম বেশি কিছুটা ধারণা মেলে ছবি সম্পর্কে ৷

এবারও গোপাল মদনানি, অমিত জুমরানির সঙ্গে প্রযোজনার দায়িত্বে রয়েছেন জিৎ নিজেই ৷ বাংলায় আদর্শ 'মশালা' ছবি বলতে যা বোঝায় সেই ঘরানা থেকে সরে এসেছেন অনেকেই ৷ প্রসেনজিৎ-দেব সকলেই কিছুটা সরে গিয়েছেন এই ঘরানা থেকে ৷ একটু অর্থবহ ছবির প্রতিই যেন এখন সকলের ঝোঁক ৷ কিন্তু বিদ্যা বালনের সেই অমোঘ সংলাপ মনে পড়ে যায় এক্ষেত্রে ৷ সিনেমার প্রাথমিক অর্থ শর্ত হল 'বিনোদন, বিনোদন এবং বিনোদন' ৷ জিৎ যেমন অন্য ঘরানার ছবিও করেছেন তেমন তিনি বিশ্বাসী একের পর এক এই ধরনের অ্যাকশন এন্টারটেইনার তৈরিতেও ৷

Jeet Shares Pics From Manush Film Set
তাঁর মানুষ ছবির শ্যুটিং শেষ করে ফেললেন জিৎ

আরও পড়ুন: মারকাটারি শাশ্বত, আবার প্রলয়ের টিজার প্রকাশ রাজের

'মানুষ' ছবিটিও তেমনই কোনও ছবি হবে কি না বলে দেবে সময়ই ৷ যদিও ছবির মুক্তির তারিখ এখনও সামনে আসেনি ৷ খবর অনুযায়ী 'চেঙ্গিজ'-এর পর 'মানুষ' ছবিতেও জিতের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন সুস্মিতা চট্টোপাধ্যায় ৷ অন্য়দিকে জিতের হাতে এই মুহূর্তে রয়েছে শৌভিক কুণ্ডু পরিচালিত 'বুমেরাং' ছবিটিও ৷ সেই ছবি নিয়ে কোনও খবর এখনও সামনে আসেনি বটে ৷ তবে জানা গিয়েছে ছবির কাজ চলেছে পুরো দমে ৷

কলকাতা, 1 জুলাই: সম্প্রতি 'চেঙ্গিজ' ছবির হাত ধরে বাংলার পাশাপাশি বলিউডেও পা রেখেছিলেন জিৎ ৷ আদ্যোপান্ত এই কমার্শিয়াল ছবিটি বেশ ভালোই জয় করেছে দর্শকের মন ৷ অন্তত তেমনটাই জানিয়েছিলেন অভিনেতা ৷ এবার তাঁর নতুন ছবির কাজও শেষ করে ফেললেন জিৎ ৷ শুক্রবার রাতেই অনুরাগীদের তাঁর আসন্ন ছবি 'মানুষ'-এর শ্যুটিং শেষের খবর দেন অভিনেতা ৷ একইসঙ্গে সমস্ত কাস্ট এবং টিমের অন্যান্য় সদস্যদের ধন্য়বাদও জানান তিনি ৷

এদিন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে সেট থেকে একটি ছবি শেয়ার করেন জিৎ ৷ অভিনেতা লেখেন, "মানুষ ছবির শ্যুটিং চলাকালীন গোটা টিমের সঙ্গে একটা দারুণ সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল ৷ সত্যিই একটা দারুণ জার্নি ছিল ৷ ধন্যবাদ আর ভালোবাসা ৷ সিনেমা হলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ৷ শ্যুটিং শেষ ৷" জিতের এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন সঞ্জয় সমাদ্দার ৷ ছবির ক্যাচলাইন 'মানুষ: দ্য চাইল্ড অফ ডেস্টিনি', এর থেকেই কম বেশি কিছুটা ধারণা মেলে ছবি সম্পর্কে ৷

এবারও গোপাল মদনানি, অমিত জুমরানির সঙ্গে প্রযোজনার দায়িত্বে রয়েছেন জিৎ নিজেই ৷ বাংলায় আদর্শ 'মশালা' ছবি বলতে যা বোঝায় সেই ঘরানা থেকে সরে এসেছেন অনেকেই ৷ প্রসেনজিৎ-দেব সকলেই কিছুটা সরে গিয়েছেন এই ঘরানা থেকে ৷ একটু অর্থবহ ছবির প্রতিই যেন এখন সকলের ঝোঁক ৷ কিন্তু বিদ্যা বালনের সেই অমোঘ সংলাপ মনে পড়ে যায় এক্ষেত্রে ৷ সিনেমার প্রাথমিক অর্থ শর্ত হল 'বিনোদন, বিনোদন এবং বিনোদন' ৷ জিৎ যেমন অন্য ঘরানার ছবিও করেছেন তেমন তিনি বিশ্বাসী একের পর এক এই ধরনের অ্যাকশন এন্টারটেইনার তৈরিতেও ৷

Jeet Shares Pics From Manush Film Set
তাঁর মানুষ ছবির শ্যুটিং শেষ করে ফেললেন জিৎ

আরও পড়ুন: মারকাটারি শাশ্বত, আবার প্রলয়ের টিজার প্রকাশ রাজের

'মানুষ' ছবিটিও তেমনই কোনও ছবি হবে কি না বলে দেবে সময়ই ৷ যদিও ছবির মুক্তির তারিখ এখনও সামনে আসেনি ৷ খবর অনুযায়ী 'চেঙ্গিজ'-এর পর 'মানুষ' ছবিতেও জিতের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন সুস্মিতা চট্টোপাধ্যায় ৷ অন্য়দিকে জিতের হাতে এই মুহূর্তে রয়েছে শৌভিক কুণ্ডু পরিচালিত 'বুমেরাং' ছবিটিও ৷ সেই ছবি নিয়ে কোনও খবর এখনও সামনে আসেনি বটে ৷ তবে জানা গিয়েছে ছবির কাজ চলেছে পুরো দমে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.