ETV Bharat / entertainment

Pippa Trailer Out: ভারত-পাক যুদ্ধের কাহিনি নিয়ে মুক্তি পেল 'পিপ্পা'র ট্রেলার, দেখুন ভিডিয়ো - ঈশান খট্টরের নতুন ছবি

মুক্তি পেল ঈশান খট্টরের নতুন ছবি 'পিপ্পা'র ট্রেলার ৷ আগামী 10 নভেম্বর আমাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷

Pippa Trailer Out
মুক্তি পেল ঈশান খট্টরের পিপ্পা ছবির ট্রেলার
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 1, 2023, 9:12 PM IST

হায়দরাবাদ, 1 নভেম্বর: এর আগে 1971 সালের ভারত-পাকিস্তান যুদ্ধের কাহিনি নিয়ে তৈরি হয়েছিল 'আইবি 71' ছবির গল্প ৷ এবার ওটিটিতে আসতে চলেছে এই যুদ্ধের আরও কিছু কাহিনি ৷ গরীবপুরের যুদ্ধ ভারত-পাক লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ৷ একইসঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধেও বড় ভূমিকা নিয়েছিল ভারতীয় সেনা ৷ সেই গল্প নিয়েই এগিয়েছে ঈশান খট্টরের এই প্রজেক্ট ৷ ছবির নাম 'পিপ্পা' ৷

ব্রিগেডিয়ার বলরাম সিং মেহতা রচিত 'দ্য বার্নিং চ্যাফিস' বইটির ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ছবিটি ৷ ক্যাপ্টেন মেহেতার চরিত্রে দেখা যাবে ঈশানকে ৷ ইন্দো-পাক যুদ্ধে ইস্টার্ন ফ্রন্টে লড়াই করেছিলেন তিনি ৷ এই যুদ্ধের ফলেই জন্ম হয় বাংলাদেশ রাষ্ট্রের ৷ এই ছবির নামকরণ হয়েছে 'পিটি 76' নামক অ্যাম্ফোবিয়াস ট্যাঙ্কের নামে ৷ ট্যাঙ্কটি মূলত পরিচিত ছিল 'পিপ্পা' নামে ৷

এই ট্যাঙ্কটির সবচেয়ে বড় বিশেষত্ব হল ট্যাঙ্কটি জলে ভাসতে পারত খালি তেলের টিনের মতোই ৷ ট্রেলারটি আমাদের মনে করিয়ে দেয় সেই গরীবপুরের কথা ৷ যেখানে বলরাম মেহেতা জীবন বাজি রেখে লড়েছিলেন দেশের জন্য ৷ ছবিতে ঈশানের কণ্ঠে শোনা যায়, "আমরা যুদ্ধ করব সেনাদের মতো, লড়ব সেনাদের মতো, মরব সেনাদের মতো ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: হার্ট অ্যাটাকে অকালপ্রয়াণ অন্তঃসত্ত্বা চিকিৎসক অভিনেত্রীর, সদ্যোজাত ভর্তি আইসিইউতে

ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজা কৃষ্ণ মেনন ৷ এর আগে 'এয়ারলিফট'-এর মতো ছবি উপহার দিয়েছেন তিনি ৷ ছবির চিত্রনাট্য তৈরির কাজে তাঁর সঙ্গে হাত লাগিয়েছেন তন্ময় মোহন, ও রবীন্দ্র রন্ধাওয়া ৷ প্রযোজনার দায়িত্বে রয়েছে রনি স্ক্রুওয়ালার আরএসভিপি এবং সিদ্ধার্থ রায় কাপুরের রায় কাপুর ফিল্মস ৷ ছবিতে সুর দিয়েছেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এআর রহমান ৷ আর ঈশান ছাড়াও অভিনয় করেছেন ম্রুণাল ঠাকুর, প্রিয়াংশু পাইনুলি এবং সোনি রাজদান ৷ 10 নভেম্বর আমাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পাবে এই ছবি ৷

হায়দরাবাদ, 1 নভেম্বর: এর আগে 1971 সালের ভারত-পাকিস্তান যুদ্ধের কাহিনি নিয়ে তৈরি হয়েছিল 'আইবি 71' ছবির গল্প ৷ এবার ওটিটিতে আসতে চলেছে এই যুদ্ধের আরও কিছু কাহিনি ৷ গরীবপুরের যুদ্ধ ভারত-পাক লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ৷ একইসঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধেও বড় ভূমিকা নিয়েছিল ভারতীয় সেনা ৷ সেই গল্প নিয়েই এগিয়েছে ঈশান খট্টরের এই প্রজেক্ট ৷ ছবির নাম 'পিপ্পা' ৷

ব্রিগেডিয়ার বলরাম সিং মেহতা রচিত 'দ্য বার্নিং চ্যাফিস' বইটির ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ছবিটি ৷ ক্যাপ্টেন মেহেতার চরিত্রে দেখা যাবে ঈশানকে ৷ ইন্দো-পাক যুদ্ধে ইস্টার্ন ফ্রন্টে লড়াই করেছিলেন তিনি ৷ এই যুদ্ধের ফলেই জন্ম হয় বাংলাদেশ রাষ্ট্রের ৷ এই ছবির নামকরণ হয়েছে 'পিটি 76' নামক অ্যাম্ফোবিয়াস ট্যাঙ্কের নামে ৷ ট্যাঙ্কটি মূলত পরিচিত ছিল 'পিপ্পা' নামে ৷

এই ট্যাঙ্কটির সবচেয়ে বড় বিশেষত্ব হল ট্যাঙ্কটি জলে ভাসতে পারত খালি তেলের টিনের মতোই ৷ ট্রেলারটি আমাদের মনে করিয়ে দেয় সেই গরীবপুরের কথা ৷ যেখানে বলরাম মেহেতা জীবন বাজি রেখে লড়েছিলেন দেশের জন্য ৷ ছবিতে ঈশানের কণ্ঠে শোনা যায়, "আমরা যুদ্ধ করব সেনাদের মতো, লড়ব সেনাদের মতো, মরব সেনাদের মতো ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: হার্ট অ্যাটাকে অকালপ্রয়াণ অন্তঃসত্ত্বা চিকিৎসক অভিনেত্রীর, সদ্যোজাত ভর্তি আইসিইউতে

ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজা কৃষ্ণ মেনন ৷ এর আগে 'এয়ারলিফট'-এর মতো ছবি উপহার দিয়েছেন তিনি ৷ ছবির চিত্রনাট্য তৈরির কাজে তাঁর সঙ্গে হাত লাগিয়েছেন তন্ময় মোহন, ও রবীন্দ্র রন্ধাওয়া ৷ প্রযোজনার দায়িত্বে রয়েছে রনি স্ক্রুওয়ালার আরএসভিপি এবং সিদ্ধার্থ রায় কাপুরের রায় কাপুর ফিল্মস ৷ ছবিতে সুর দিয়েছেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এআর রহমান ৷ আর ঈশান ছাড়াও অভিনয় করেছেন ম্রুণাল ঠাকুর, প্রিয়াংশু পাইনুলি এবং সোনি রাজদান ৷ 10 নভেম্বর আমাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পাবে এই ছবি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.