মুম্বই, 18 জুলাই: প্রথমবার রুপোলি পর্দায় জুটি বেঁধেছেন বরুণ-জাহ্নবী। ছবির টিজার আর ট্রেলারের মধ্যে রয়েছে আকাশ-পাতাল ফারাক। ছবির ট্রেলারে ঘুরেফিরে আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফ্ল্যাশব্যাক। প্রথম থেকেই ছবিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও হিটলারের প্রসঙ্গ টানায় জল্পনা শুরু হয়েছিল। কিন্তু প্রেমকাহিনির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রসঙ্গ টানার কি প্রয়োজন, তা নিয়ে পরিচালক নিজের মতামত জানিয়েছেন ৷ মঙ্গলবার মুক্তি পেয়েছে ছবির দ্বিতীয় গান 'দিলো কি ডোরিয়া' ৷ তাতে নয়া জুটি বরুণ-জাহ্নবীকে বেশ লাগছে ৷ এই গান নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি রিলস বানিয়েছেন জাহ্নবী ৷ তাতে রয়েছেন ছবির কুশীলবেরা ৷
ভিডিয়োটি শেয়ার করে জাহ্নবী লিখেছেন, "21 জুলাই কো হোগা 'বাওয়াল' ৷ কিন্তু এখন বাওয়াল করছি ঘরের মধ্যে ৷" ভিডিয়োটি পোস্টের কয়েক মিনিটের মধ্যে হাজার হাজার ভিউ হয়। কমেন্ট সেকশনও ভরে ওঠে ৷ ফ্যানেদের পাশাপাশি, অর্জুন কাপুর ও পরিচালক রিয়া কাপুরও তাতে কমেন্ট করেন ৷ 'দিলো কি ডোরিয়া' একটি বিয়ের আসরের মেলোডি ট্র্যাক ৷ গানটিতে তাঁদের বিয়ের অনুষ্ঠানজুড়ে একসঙ্গে নাচতে দেখা গিয়েছে। ছবিতে, বরুণ ধাওয়ানের চরিত্র অজয় এবং জাহ্নবী কাপুরের চরিত্র নিশা ৷ গানটি কম্পোজ করেছেন তানিষ্ক বাগচি এবং লিখেছেন আরাফাত মেহমুদ। বিশাল মিশ্র, জাহরা খান এবং রোমি এই সুরেলা গানে কণ্ঠ দিয়েছেন।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
আগামী 21 জুলাই প্রাইম ভিডিয়োয় প্রায় 200টি দেশে মুক্তি পাচ্ছে নীতেশ তিওয়ারি পরিচালিত ছবি 'বাওয়াল'। নীতেশ তিওয়ারি এর আগে 'ছিঁছোড়ে' ও 'দঙ্গল'-এর মতো ছবি পরিচালনা করেছেন। এই ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন সাজিদ নাদিয়াদওয়ালা। প্য়ারিসের আইফেল টাওয়ারে প্যানোরমিক ভিউতে প্রদর্শিত হবে 'বাওয়াল'। যা ভারতীয় সিনেমায় নজির ৷ 'বাওয়াল' ছবির গল্প অজয় দীক্ষিতকে কেন্দ্র করে গড়ে উঠেছে। যাঁকে অনেকে ভালোবেসে অজ্জু ভাইয়া বলেও ডাকে। নিজের এলাকায় ভালোই পরিচিতি তাঁর এবং এই 'তারকা' সুলভ খ্যাতি ভালই উপভোগ করে। পরিস্থিতি তাঁকে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ন্যায় যাত্রা শুরু করতে বাধ্য করে এবং সে তাঁর নব-বিবাহিত স্ত্রী নিশাকে সঙ্গে নিয়ে যেতে বাধ্য হয়। এরপর কী ঘটবে, জানতে হলে দেখতে হবে ছবিটি ৷
আরও পড়ুন: ছবির সম্মুখ সমরের আগেই লড়াই শুরু! একইদিনে গান নিয়ে হাজির সানি-অক্ষয়