ETV Bharat / entertainment

James Cameron on Avatar 3: 'অবতার 3' ছবিতে বদলে যাবে সব ধারনা, জানালেন পরিচালক - James Cameron on Avatar 3

'অবতার 2' সফল হতে না-হতেই পরবর্তী পর্ব নিয়ে আলোচনা শুরু হয়ে গেল ৷ এরই মধ্যে পরিচালক জেমস ক্য়ামেরন জানালে পরের পর্বে দর্শকের পরিচয় ঘটবে নাভি উপজাতির অন্ধকারময় দিকটির সঙ্গে (James Cameron on Avatar 3)৷

Etv Bharat
পরিচালক জেমস ক্য়ামেরন জানালেন এর পরের পরের পর্বে দর্শকের পরিচয় ঘটবে নাভি উপজাতির অন্ধকারময় দিকটির সঙ্গে
author img

By

Published : Jan 4, 2023, 9:05 PM IST

Updated : Jan 4, 2023, 9:12 PM IST

লস অ্যাঞ্জেলস, 4 জানুয়ারি: সারা বিশ্ব জুড়ে বক্স অফিসে বিপুল সাফল্য লাভ করেছে 'অবতার 2' ৷ বিভিন্ন সংবাদ মাধ্য়মের রিপোর্ট বলছে, জেমস ক্যামেরনের এই ছবি ইতিমধ্য়েই শুধু ভারত জুড়ে আয় করেছে 300 কোটিরও বেশি টাকা ৷ ইতিমধ্য়েই 'অবতার:দ্য় ওয়ে অফ ওয়াটার' ছবির পরবর্তী পর্ব নিয়েও আলোচনা শুরু হয়ে গিয়েছে ৷ খবর অনুযায়ী এবার তৃতীয় কিস্তিতে দর্শকের পরিচয় ঘটবে নাভি উপজাতির অন্ধকারময় দিকটির সঙ্গে ৷ ছবির প্রথম দুই পর্বে দু'টি ভিন্ন নাভি গোষ্ঠি অর্থাৎ জঙ্গলে বসবাসকারী ওমাটিকয়া এবং জলে বসবাসকারী মেটকাইনার সঙ্গে দর্শকের পরিচয় ঘটেছে (James Cameron reveals what to expect from Avatar 3 )৷

জেমস ক্যামেরন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন পরবর্তী কিস্তির নাম এখনও ঠিক করেননি তাঁরা (James Cameron reveals Avatar 3 Story)৷ তবে একইসঙ্গে এও জানা গিয়েছে যে পরবর্তী কিস্তিতে পরিচালক দেখাবেন সমস্ত নাভিরা মোটেও ভালো নয় ৷ এখনও পর্যন্ত যেটুকু গল্পের সঙ্গে পাঠকের পরিচয় ঘটেছে তাতে নাভিদের অন্ধকার দিকটি সামনে আসেনি ৷ বরং মানুষের অত্যাচারের বিরুদ্ধে এবং জমি দখলের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হাতে অস্ত্র তুলেছে তারা ৷

ক্যামেরন বলেন, "আমি ইতিমধ্য়ে যা যা দেখিয়েছি তার থেকে একেবারে ভিন্ন একটি সংস্কৃতির কথা তুলে ধরা হবে এবার ৷ আমি নাভি উপজাতিকে অন্য কোন থেকে দেখাতে চাই কারণ, এখন পর্যন্ত আমি শুধুমাত্র তাদের ভালো দিকগুলোই দেখিয়েছি ।" তিনি আরও বলেন, "এর আগের ছবিগুলিতে আমরা মানুষের কিছু নেতিবাচক দৃষ্টান্ত আর নাভিদের কিছু ইতিবাচক দৃষ্টান্ত তুলে ধরেছি ৷ অবতার 3 ছবিতে আমরা একেবারে এর বিপরীত কাজ করেছি । মূল চরিত্রগুলিকে নিয়ে গল্প তো এগিয়ে যাবেই ৷ তার পাশাপাশি আমরা এবার নতুন জগৎগুলিও খুঁজে বের করব।"

আরও পড়ুন: শ্রীজাতর মানবজমিনে কবিতাপাঠ নিয়ে টেনশনে ছিলেন প্রিয়াঙ্কা

ক্যামেরন ইতিমধ্যেই 'অবতার 3' ছবির প্রোডাকশনের কাজ শেষ করে ফেলেছেন ৷ আগামী বছর প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে এই ছবির ৷ 'অবতার: দ্য় ওয়ে অফ ওয়াটার' ছবির পর দর্শকদের এই কাহিনির পরবর্তী অংশ দেখার আগ্রহ আরও বেড়ে গিয়েছে দর্শকদের ৷ এবার ছবিটি প্রেক্ষাগৃহে কবে মুক্তি পায় সেটাই দেখার ৷

লস অ্যাঞ্জেলস, 4 জানুয়ারি: সারা বিশ্ব জুড়ে বক্স অফিসে বিপুল সাফল্য লাভ করেছে 'অবতার 2' ৷ বিভিন্ন সংবাদ মাধ্য়মের রিপোর্ট বলছে, জেমস ক্যামেরনের এই ছবি ইতিমধ্য়েই শুধু ভারত জুড়ে আয় করেছে 300 কোটিরও বেশি টাকা ৷ ইতিমধ্য়েই 'অবতার:দ্য় ওয়ে অফ ওয়াটার' ছবির পরবর্তী পর্ব নিয়েও আলোচনা শুরু হয়ে গিয়েছে ৷ খবর অনুযায়ী এবার তৃতীয় কিস্তিতে দর্শকের পরিচয় ঘটবে নাভি উপজাতির অন্ধকারময় দিকটির সঙ্গে ৷ ছবির প্রথম দুই পর্বে দু'টি ভিন্ন নাভি গোষ্ঠি অর্থাৎ জঙ্গলে বসবাসকারী ওমাটিকয়া এবং জলে বসবাসকারী মেটকাইনার সঙ্গে দর্শকের পরিচয় ঘটেছে (James Cameron reveals what to expect from Avatar 3 )৷

জেমস ক্যামেরন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন পরবর্তী কিস্তির নাম এখনও ঠিক করেননি তাঁরা (James Cameron reveals Avatar 3 Story)৷ তবে একইসঙ্গে এও জানা গিয়েছে যে পরবর্তী কিস্তিতে পরিচালক দেখাবেন সমস্ত নাভিরা মোটেও ভালো নয় ৷ এখনও পর্যন্ত যেটুকু গল্পের সঙ্গে পাঠকের পরিচয় ঘটেছে তাতে নাভিদের অন্ধকার দিকটি সামনে আসেনি ৷ বরং মানুষের অত্যাচারের বিরুদ্ধে এবং জমি দখলের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হাতে অস্ত্র তুলেছে তারা ৷

ক্যামেরন বলেন, "আমি ইতিমধ্য়ে যা যা দেখিয়েছি তার থেকে একেবারে ভিন্ন একটি সংস্কৃতির কথা তুলে ধরা হবে এবার ৷ আমি নাভি উপজাতিকে অন্য কোন থেকে দেখাতে চাই কারণ, এখন পর্যন্ত আমি শুধুমাত্র তাদের ভালো দিকগুলোই দেখিয়েছি ।" তিনি আরও বলেন, "এর আগের ছবিগুলিতে আমরা মানুষের কিছু নেতিবাচক দৃষ্টান্ত আর নাভিদের কিছু ইতিবাচক দৃষ্টান্ত তুলে ধরেছি ৷ অবতার 3 ছবিতে আমরা একেবারে এর বিপরীত কাজ করেছি । মূল চরিত্রগুলিকে নিয়ে গল্প তো এগিয়ে যাবেই ৷ তার পাশাপাশি আমরা এবার নতুন জগৎগুলিও খুঁজে বের করব।"

আরও পড়ুন: শ্রীজাতর মানবজমিনে কবিতাপাঠ নিয়ে টেনশনে ছিলেন প্রিয়াঙ্কা

ক্যামেরন ইতিমধ্যেই 'অবতার 3' ছবির প্রোডাকশনের কাজ শেষ করে ফেলেছেন ৷ আগামী বছর প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে এই ছবির ৷ 'অবতার: দ্য় ওয়ে অফ ওয়াটার' ছবির পর দর্শকদের এই কাহিনির পরবর্তী অংশ দেখার আগ্রহ আরও বেড়ে গিয়েছে দর্শকদের ৷ এবার ছবিটি প্রেক্ষাগৃহে কবে মুক্তি পায় সেটাই দেখার ৷

Last Updated : Jan 4, 2023, 9:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.