ETV Bharat / entertainment

Janhvi Kapoor Birthday: জন্মদিনে এনটিআর 30-তে তাঁর ফার্স্ট লুক প্রকাশ জাহ্নবীর, উচ্ছ্বসিত চর্চিত প্রেমিক শিখর - Shikhar Pahariya

তাঁর জন্মদিনে জাহ্নবী কাপুর (Janhvi Kapoor Birthday) তাঁর তেলুগু ডেবিউ এনটিআর 30-এর প্রথম লুক শেয়ার করেছেন (Janhvi Kapoor First Look from NTR30)। এই ছবিতে আরআরআর তারকা জুনিয়র এনটিআর-এর সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করতে দেখা যাবে শ্রীদেবী-কন্যাকে ।

Janhvi Kapoor Birthday ETV Bharat
জাহ্নবী কাপুরের জন্মদিন
author img

By

Published : Mar 6, 2023, 7:45 PM IST

Updated : Mar 6, 2023, 7:53 PM IST

হায়দরাবাদ, 6 মার্চ: আরও এক বছর বাড়ল বলিউডের অভিনেত্রী জাহ্নবী কাপুরের (Janhvi Kapoor Birthday)৷ আজ তাঁর 27তম জন্মদিন ৷ আর তাঁর এই জন্মদিনকে আরও স্পেশাল করে তুললেন তাঁর আসন্ন চলচ্চিত্রের নির্মাতারা ৷ এই ছবি দিয়েই তেলুগু শিল্পে অভিষেক ঘটছে শ্রীদেবী-কন্যার ৷ তাঁকে কোরাতলা শিভা পরিচালিত ছবিতে আরআরআর খ্যাত জুনিয়র এনটিআর-এর সঙ্গে দেখা যাবে । এই ফিল্মে জাহ্নবীর প্রথম লুক প্রকাশিত হয়েছে ৷ যা দৃশ্যতই তাঁর চর্চিত প্রেমিক শিখর পাহাড়িয়াকে (Shikhar Pahariya) মুগ্ধ করেছে ।

সোশ্যাল মিডিয়ায় জাহ্নবী কাপুর (Janhvi Kapoor First Look from NTR30) এই ছবিতে তাঁর প্রথম লুক শেয়ার করেছেন ৷ এই ছবির নাম আপাতত রাখা হয়েছে #NTR30 । ফার্স্ট লুক ছবিটি শেয়ার করে জাহ্নবী জুনিয়র এনটিআর-এর সঙ্গে তাঁর কাজ করার উন্মাদনাও প্রকাশ করেছেন । জাহ্নবী তেলুগু তারকাকে তার "ফেভারিত" বলেছেন । তাঁর চরিত্রের প্রথম লুক শেয়ার করে জাহ্নবী লিখেছেন, "এটি অবশেষে ঘটছে । আমার প্রিয় জুনিয়ার এনটিআর-এর সঙ্গে #NTR30 যাত্রা করার জন্য আর তর সইছে না ।"

জাহ্নবী পোস্টটি শেয়ার করার পরপরই তাঁর চর্চিত প্রেমিক শিখর শ্রীদেবী-কন্যার প্রথম লুক ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন । তিনি ফিল্মে জাহ্নবীর চেহারা দেখে উচ্ছ্বসিত ৷ সেই পোস্টে একটি হৃদয়-চোখের ইমোজি এবং একটি ফিশ ইমোটিকন দিয়েছেন তিনি ৷ এনটিআর 30-তে জাহ্নবীর প্রথম লুকে তাঁকে একটি গ্রাম্য অবতারে দেখানো হয়েছে । পেছনে পাহাড় দিয়ে ঘেরা নদী ৷ সেখানেই ক্যামেরায় চোখ রেখে পোজ দিয়েছেন জাহ্নবী ৷ তাঁর সেই দৃষ্টি মন কেড়েছে ভক্তদের ৷

আরও পড়ুন: কুলির শুটিংয়ে দুর্ঘটনার পর ক্লিনিক্যালি ডেড বলেছিলেন চিকিৎসকরা; অমিতাভ স্বমহিমায় ফিরেছেন, ফিরবেনও...

আসন্ন ফিল্মটি একটি অ্যাকশন এন্টারটেইনার হিসাবে তুলে ধরা হয়েছে, আর এই ধরনের ছবির জন্যই পরিচিত কোরাতলা শিবা । নির্মাতারা ছবিটির গানের সুরের দায়িত্ব দিয়েছেন সুরকার অনিরুদ্ধ রবিচন্দরকে । 2024 সালের 5 এপ্রিল বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি ৷ এই ছবি তেলুগু, হিন্দি, তামিল, কন্নড় এবং মালয়ালাম ভাষায় মুক্তি পাবে ।

হায়দরাবাদ, 6 মার্চ: আরও এক বছর বাড়ল বলিউডের অভিনেত্রী জাহ্নবী কাপুরের (Janhvi Kapoor Birthday)৷ আজ তাঁর 27তম জন্মদিন ৷ আর তাঁর এই জন্মদিনকে আরও স্পেশাল করে তুললেন তাঁর আসন্ন চলচ্চিত্রের নির্মাতারা ৷ এই ছবি দিয়েই তেলুগু শিল্পে অভিষেক ঘটছে শ্রীদেবী-কন্যার ৷ তাঁকে কোরাতলা শিভা পরিচালিত ছবিতে আরআরআর খ্যাত জুনিয়র এনটিআর-এর সঙ্গে দেখা যাবে । এই ফিল্মে জাহ্নবীর প্রথম লুক প্রকাশিত হয়েছে ৷ যা দৃশ্যতই তাঁর চর্চিত প্রেমিক শিখর পাহাড়িয়াকে (Shikhar Pahariya) মুগ্ধ করেছে ।

সোশ্যাল মিডিয়ায় জাহ্নবী কাপুর (Janhvi Kapoor First Look from NTR30) এই ছবিতে তাঁর প্রথম লুক শেয়ার করেছেন ৷ এই ছবির নাম আপাতত রাখা হয়েছে #NTR30 । ফার্স্ট লুক ছবিটি শেয়ার করে জাহ্নবী জুনিয়র এনটিআর-এর সঙ্গে তাঁর কাজ করার উন্মাদনাও প্রকাশ করেছেন । জাহ্নবী তেলুগু তারকাকে তার "ফেভারিত" বলেছেন । তাঁর চরিত্রের প্রথম লুক শেয়ার করে জাহ্নবী লিখেছেন, "এটি অবশেষে ঘটছে । আমার প্রিয় জুনিয়ার এনটিআর-এর সঙ্গে #NTR30 যাত্রা করার জন্য আর তর সইছে না ।"

জাহ্নবী পোস্টটি শেয়ার করার পরপরই তাঁর চর্চিত প্রেমিক শিখর শ্রীদেবী-কন্যার প্রথম লুক ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন । তিনি ফিল্মে জাহ্নবীর চেহারা দেখে উচ্ছ্বসিত ৷ সেই পোস্টে একটি হৃদয়-চোখের ইমোজি এবং একটি ফিশ ইমোটিকন দিয়েছেন তিনি ৷ এনটিআর 30-তে জাহ্নবীর প্রথম লুকে তাঁকে একটি গ্রাম্য অবতারে দেখানো হয়েছে । পেছনে পাহাড় দিয়ে ঘেরা নদী ৷ সেখানেই ক্যামেরায় চোখ রেখে পোজ দিয়েছেন জাহ্নবী ৷ তাঁর সেই দৃষ্টি মন কেড়েছে ভক্তদের ৷

আরও পড়ুন: কুলির শুটিংয়ে দুর্ঘটনার পর ক্লিনিক্যালি ডেড বলেছিলেন চিকিৎসকরা; অমিতাভ স্বমহিমায় ফিরেছেন, ফিরবেনও...

আসন্ন ফিল্মটি একটি অ্যাকশন এন্টারটেইনার হিসাবে তুলে ধরা হয়েছে, আর এই ধরনের ছবির জন্যই পরিচিত কোরাতলা শিবা । নির্মাতারা ছবিটির গানের সুরের দায়িত্ব দিয়েছেন সুরকার অনিরুদ্ধ রবিচন্দরকে । 2024 সালের 5 এপ্রিল বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি ৷ এই ছবি তেলুগু, হিন্দি, তামিল, কন্নড় এবং মালয়ালাম ভাষায় মুক্তি পাবে ।

Last Updated : Mar 6, 2023, 7:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.