ETV Bharat / entertainment

Thalapathy Vijay: শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বিজয় ? পরিচালকের পোস্টে জারি জল্পনা - jawan movie news

'জওয়ান' ছবিতে শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বিজয়ও (Is Thalapathy Vijay part of Shah Rukh Khan Jawan) ? পরিচালকের পোস্ট দেখে তেমনই অনুমান ভক্তদের ৷

Thalapathy Vijay
'জওয়ান' ছবিতে শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বিজয়ও?
author img

By

Published : Sep 23, 2022, 8:14 PM IST

মুম্বই, 23 সেপ্টেম্বর: তাঁর আগামী ছবি 'জওয়ান' নিয়েই এখন সবচেয়ে বেশি চর্চায় রয়েছেন শাহরুখ খান ৷ এই ছবিতে তিনি স্ক্রিনশেয়ার করবেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারার সঙ্গে ৷ পরিচালক অ্য়াটলির মশালাদার এই ছবিতে পুরোপুরি অ্যাকশন মুডে ধরা দেবেন কিং খান ৷ তাঁর এই ছবিতে কি থাকছেন দক্ষিণী স্টার থালাপতি বিজয়ও ? এমনই চর্চা শুরু হয়েছে অভিনেতা সাম্প্রতিক একটি পোস্ট ঘিরে ৷

শনিবার অ্য়াটলি তাঁর জন্মদিনের একটি মুহূর্ত শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷ সেখানে দুই সুপারস্টারকেই দেখা গিয়েছে তাঁর পাশে (Thalapathy Vijay moves to Bollywood) ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "আমার জন্মদিনে আমি আর কী চাইতে পারি ! দুই স্তম্ভের সঙ্গে সর্বকালের সেরা জন্মদিন । আমার প্রিয় শাহরুখ স্য়ার এবং বিজয় (Atlee latest post leaves fans curious )৷"

তাঁর এই পোস্ট থেকেই শুরু হয়েছে তবে কি 'জওয়ান' ছবিতে শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বিজয়ও (Is Thalapathy Vijay part of Shah Rukh Khan Jawan) ? কারণ আগেই জানা গিয়েছিল, এই ছবিতে কিং খানের বিপরীতে কোনও একজন দাপুটে অভিনেতাকে খুঁজছেন পরিচালক (Telugu star Thalapathy Vijay news)৷ নাম এসেছিল বিজয় সেতুপতিরও ৷ ছবিতে কিং খানের ফার্স্ট লুক ইতিমধ্যেই বেশ শোরগোল ফেলেছে ৷

অন্যদিকে শাহরুখ এখন চর্চায় রয়েছেন তাঁর আগামী ছবি 'পাঠান'-এর জন্যও ৷ বেশ কয়েক বছরের লম্বা বিরতির পর এই ছবির হাত ধরেই পর্দায় ফিরছেন তিনি ৷ এছাড়া তাঁর অন্য দুটি ছবি 'জওয়ান' এবং 'ডাঙ্কি'রও শ্য়ুটিং চলছে ৷

আরও পড়ুন: নুপুরের সঙ্গে বাগদান সারলেন আমির কন্যা ইরা

এরই মাঝে অবশ্য আর মাধবনের শেষ ছবি 'রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট'-এও ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে তাঁকে ৷ নিজের নামেই ছবিতে 'ক্য়ামিও অ্যাপিয়ারেন্স' করেছেন তিনি ৷ 'ব্রহ্মাস্ত্র' ছবিতেও তাঁর একটি ক্যামিও রয়েছে ৷ তবে সকলেই অপেক্ষা করে আছেন তাঁর আগামী ছবি 'পাঠান'-এর জন্য় ৷ অন্যদিকে, 'ডাঙ্কি' নিয়েও উৎসাহ তুঙ্গে ৷ তার প্রধান কারণ, এই প্রথমবার রাজকুমার হিরানির ছবিতে কাজ করছেন কিং খান ৷

মুম্বই, 23 সেপ্টেম্বর: তাঁর আগামী ছবি 'জওয়ান' নিয়েই এখন সবচেয়ে বেশি চর্চায় রয়েছেন শাহরুখ খান ৷ এই ছবিতে তিনি স্ক্রিনশেয়ার করবেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারার সঙ্গে ৷ পরিচালক অ্য়াটলির মশালাদার এই ছবিতে পুরোপুরি অ্যাকশন মুডে ধরা দেবেন কিং খান ৷ তাঁর এই ছবিতে কি থাকছেন দক্ষিণী স্টার থালাপতি বিজয়ও ? এমনই চর্চা শুরু হয়েছে অভিনেতা সাম্প্রতিক একটি পোস্ট ঘিরে ৷

শনিবার অ্য়াটলি তাঁর জন্মদিনের একটি মুহূর্ত শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷ সেখানে দুই সুপারস্টারকেই দেখা গিয়েছে তাঁর পাশে (Thalapathy Vijay moves to Bollywood) ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "আমার জন্মদিনে আমি আর কী চাইতে পারি ! দুই স্তম্ভের সঙ্গে সর্বকালের সেরা জন্মদিন । আমার প্রিয় শাহরুখ স্য়ার এবং বিজয় (Atlee latest post leaves fans curious )৷"

তাঁর এই পোস্ট থেকেই শুরু হয়েছে তবে কি 'জওয়ান' ছবিতে শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বিজয়ও (Is Thalapathy Vijay part of Shah Rukh Khan Jawan) ? কারণ আগেই জানা গিয়েছিল, এই ছবিতে কিং খানের বিপরীতে কোনও একজন দাপুটে অভিনেতাকে খুঁজছেন পরিচালক (Telugu star Thalapathy Vijay news)৷ নাম এসেছিল বিজয় সেতুপতিরও ৷ ছবিতে কিং খানের ফার্স্ট লুক ইতিমধ্যেই বেশ শোরগোল ফেলেছে ৷

অন্যদিকে শাহরুখ এখন চর্চায় রয়েছেন তাঁর আগামী ছবি 'পাঠান'-এর জন্যও ৷ বেশ কয়েক বছরের লম্বা বিরতির পর এই ছবির হাত ধরেই পর্দায় ফিরছেন তিনি ৷ এছাড়া তাঁর অন্য দুটি ছবি 'জওয়ান' এবং 'ডাঙ্কি'রও শ্য়ুটিং চলছে ৷

আরও পড়ুন: নুপুরের সঙ্গে বাগদান সারলেন আমির কন্যা ইরা

এরই মাঝে অবশ্য আর মাধবনের শেষ ছবি 'রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট'-এও ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে তাঁকে ৷ নিজের নামেই ছবিতে 'ক্য়ামিও অ্যাপিয়ারেন্স' করেছেন তিনি ৷ 'ব্রহ্মাস্ত্র' ছবিতেও তাঁর একটি ক্যামিও রয়েছে ৷ তবে সকলেই অপেক্ষা করে আছেন তাঁর আগামী ছবি 'পাঠান'-এর জন্য় ৷ অন্যদিকে, 'ডাঙ্কি' নিয়েও উৎসাহ তুঙ্গে ৷ তার প্রধান কারণ, এই প্রথমবার রাজকুমার হিরানির ছবিতে কাজ করছেন কিং খান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.