কলকাতা, 27 মার্চ: তাঁর নতুন ছবি 'চেঙ্গিজ'-এর জন্য চর্চার কেন্দ্রবিন্দুতে জিৎ ৷ কারণ শুধু যে বাংলায় মুক্তি পেতে চলেছে এই ছবি তা কিন্তু নয়, এটিই প্রথম বাংলা ছবি যা একইদিনে মুক্তি পাবে হিন্দিতেও ৷ ইতিমধ্য়েই সামনে এসেছে ছবির টিজার ৷ সোমবার মুক্তি পেল 'চেঙ্গিজ'-এর নতুন গান 'উইড্ডা' ৷ এই গানের হাত ধরে সুরকার হিসাবে পাওয়া যাবে অনীক ধরকে ৷ হিন্দি এবং বাংলা দুই ভাষাতেই মুক্তি পেয়েছে এই গান ৷
প্রাঞ্জল দাসের কথায় এই গানে কণ্ঠ দিয়েছেন দিব্য কুমার ৷ হিন্দি গানটির কথা লিখেছেন পানচি জালোনভি ৷ দুটি গানেও দেখা গিয়েছে জিৎ এবং সুস্মিতা চট্টোপাধ্য়ায়কে ৷ এটাই ছিল 'চেঙ্গিজ'-এর প্রথম গান তাই স্বাভাবিক ভাবেই গান নিয়ে জিৎ ভক্তদের উত্তেজনা ছিল তুঙ্গে ৷ এই ছবির কাহিনি লিখেছেন নীরজ পাণ্ডে এবং রাজেশ গঙ্গোপাধ্যায় ৷ পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজেশ নিজেই ৷ ছবির টিজারে যেটুকু আভাস মিলেছে তাতে বোঝাই যায় জিৎ-এর অন্যান্য ছবির ফর্মুলা মেনেই আসতে চলেছে 'চেঙ্গিজ' (Jeet New Film Song Widda)৷
চোখা চোখা সংলাপ, তুখোড় অ্যাকশন এই ছবির আকর্ষণের বড় কারণ ৷ টিজারেই জিৎ-এর কণ্ঠে শোনা গিয়েছিল 'চেঙ্গিজের আজ কাল হয় না যুগ হয় যুগ...এরা ' সংলাপটি ৷ যা মন কেড়েছিল অ্যাকশন ছবি প্রেমী বাঙালির ৷ যদিও বাংলায় এই ছবির ঠিক এক সপ্তাহ আগেই অর্থাৎ পয়লা বৈশাখে মুক্তি পেতে চলেছে 'শেষ পাতা' তাই বাংলায় দেখা যাবে জিৎ-প্রসেনজিৎ-এর বিগ ব্যাটেল ৷ আর অন্য়দিকে হিন্দিতেও এই ছবি মুখোমুখি হতে চলেছে সলমনের 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন:জন্মদিনে ফিরে দেখা রাম চরণের তিনটি সুপারহিট ব্লকবাস্টার
দুই ক্ষেত্রেই লড়াইটা সহজ হবে না জিতের এই নতুন ছবির জন্য় ৷ জিৎ নিজেই প্রযোজনাও করছেন এই ছবি ৷ তাঁর সঙ্গে রয়েছেন অরুণ জুমনানি এবং গোপাল মদনানি ৷ ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে রোহিত বসু রায়কেও ৷ এবার এই ছবি সকলের মন জয় করতে পারে কি না সেটাই দেখার ৷