ETV Bharat / entertainment

Isha Ambani in Met Gala: 'চোখে ঝিলমিল লেগে যাবে...', মেট গালায় নজর কাড়লেন আম্বানি কন্যা - মেট গালায় কালো ঝলমলে পোশাকে ঘুম ওড়ালেন ঈশা

প্রবাল গুরুংয়ের তৈরি পোশাকে মেট গালায় ঘুম ওড়ালেন আম্বানি কন্যা । ঈশাকে এদিন দেখা গেল কালো ঝলমলে পোশাকে ।

Etv Bharat
মেট গালায় ঘুম ওড়ালেন আম্বানি কন্যা
author img

By

Published : May 3, 2023, 9:45 AM IST

নিউইয়র্ক, 2 মে: মেট গালার ফ্যাশন নাইটে হাজির হয়েছিলেন বিভিন্ন দেশের তারকারা । ঠিক যেমন মেট গালায় এবার অভিষেক হল অভিনেত্রী আলিয়া ভাটের ৷ হাজির ছিলেন প্রিয়াঙ্কা চোপড়ারাও। দেখা গেল মুকেশ আম্বানির কন্য়া ঈশা আম্বানিকেও । আলিয়ার মতোই ঈশাও বেছে নিয়েছিলেন প্রবাল গুরুংয়ের তৈরি পোশাক । কলো ঝলমলে শাড়িতে রীতিমতো সুন্দরী হয়ে উঠেছিলেন তিনি । এর আগেও বহুবার ঈশাকে দেখা গিয়েছে এই নেপালি ডিজাইনারের তৈরি পোশাকে ।
ঈশার এদিনের পোশাকে শাড়ির পাশাপাশি রয়েছে গাউনের ছোঁয়াও । লুটিয়ে পড়া ট্রেলটি সাজানো হয়েছে ক্রিস্টাল আর মুক্তোয় । অবশ্য় আঁচলেও রয়েছে ক্রিস্টাল আর মুক্তোর অপূর্ব কাজ । তাঁর চুলের স্টাইল এবং লুকও বেশ নজর কেড়েছে অনুরাগীদের । আজ থেকে প্রায় 6 বছর আগে অর্থাৎ 2017 সালে প্রথমবার মেট গালায় পা রাখেন ঈশা । সেবার তাঁর পরণে ছিল ক্রিস্টিয়ান ডিওরের তৈরি গাউন । এরপর 2019 সালে তাঁর দেখা মেলে নেপালি ডিজাইনার প্রবাল গুরুংয়ের তৈরি পোশাকে ।
ঈশার এই ছবিগুলি অনলাইনে পোস্ট করেন ওরহান । সেখান থেকেই ছবিগুলি এখন ভাইরাল সোশালে । ঈশার হাতে এদিন ছিল একটি ছোট্ট ব্যাগ ৷ আর সেটা এসেছে 2012 প্যারিস বম্বে কালেকশন থেকে ৷ এদিনের এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেতা তথা প্রযোজক লা লা অ্যান্তোনি, লেখক ডেরেক ব্লাসবার্গ এবং সাটারডে নাইট লাইভ-এর চোল ফাইনম্যান ।

নIsha Ambani in Met Gala
ঈশার এদিনের পোশাকে শাড়ির পাশাপাশি রয়েছে গাউনের ছোঁয়াও

মেট গালার এবারের থিম 'কার্ল লেজারফেল্ড: এ লাইন অফ বিউটি' । প্রসঙ্গত, লেজারফেল্ড ছিলেন একজন বিখ্যাত বিদেশি ডিজাইনার । 2019 সালে 85 বছর বয়সে প্রয়াত হন এই প্রবাদপ্রতীম শিল্পী । তাঁর এই কাজের প্রতি সম্মান জানাতেই এই বছর মেট গালায় এই থিমটি বেছে নেওয়া হয়েছিল । এদিন ঈশাও তাঁর পোশাকের মাধ্যমে সম্মান জানালেন এই কিংবদন্তিকেই ৷ ঈশা অবশ্য এই ধরনের ফ্যাশন নাইটে ভীষণ পরিচিত মুখ । এর আগেও তিনি অনুরাগীদের মুগ্ধ করেছেন আর তিনি নজর কাড়লেন এবারও ।

আরও পড়ুন: ঠিক যেন শ্বেতপরী, মেট গালার লাল গালিচায় আত্মপ্রকাশে মুগ্ধ করলেন আলিয়া!

নিউইয়র্ক, 2 মে: মেট গালার ফ্যাশন নাইটে হাজির হয়েছিলেন বিভিন্ন দেশের তারকারা । ঠিক যেমন মেট গালায় এবার অভিষেক হল অভিনেত্রী আলিয়া ভাটের ৷ হাজির ছিলেন প্রিয়াঙ্কা চোপড়ারাও। দেখা গেল মুকেশ আম্বানির কন্য়া ঈশা আম্বানিকেও । আলিয়ার মতোই ঈশাও বেছে নিয়েছিলেন প্রবাল গুরুংয়ের তৈরি পোশাক । কলো ঝলমলে শাড়িতে রীতিমতো সুন্দরী হয়ে উঠেছিলেন তিনি । এর আগেও বহুবার ঈশাকে দেখা গিয়েছে এই নেপালি ডিজাইনারের তৈরি পোশাকে ।
ঈশার এদিনের পোশাকে শাড়ির পাশাপাশি রয়েছে গাউনের ছোঁয়াও । লুটিয়ে পড়া ট্রেলটি সাজানো হয়েছে ক্রিস্টাল আর মুক্তোয় । অবশ্য় আঁচলেও রয়েছে ক্রিস্টাল আর মুক্তোর অপূর্ব কাজ । তাঁর চুলের স্টাইল এবং লুকও বেশ নজর কেড়েছে অনুরাগীদের । আজ থেকে প্রায় 6 বছর আগে অর্থাৎ 2017 সালে প্রথমবার মেট গালায় পা রাখেন ঈশা । সেবার তাঁর পরণে ছিল ক্রিস্টিয়ান ডিওরের তৈরি গাউন । এরপর 2019 সালে তাঁর দেখা মেলে নেপালি ডিজাইনার প্রবাল গুরুংয়ের তৈরি পোশাকে ।
ঈশার এই ছবিগুলি অনলাইনে পোস্ট করেন ওরহান । সেখান থেকেই ছবিগুলি এখন ভাইরাল সোশালে । ঈশার হাতে এদিন ছিল একটি ছোট্ট ব্যাগ ৷ আর সেটা এসেছে 2012 প্যারিস বম্বে কালেকশন থেকে ৷ এদিনের এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেতা তথা প্রযোজক লা লা অ্যান্তোনি, লেখক ডেরেক ব্লাসবার্গ এবং সাটারডে নাইট লাইভ-এর চোল ফাইনম্যান ।

নIsha Ambani in Met Gala
ঈশার এদিনের পোশাকে শাড়ির পাশাপাশি রয়েছে গাউনের ছোঁয়াও

মেট গালার এবারের থিম 'কার্ল লেজারফেল্ড: এ লাইন অফ বিউটি' । প্রসঙ্গত, লেজারফেল্ড ছিলেন একজন বিখ্যাত বিদেশি ডিজাইনার । 2019 সালে 85 বছর বয়সে প্রয়াত হন এই প্রবাদপ্রতীম শিল্পী । তাঁর এই কাজের প্রতি সম্মান জানাতেই এই বছর মেট গালায় এই থিমটি বেছে নেওয়া হয়েছিল । এদিন ঈশাও তাঁর পোশাকের মাধ্যমে সম্মান জানালেন এই কিংবদন্তিকেই ৷ ঈশা অবশ্য এই ধরনের ফ্যাশন নাইটে ভীষণ পরিচিত মুখ । এর আগেও তিনি অনুরাগীদের মুগ্ধ করেছেন আর তিনি নজর কাড়লেন এবারও ।

আরও পড়ুন: ঠিক যেন শ্বেতপরী, মেট গালার লাল গালিচায় আত্মপ্রকাশে মুগ্ধ করলেন আলিয়া!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.