হায়দরাবাদ, 24 মে: পুষ্পা: দ্য রাইজ-এর ব্লকবাস্টার সাফল্যের পর পুষ্পা 2: দ্য রুলের জন্য জোরকদমে প্রস্তুতি চলছে দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনের ৷ তাঁর জন্মদিনে টিজারটি উন্মোচন করার পর থেকেই এই ছবি নিয়ে সম্পূর্ণ নতুন আলোচনা শুরু হয়েছে । সুকুমারের পরিচালনায় সফল ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তির মুক্তির তারিখ নিয়ে দর্শকদের মধ্যে অনেক প্রত্যাশা এবং বিভ্রান্তি তৈরি হয়েছে । একটি প্রতিবেদন অনুসারে জানা যাচ্ছে যে, 2024 সালের মে মাসের আগে পুষ্পা 2 মুক্তি পাচ্ছে না ।
প্রোডাকশনের ঘনিষ্ঠ একটি সূত্র প্রকাশ করেছে, "সুকুমার তাঁর নির্ভুল কাজের জন্য পরিচিত, এবং দর্শকরা যাতে বড় পর্দায় সর্বোত্তম সম্ভাব্য সিনেমাটি উপভোগ করতে পারেন, তা নিশ্চিত করার জন্য তিনি তাঁর ক্ষমতার মধ্যে সমস্ত কিছু করছেন । তাই, 2023 সালের ডিসেম্বর মাসের মধ্যে পুষ্পা 2 মুক্তির কোনও সম্ভাবনা নেই । সুকুমার তাড়াহুড়ো করতে চান না ৷ ফলে প্রযোজকরা 2024 সালের মে বা তার পরে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন । মে থেকে জুলাইয়ের মধ্যে সময়টিকে ছবি মুক্তির উইন্ডো হিসাবে বেছে নেওয়া হয়েছে । তবে মে মাসের আগে মুক্তি পাবে না এই ছবি ।"
অল্লু অর্জুনের পুষ্পা 2-এর জন্য প্রত্যাশা: বিশ্বব্যাপী প্রথম কিস্তিতে দুরন্ত সাড়া পাওয়ার পর পুষ্পা 2 নিয়ে প্রত্যাশা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে । সুকুমারের সহযোগিতায় মিথ্রি মুভি মেকার্স দ্বারা প্রযোজিত প্যান-ইন্ডিয়া ফিল্মটিতে ফাহাদ ফাসিলকে ভানওয়ার সিং শেখাওয়াত এবং রশ্মিকা মান্দানাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ।
এছাড়াও সুপারস্টার আল্লু অর্জুন সম্প্রতি জানিয়েছেন যে, প্রযোজক ভূষণ কুমারের সঙ্গে একটি চলচ্চিত্রে কাজ করছেন তিনি ৷ যার নাম এখনও ঠিক হয়নি ৷ সেই ছবির পরিচালনা করবেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা । আদিত্য ধরের দ্য ইমর্টাল অশ্বত্থামার জন্যও আল্লু অর্জুনের নাম নিয়ে চর্চা চলছে ৷ প্রাথমিক আলোচনা ভালো হয়েছে এবং আল্লুর স্ক্রিপ্ট পছন্দ হয়েছে বলে জানা গিয়েছে ৷ তবে তিনি এখনও এই ছবির বিষয়ে কোনও সিদ্ধান্ত নেননি ।
আরও পড়ুন: 'বাংলাতেই ছবি ব্যান, মুম্বইয়ে মান সম্মান গিয়েছে', বললেন 'দ্য কেরালা স্টোরি'র সঙ্গীত পরিচালক বিশাখ