ETV Bharat / entertainment

Janhvi Kapoor: পরিবারের সঙ্গে ছুটি কটাতে চললেন জাহ্নবী, সঙ্গী চর্চিত প্রেমিক শিখর - বনি কাপুর

পরিবারের সঙ্গে ছুটি কাটাতে চললেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুর (Janhvi Kapoor Jets Off for Family Vacation) ৷ সঙ্গে রয়েছেন বাবা বনি কাপুর এবং বোন খুশি কাপুর ৷ তবে পরিবারের সদস্যদের পাশাপাশি জাহ্নবীর সঙ্গে বিমানবন্দরে দেখা গেল আরও একজনকে। তিনি হলেন শিখর পাহাড়িয়া ৷ আর তাঁকে ঘিরেই চর্চা তুঙ্গে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 1, 2023, 11:10 PM IST

মুম্বই, 1 মার্চ: পরিবারের সঙ্গে ছুটি কাটাতে চললেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর ৷ সঙ্গে রয়েছেন বাবা বনি কাপুর ও বোন খুশি কাপুরও ৷ এ আর নতুন কী! পরিবারের সঙ্গে তো যে কেউ ছুটি কাটাতে যেতে পারেন ৷ কিন্তু জল্পনা শুরু হয়েছে তাঁদের সঙ্গে থাকা আরও একজনকে ঘিরে ৷ মুম্বই বিমানবন্দরে কাপুর পরিবারের সঙ্গে দেখা গিয়েছে জাহ্নবীর প্রেমিক শিখর পাহাড়িয়াকে (Janhvi Kapoor's BF Shikhar Pahariya) ৷ যদিও শ্রীদেবী-কন্যা আর তাঁকে নিয়ে জল্পনা নতুন নয় ৷ তাঁদের প্রেমজীবন নিয়ে কৌতূহলের শেষ নেই অনুরাগীদের ৷

গতকাল জাহ্নবীকে মুম্বইয়ের এক বিমানবন্দরে একটি আকাশি রংয়ের সালোয়ার স্যুটে দেখা গিয়েছে ৷ জাহ্নবীর প্রেম জীবন নিয়েও চলছে তুমুল চর্চা ৷ শাহিদ কাপুরের ভাই ঈশান খট্টরের সঙ্গে তাঁর প্রেম ঘিরে জোর চর্চা চলেছিল ৷ সেই প্রেম এখন অতীত ৷ সম্প্রতি জাহ্নবীকে প্রায়ই দেখা যাচ্ছে শিখর পাহাড়িয়ার সঙ্গে ৷ এই ভিডিয়ো দেখে নেটিজেনদের কেউ কেউ বলছেন, "শিখরের সঙ্গে জাহ্নবীর সম্পর্ক তাহলে কাপুর পরিবার গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছেন ৷ তা না-হলে কি পরিবারের সঙ্গে একইসঙ্গে উইকেন্ডে যেতে পারেন!!!!" কারও মতে, সামনেই জাহ্নবীর জন্মদিন ৷ সেই জন্মদিন কাটাতেই জাহ্নবীর পরিবারের সঙ্গে সামিল হতে যাচ্ছেন শিখর ৷

আরও পড়ুন: সোনালি-সাদা শাড়িতে 'জলপরী' জাহ্নবী, লুক দেখে পাগল চর্চিত প্রেমিক শিখর

জাহ্নবী এবং শিখর, যারা কয়েক বছর আগেও প্রেম করেছিলেন ৷ কিন্তু পরে সেই সম্পর্কে টান পড়ে ৷ তবে, গত বছরের শেষের দিকে তাঁদের সম্পর্ক গাঢ় হয়। গত বছর হ্যালোউইন পার্টিতে দু'জনকে একসঙ্গে দেখা গিয়েছিল এবং তারপর থেকে প্রায়ই একসঙ্গে দেখা গিয়েছে এই জুটিকে। অনন্ত আম্বানি এবং রাধিকা বণিকের বাগদান অনুষ্ঠান যোগদান থেকে শুরু করে সোনম কাপুরের দিওয়ালি পার্টিতে একসঙ্গেই হাজির ছিলেন দু'জনে ৷ সে কারণে বারবার জাহ্নবী এবং শিখর খবরের শিরোনামে এসেছে। কিন্তু কে এই শিখর পাহাড়িয়া? যাকে ঘিরে এত চর্চা? শিখর মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি। সুশীল কুমার শিন্ডের তিন মেয়ে। শিখর স্মৃতি শিন্ডের ছেলে। স্মৃতি শিন্ডের বিয়ে হয় ব্যবসায়ী সঞ্জয় পাহাড়িয়ার সঙ্গে ৷ শ্রীদেবী-কন্যার এই চর্চিত প্রেমিক শিখর একজন পেশাদার পোলো খেলোয়াড় ৷

মুম্বই, 1 মার্চ: পরিবারের সঙ্গে ছুটি কাটাতে চললেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর ৷ সঙ্গে রয়েছেন বাবা বনি কাপুর ও বোন খুশি কাপুরও ৷ এ আর নতুন কী! পরিবারের সঙ্গে তো যে কেউ ছুটি কাটাতে যেতে পারেন ৷ কিন্তু জল্পনা শুরু হয়েছে তাঁদের সঙ্গে থাকা আরও একজনকে ঘিরে ৷ মুম্বই বিমানবন্দরে কাপুর পরিবারের সঙ্গে দেখা গিয়েছে জাহ্নবীর প্রেমিক শিখর পাহাড়িয়াকে (Janhvi Kapoor's BF Shikhar Pahariya) ৷ যদিও শ্রীদেবী-কন্যা আর তাঁকে নিয়ে জল্পনা নতুন নয় ৷ তাঁদের প্রেমজীবন নিয়ে কৌতূহলের শেষ নেই অনুরাগীদের ৷

গতকাল জাহ্নবীকে মুম্বইয়ের এক বিমানবন্দরে একটি আকাশি রংয়ের সালোয়ার স্যুটে দেখা গিয়েছে ৷ জাহ্নবীর প্রেম জীবন নিয়েও চলছে তুমুল চর্চা ৷ শাহিদ কাপুরের ভাই ঈশান খট্টরের সঙ্গে তাঁর প্রেম ঘিরে জোর চর্চা চলেছিল ৷ সেই প্রেম এখন অতীত ৷ সম্প্রতি জাহ্নবীকে প্রায়ই দেখা যাচ্ছে শিখর পাহাড়িয়ার সঙ্গে ৷ এই ভিডিয়ো দেখে নেটিজেনদের কেউ কেউ বলছেন, "শিখরের সঙ্গে জাহ্নবীর সম্পর্ক তাহলে কাপুর পরিবার গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছেন ৷ তা না-হলে কি পরিবারের সঙ্গে একইসঙ্গে উইকেন্ডে যেতে পারেন!!!!" কারও মতে, সামনেই জাহ্নবীর জন্মদিন ৷ সেই জন্মদিন কাটাতেই জাহ্নবীর পরিবারের সঙ্গে সামিল হতে যাচ্ছেন শিখর ৷

আরও পড়ুন: সোনালি-সাদা শাড়িতে 'জলপরী' জাহ্নবী, লুক দেখে পাগল চর্চিত প্রেমিক শিখর

জাহ্নবী এবং শিখর, যারা কয়েক বছর আগেও প্রেম করেছিলেন ৷ কিন্তু পরে সেই সম্পর্কে টান পড়ে ৷ তবে, গত বছরের শেষের দিকে তাঁদের সম্পর্ক গাঢ় হয়। গত বছর হ্যালোউইন পার্টিতে দু'জনকে একসঙ্গে দেখা গিয়েছিল এবং তারপর থেকে প্রায়ই একসঙ্গে দেখা গিয়েছে এই জুটিকে। অনন্ত আম্বানি এবং রাধিকা বণিকের বাগদান অনুষ্ঠান যোগদান থেকে শুরু করে সোনম কাপুরের দিওয়ালি পার্টিতে একসঙ্গেই হাজির ছিলেন দু'জনে ৷ সে কারণে বারবার জাহ্নবী এবং শিখর খবরের শিরোনামে এসেছে। কিন্তু কে এই শিখর পাহাড়িয়া? যাকে ঘিরে এত চর্চা? শিখর মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি। সুশীল কুমার শিন্ডের তিন মেয়ে। শিখর স্মৃতি শিন্ডের ছেলে। স্মৃতি শিন্ডের বিয়ে হয় ব্যবসায়ী সঞ্জয় পাহাড়িয়ার সঙ্গে ৷ শ্রীদেবী-কন্যার এই চর্চিত প্রেমিক শিখর একজন পেশাদার পোলো খেলোয়াড় ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.