ETV Bharat / entertainment

মা শ্রীদেবীকে ছবির সেটে আসতে বারণ করা জীবনের সবচেয়ে বড় ভুল, আজও আফসোস করেন মেয়ে জাহ্নবী - শ্রীদেবী

Janhvi Kapoor: লোকে কী বলবে, এই ভেবে প্রথম ছবি 'ধড়ক'-এর সেটে মা শ্রীদেবীকে আসতে বারণ করেছিলেন মেয়ে জাহ্নবী কাপুর ৷ ভুলের সেই বোঝা আজও বয়ে বেড়াচ্ছেন নায়িকা ৷

Etv Bharat
আজও আফসোস করেন জাহ্নবী কাপুর
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 15, 2023, 11:35 AM IST

Updated : Dec 15, 2023, 11:41 AM IST

নিউদিল্লি, 15 ডিসেম্বর: 2018 সালে শশাঙ্ক খৈতানের 'ধড়ক' ছবি দিয়ে বিটাউনে পা রাখেন শ্রীদেবী ও বনি কাপুরের কন্যা জাহ্নবী কাপুর ৷ ধীরে ধীরে বলিউডের মাটিতে শক্ত ঘাঁটি তৈরি করলেও জীবনের সবচেয়ে বড় ভুলের জন্য আজও আফসোস করেন নায়িকা ৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, মাকে নিয়ে তিনি ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। সে কথা ভেবে তাঁর আজও খারাপ লাগে ৷

তিনি বলেন, "আমি জেনে বুঝেই মাকে আমার কেরিয়ার থেকে দূরে রেখেছিলাম ৷ কারণ আমার মনে হত, শ্রীদেবীর মেয়ে হয়ে বেশি সুযোগ পেয়ে যাব ৷ এমনতেই অনেকে বলেছে, শ্রীদেবীর মেয়ে বলেই প্রথম ছবি পেয়েছি ৷ তাই আমি ঠিক করেছিলাম মায়ের কাছ থেকে কোনও রকম সাহায্য নেব না ৷ তাঁর উপদেশ বা পরামর্শ নেওয়াও আমার কাছে ঠিক বলে মনে হয়নি ৷ তাই মাকে ধড়ক ছবির সেটে যেতেও বারণ করেছিলাম ৷ আমি আমার কাজ নিজে করব বলে ঠিক করেছিলাম ৷"

তিনি আরও বলেন, "মাঝেমধ্যে মনে হয়, আমি বড্ড বোকা ছিলাম! লোকে কী বলবে সেটা সিরিয়াসলি নিয়ে নিয়েছিলাম ৷ এখন আফসোস করি ৷ এখন মনে হয়, যদি আমি মাকে বলতাম, প্লিজ মা, আমার শুটে এসো, আমার তোমাকে প্রয়োজন, তাহলে খুব ভালো লাগত ৷"

'মিলি', 'গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল', 'গুড লাক জেরি'-র মতো ভালো ছবি উপহার দিয়েছেন জাহ্নবী কাপুর ৷ কিন্তু তিনি ভয় পেতেন, যদি তাঁর কাজ মা- শ্রীদেবীর কজের সঙ্গে তুলনা করা হয় ! 'মিলি' খ্যাত অভিনেত্রী বলেন, "এ কথা গুলো ভেবেই আমি নাভার্সা হয়ে যেতাম ৷ মনে হত, আমাকে মায়ের সঙ্গে তুলনা করা হচ্ছে ৷ আমাকে শ্রীদেবী কাপুরের স্ট্যান্ডার্ডে যেতে হবে ৷ একবার মা আমাকে বলেছিল, আমার প্রথম ছবির সঙ্গে মায়ের শেষ ছবির তুলনা টানা হবে ৷ এই ধরনের মানসিক চাপ আমার কোনও শত্রুরও হোক সেটা আমি চাইব না ৷"

তিনি বলেন, "এখন মনে হয় মা ও মেয়ের সঙ্গে কোনও প্রতিযোগিতা হতে পারে না, কোনও তুলনা হতে পারে না ৷ আসলে তুমি কখনই তোমার মাকে হারাতে পার না ৷ আমার সঙ্গে কারও কাজের তুলনা করা অনুচিত ৷ জীবনের শেষ পর্যন্ত মায়ের সুনাম বজায় রেখে পরিশ্রম করে যেতে চাই ৷"

জাহ্নবী জানান, বোন খুশি কাপুরের প্রথম ছবি 'দ্য আর্চিস' ভালো লেগেছে তাঁর ৷ পাশাপাশি, তিনি জানান সুপারস্টার অভিনেত্রী শ্রীদেবী পছন্দ করতেন না, মেয়েরা তাঁর ছবি দেখুক ৷ মেয়ে জাহ্নবী বলেন, "আমি আমার মায়ের ছবি লুকিয়ে দেখতাম ৷ আমার মিস্টার ইন্ডিয়া খুব ভালো লেগেছে ৷ তবে 'সদমা' আমার মনে দাগ কেটেছে ৷ আমার মনে আছে, মায়ের সঙ্গে বসে আমি এই ছবিটা দেখি ৷ তারপর মায়ের ওপর ভীষণ রেগে যাই ৷ মাকে প্রশ্ন করি, তুমি কী করে কমল স্যারকে চিনতে পারলে না? তুমি কী করে ভুলে গেলে কমল স্যারকে? এই কারণে আমি দুদিন তাঁর সঙ্গে কথা বলিনি ৷"

উল্লেখ্য, বলিউডের পর দক্ষিণ ভারতীয় ছবিতেও কাজ শুরু করছেন জাহ্নবী ৷ জুনিয়র এনটিআর বিপরীতে 'দেবারা' ছবিতে দেখা যাবে তাঁকে ৷ সেই কারণে ইতিমধ্যেই মায়ের পুরনো ছবি দেখা শুরু করেছেন বলে জানান অভিনেত্রী ৷ তিনি জানান, তাঁর মা তেলুগু ইন্ডাষ্ট্রিতে জুনিয়র এনটিআরের ঠাকুরদা এনটি রামা রাওয়ের সঙ্গে কাজ করেছেন ৷ ফলে জীবনের একটা বৃত্ত সম্পন্ন হতে চলেছে বলে মনে করেন অভিনেত্রী জাহ্নবী কাপুর ৷

আরও পড়ুন

1. শুটিং শেষে আক্রান্ত হৃদরোগে, হাসপাতালে ভর্তি অভিনেতা শ্রেয়স তলপড়ে; করা হল অ্যাঞ্জিওপ্লাস্টিও

2. শিরডি মন্দিরে মেয়ে সুহানার সঙ্গে শাহরুখ, ডাঙ্কি মুক্তির আগে সাঁই বাবার দর্শনে বাদশা

3. ক্রাইম-কমেডি থ্রিলার 'কিলার স্যুপ' আসছে নেটফ্লিক্সে, প্রকাশ্যে সিরিজ মুক্তির তারিখ

নিউদিল্লি, 15 ডিসেম্বর: 2018 সালে শশাঙ্ক খৈতানের 'ধড়ক' ছবি দিয়ে বিটাউনে পা রাখেন শ্রীদেবী ও বনি কাপুরের কন্যা জাহ্নবী কাপুর ৷ ধীরে ধীরে বলিউডের মাটিতে শক্ত ঘাঁটি তৈরি করলেও জীবনের সবচেয়ে বড় ভুলের জন্য আজও আফসোস করেন নায়িকা ৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, মাকে নিয়ে তিনি ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। সে কথা ভেবে তাঁর আজও খারাপ লাগে ৷

তিনি বলেন, "আমি জেনে বুঝেই মাকে আমার কেরিয়ার থেকে দূরে রেখেছিলাম ৷ কারণ আমার মনে হত, শ্রীদেবীর মেয়ে হয়ে বেশি সুযোগ পেয়ে যাব ৷ এমনতেই অনেকে বলেছে, শ্রীদেবীর মেয়ে বলেই প্রথম ছবি পেয়েছি ৷ তাই আমি ঠিক করেছিলাম মায়ের কাছ থেকে কোনও রকম সাহায্য নেব না ৷ তাঁর উপদেশ বা পরামর্শ নেওয়াও আমার কাছে ঠিক বলে মনে হয়নি ৷ তাই মাকে ধড়ক ছবির সেটে যেতেও বারণ করেছিলাম ৷ আমি আমার কাজ নিজে করব বলে ঠিক করেছিলাম ৷"

তিনি আরও বলেন, "মাঝেমধ্যে মনে হয়, আমি বড্ড বোকা ছিলাম! লোকে কী বলবে সেটা সিরিয়াসলি নিয়ে নিয়েছিলাম ৷ এখন আফসোস করি ৷ এখন মনে হয়, যদি আমি মাকে বলতাম, প্লিজ মা, আমার শুটে এসো, আমার তোমাকে প্রয়োজন, তাহলে খুব ভালো লাগত ৷"

'মিলি', 'গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল', 'গুড লাক জেরি'-র মতো ভালো ছবি উপহার দিয়েছেন জাহ্নবী কাপুর ৷ কিন্তু তিনি ভয় পেতেন, যদি তাঁর কাজ মা- শ্রীদেবীর কজের সঙ্গে তুলনা করা হয় ! 'মিলি' খ্যাত অভিনেত্রী বলেন, "এ কথা গুলো ভেবেই আমি নাভার্সা হয়ে যেতাম ৷ মনে হত, আমাকে মায়ের সঙ্গে তুলনা করা হচ্ছে ৷ আমাকে শ্রীদেবী কাপুরের স্ট্যান্ডার্ডে যেতে হবে ৷ একবার মা আমাকে বলেছিল, আমার প্রথম ছবির সঙ্গে মায়ের শেষ ছবির তুলনা টানা হবে ৷ এই ধরনের মানসিক চাপ আমার কোনও শত্রুরও হোক সেটা আমি চাইব না ৷"

তিনি বলেন, "এখন মনে হয় মা ও মেয়ের সঙ্গে কোনও প্রতিযোগিতা হতে পারে না, কোনও তুলনা হতে পারে না ৷ আসলে তুমি কখনই তোমার মাকে হারাতে পার না ৷ আমার সঙ্গে কারও কাজের তুলনা করা অনুচিত ৷ জীবনের শেষ পর্যন্ত মায়ের সুনাম বজায় রেখে পরিশ্রম করে যেতে চাই ৷"

জাহ্নবী জানান, বোন খুশি কাপুরের প্রথম ছবি 'দ্য আর্চিস' ভালো লেগেছে তাঁর ৷ পাশাপাশি, তিনি জানান সুপারস্টার অভিনেত্রী শ্রীদেবী পছন্দ করতেন না, মেয়েরা তাঁর ছবি দেখুক ৷ মেয়ে জাহ্নবী বলেন, "আমি আমার মায়ের ছবি লুকিয়ে দেখতাম ৷ আমার মিস্টার ইন্ডিয়া খুব ভালো লেগেছে ৷ তবে 'সদমা' আমার মনে দাগ কেটেছে ৷ আমার মনে আছে, মায়ের সঙ্গে বসে আমি এই ছবিটা দেখি ৷ তারপর মায়ের ওপর ভীষণ রেগে যাই ৷ মাকে প্রশ্ন করি, তুমি কী করে কমল স্যারকে চিনতে পারলে না? তুমি কী করে ভুলে গেলে কমল স্যারকে? এই কারণে আমি দুদিন তাঁর সঙ্গে কথা বলিনি ৷"

উল্লেখ্য, বলিউডের পর দক্ষিণ ভারতীয় ছবিতেও কাজ শুরু করছেন জাহ্নবী ৷ জুনিয়র এনটিআর বিপরীতে 'দেবারা' ছবিতে দেখা যাবে তাঁকে ৷ সেই কারণে ইতিমধ্যেই মায়ের পুরনো ছবি দেখা শুরু করেছেন বলে জানান অভিনেত্রী ৷ তিনি জানান, তাঁর মা তেলুগু ইন্ডাষ্ট্রিতে জুনিয়র এনটিআরের ঠাকুরদা এনটি রামা রাওয়ের সঙ্গে কাজ করেছেন ৷ ফলে জীবনের একটা বৃত্ত সম্পন্ন হতে চলেছে বলে মনে করেন অভিনেত্রী জাহ্নবী কাপুর ৷

আরও পড়ুন

1. শুটিং শেষে আক্রান্ত হৃদরোগে, হাসপাতালে ভর্তি অভিনেতা শ্রেয়স তলপড়ে; করা হল অ্যাঞ্জিওপ্লাস্টিও

2. শিরডি মন্দিরে মেয়ে সুহানার সঙ্গে শাহরুখ, ডাঙ্কি মুক্তির আগে সাঁই বাবার দর্শনে বাদশা

3. ক্রাইম-কমেডি থ্রিলার 'কিলার স্যুপ' আসছে নেটফ্লিক্সে, প্রকাশ্যে সিরিজ মুক্তির তারিখ

Last Updated : Dec 15, 2023, 11:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.