কলকাতা, 7 জুন: সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর শেষ অ্যাকশন এন্টারটেইনার 'চেঙ্গিজ' ৷ এই প্রথম বাংলার পাশাপাশি তিনি পা রেখেছিলেন হিন্দিতেও ৷ সলমনের ছবির সঙ্গে মুক্তি পাওয়ার পরেও তাঁর 'চেঙ্গিজ'ও ভালোই দখল করেছিল অনুরাগীদের মন ৷ এই ছবি সুপারহিট হতে না-হতেই এবার তাঁর নতুন ছবি নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিলেন জিৎ ৷ জিতের সবচেয়ে বিখ্যাত ছবির সিরিজের নাম হল 'বস' ৷ জানা গিয়েছে, এবার আসতে চলেছে সেই ছবিরই তৃতীয় পর্ব ৷
যদিও এই নিয়ে জিৎ নিজে এখনও কিছুই ঘোষণা করেননি ৷ তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর বলছে, খুব তাড়াতাড়ি এই ছবির শ্যুটিং শুরু করতে চলেছেন তিনি ৷ এর আগে 'চেঙ্গিজ' ছবিতে সুস্মিতার সঙ্গে জুটি বেঁধেছিলেন জিৎ ৷ সুস্মিতা ইন্ডাস্ট্রিতে নয়া মুখ বললেই চলে ৷ এবার 'বস' ছবির তৃতীয় পর্ব মুক্তি পেলে সেখানে জিতের সঙ্গে জুটি বাঁধবেন কে? টলিপাড়ার কানা ঘুষো খবর হয়তো বা তিনি এবার জুটি বাঁধবেন কোনও নবাগতা নায়িকার সঙ্গে ৷
এর আগে 'বস' ছবির প্রথম পর্ব মুক্তি পেয়েছিল 2013 সালে ৷ পরিচালনার দায়িত্বে ছিলেন বাবা যাদব ৷ ছবিতে জিতের সঙ্গে জুটি বেঁধেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ৷ সঙ্গে ছবিতে ছিলেন চিরঞ্জিত চক্রবর্তী, রজতাভ দত্তের মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷ বিপুল হিট করে সেই ছবি ৷ এই ছবির কাহিনিও রীতিমতো মনে দাগ কেটেছিল সঙ্গে জিতের অ্যাকশন আর রোম্যান্স তো আছেই ৷
আরও পড়ুন: 'এখনই নয়, তবে ইচ্ছে আছে ঘসেটি বেগমের বায়োপিক বানানোর', জানালেন অর্জুন দত্ত
এরপর 2017 সালে মুক্তি পায় ছবির দ্বিতীয় পর্ব ৷ এই ছবিতে ইন্দ্রনীল সেনগুপ্ত, শুভশ্রী, চিরঞ্জিতদের পাশাপাশি দেখা গিয়েছিল নুসরত ফারিয়াকেও ৷ আর সেই ছবিও দর্শকের মন জয় করে নিয়েছিল প্রথম পর্বের মতো ৷ আর এবার এই ছবিরই তৃতীয় পর্ব নিয়ে হাজির হওয়ার কথা ভাবছেন জিৎ ৷ শোনা যাচ্ছে ছবির পরিচালনার দায়িত্বে এবারও থাকবেন বাবা যাদব ৷