ETV Bharat / entertainment

Jeet On Boss 2: 'বস 2' ছবির 6 বছরের জন্মদিনে আবেগেপ্রবণ জিৎ - Jeet on Boss 2

6 বছর পার করে ফেলল জিৎ অভিনীত 'বস 2' ছবিটি ৷ টিমকে ধন্যবাদ দিয়ে আবেগে ভাসলেন জিৎ ৷

Jeet On Boss 2
বস 2 ছবির 6 বছর পার লিখলেন জিৎ
author img

By

Published : Jun 23, 2023, 12:29 PM IST

কলকাতা, 23 জুন: টলিউডের অন্য়তম সুপারস্টার জিতের আইকনিক ছবিগুলির কথা বলতে গেলে প্রথমেই যে নামগুলি মাথায় আসবে তা হল 'বস' এবং 'বস 2' ৷ এই ফ্র্যাঞ্চাইজির দু'টি ছবিই রীতিমতো শোরগোল ফেলেছিল বাংলা বিনোদনের দুনিয়ায় ৷ 'আউট অ্যান্ড আউট কমার্শিয়াল' ঘরানার ছবিকে যাঁরা আজও এগিয়ে নিয়ে চলেছেন জিৎ যে তাঁদের অন্যতম এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷ 'বস' ফ্রাঞ্চাইজির ছবিগুলি যে সেই ঘরাণারই সবচেয়ে বড় সুপারহিট এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷ এবার 6 বছর পূর্ণ করল 'বস 2' ৷ আর সেই নিয়ে আবেগি হয়ে পড়লেন জিৎ স্বয়ং ৷

2017 সালে মুক্তি পেয়েছিল জিতের আইকনিক অ্যাকশন এন্টারটেইনার 'বস 2' ৷ ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন বাবা যাদব ৷ 2013 সালে ছবির প্রথম পর্বের বিপুল সাফল্যের পর এই ছবিটি তৈরি করেছিলেন বাবা ৷ 'বস 2' ছবিতে জিতের পাশাপাশি ছিলেন ইন্দ্রনীল সেনগুপ্ত, শুভশ্রী, চিরঞ্জিত এবং নুসরত ফারিয়া ৷ এবার এই ছবির একটি ছো্ট্ট রিলস শেয়ার করে ইনস্টাগ্রামে অনুরাগীদের সকলকের ধন্যবাদ দিলেন জিৎ ৷

Jeet On Boss 2
জিতের ইনস্টা স্টোরি

'বস 2' ছবির স্মৃতিতে ডুব দিয়ে অভিনেতা লেখেন, "এটা একটা লক্ষ্য়কে নির্বাচন করা এবং তারপর তা অর্জন করার মতোই ছিল ৷ ধন্যবাদ টিম ৷" এরই মাঝে এই ছবির তৃতীয় পর্ব নিয়েও আলোচনা শুুর হয়ে গিয়েছে ইতিমধ্য়েই ৷ যদিও এই নিয়ে কোনও অফিসিয়াল ঘোষণা এখনও সামনে আসেনি ৷ তবে বিভিন্ন সংবাদ মাধ্য়মে এই ছবির জন্য় প্রস্তুতি শুরু করে দিয়েছে জিতের টিম ৷

আরও পড়ুন: বিভাস চক্রবর্তীর প্রশংসা, বিগ বি র সঙ্গে কাজ, ইটিভি ভারতে অকপট অসীম

সম্প্রতি মুক্তি পেয়েছে জিতের 'চেঙ্গিজ' ছবিটি ৷ জিতের হাত ধরে এই প্রথমবার বাংলার পাশাপাশি হিন্দিতেও মুক্তি পেল কোনও ছবি ৷ আর ছবিটি সাফল্যও কুড়িয়েছে দেদার ৷ তাই জিতের আগামী ছবি নিয়ে দর্শকের অধীর আগ্রহ আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে ৷ আগামী জিৎ পর্দায় ফিরছেন সঞ্জয় সমাদ্দার পরিচালিত 'মানুষ, দ্য চাইল্ড অফ ডেস্টিনি' ছবির হাত ধরে ৷

কলকাতা, 23 জুন: টলিউডের অন্য়তম সুপারস্টার জিতের আইকনিক ছবিগুলির কথা বলতে গেলে প্রথমেই যে নামগুলি মাথায় আসবে তা হল 'বস' এবং 'বস 2' ৷ এই ফ্র্যাঞ্চাইজির দু'টি ছবিই রীতিমতো শোরগোল ফেলেছিল বাংলা বিনোদনের দুনিয়ায় ৷ 'আউট অ্যান্ড আউট কমার্শিয়াল' ঘরানার ছবিকে যাঁরা আজও এগিয়ে নিয়ে চলেছেন জিৎ যে তাঁদের অন্যতম এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷ 'বস' ফ্রাঞ্চাইজির ছবিগুলি যে সেই ঘরাণারই সবচেয়ে বড় সুপারহিট এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷ এবার 6 বছর পূর্ণ করল 'বস 2' ৷ আর সেই নিয়ে আবেগি হয়ে পড়লেন জিৎ স্বয়ং ৷

2017 সালে মুক্তি পেয়েছিল জিতের আইকনিক অ্যাকশন এন্টারটেইনার 'বস 2' ৷ ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন বাবা যাদব ৷ 2013 সালে ছবির প্রথম পর্বের বিপুল সাফল্যের পর এই ছবিটি তৈরি করেছিলেন বাবা ৷ 'বস 2' ছবিতে জিতের পাশাপাশি ছিলেন ইন্দ্রনীল সেনগুপ্ত, শুভশ্রী, চিরঞ্জিত এবং নুসরত ফারিয়া ৷ এবার এই ছবির একটি ছো্ট্ট রিলস শেয়ার করে ইনস্টাগ্রামে অনুরাগীদের সকলকের ধন্যবাদ দিলেন জিৎ ৷

Jeet On Boss 2
জিতের ইনস্টা স্টোরি

'বস 2' ছবির স্মৃতিতে ডুব দিয়ে অভিনেতা লেখেন, "এটা একটা লক্ষ্য়কে নির্বাচন করা এবং তারপর তা অর্জন করার মতোই ছিল ৷ ধন্যবাদ টিম ৷" এরই মাঝে এই ছবির তৃতীয় পর্ব নিয়েও আলোচনা শুুর হয়ে গিয়েছে ইতিমধ্য়েই ৷ যদিও এই নিয়ে কোনও অফিসিয়াল ঘোষণা এখনও সামনে আসেনি ৷ তবে বিভিন্ন সংবাদ মাধ্য়মে এই ছবির জন্য় প্রস্তুতি শুরু করে দিয়েছে জিতের টিম ৷

আরও পড়ুন: বিভাস চক্রবর্তীর প্রশংসা, বিগ বি র সঙ্গে কাজ, ইটিভি ভারতে অকপট অসীম

সম্প্রতি মুক্তি পেয়েছে জিতের 'চেঙ্গিজ' ছবিটি ৷ জিতের হাত ধরে এই প্রথমবার বাংলার পাশাপাশি হিন্দিতেও মুক্তি পেল কোনও ছবি ৷ আর ছবিটি সাফল্যও কুড়িয়েছে দেদার ৷ তাই জিতের আগামী ছবি নিয়ে দর্শকের অধীর আগ্রহ আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে ৷ আগামী জিৎ পর্দায় ফিরছেন সঞ্জয় সমাদ্দার পরিচালিত 'মানুষ, দ্য চাইল্ড অফ ডেস্টিনি' ছবির হাত ধরে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.