ETV Bharat / entertainment

ইরানি ফিল্ম এন্ডলেস বর্ডারসের ঝুলিতে গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড, সেরা ওটিটি সিরিজ পঞ্চায়েত 2

Golden Peacock Award: 54তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড পেল আব্বাস আমিনি পরিচালিত ইরানি চলচ্চিত্র এন্ডলেস বর্ডারস ৷ সেরা ওটিটি সিরিজের খেতাব গেল পঞ্চায়েত সিজন 2-এর ঝুলিতে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 29, 2023, 8:24 PM IST

Golden Peacock award
গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড

হায়দরাবাদ, 29 নভেম্বর: ভারতের 54তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ফিল্মের পুরস্কার পেল এন্ডলেস বর্ডারস ৷ গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড নিজের ঝুলিতে ভরেছে এই ইরানি সিনেমা ৷ গোয়ায় অনুষ্ঠিত হচ্ছে ভারতের 54তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ৷ সেখানে মঙ্গলবার আব্বাস আমিনি পরিচালিত এই সিনেমা গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড পায় ৷ তবে গোল্ডেন পিকক অ্যাওয়ার্ডের দৌড়ে ছিল মোট 15টি সিনেমা ৷ তার মধ্যে তিনটি ছিল ভারতীয় ফিল্ম কান্তারা, সানা এবং মিরবীন ৷ এইসব সিনেমাগুলিকে হারিয়ে ইরানি ফিল্ম এন্ডলেস বর্ডারস সেরার শিরোপা পেয়েছে ৷

বিশ্বব্যাপী শ্রেষ্ঠ চলচ্চিত্রকে গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড ভূষিত করা হয় ৷ সকল ফিল্ম নির্মাতা এই সম্মান পেতে চান । তবে জুরি মেম্বাররা অনেক বেছে 15টি সিনেমাকে পুরস্থার পাওয়ার যোগ্যের তালিকায় রেখেছিলেন ৷ গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড জুরি মোম্বারদের একটি বিশেষ প্যানেল রয়েছে ৷ যেখানে সিনেমা শিল্পের সঙ্গে জড়িত সম্মানিত ব্যক্তিত্বরা রয়েছেন, যেমন স্প্যানিশ চিত্রগ্রাহক হোসে লুইস আলকেইন, ফরাসি সিনেমার প্রযোজক জেরোম পাইলার্ড এবং ক্যাথরিন ডুসার্ট, অস্ট্রেলিয়ান প্রযোজক হেলেন লিক এবং ভারতীয় চলচ্চিত্র নির্মাতা এবং জুরির চেয়ারপার্সন শেখর কাপুর ৷

গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড বিজয়ী:

স্ট্যান্ডআউট চলচ্চিত্রগুলির মধ্যে আব্বাস আমিনি পরিচালিত এন্ডলেস বর্ডারস সর্বব্যাপী বিপদকে তুলে ধরে দর্শকের মন জয় করে । আফগানিস্তানে তালিবানের উত্থানের পর জাতিগত ও উপজাতীয় সংঘাতের দিকটি এই চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে । আহমদ একজন নির্বাসিত ইরানী শিক্ষক ৷ যিনি আফগানিস্তানের এক হাজারা পরিবারের সঙ্গে একটি বন্ধন গড়ে তোলেন ৷ এই অঞ্চলে কুসংস্কার এবং গোঁড়ামিবাদের কঠোর বাস্তবতা তিনি সামনে আনেন ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

সেরা ওটিটি পুরস্কার:

চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে সেরা ওটিটি পুরস্কার দেওয়া হয় পঞ্চায়েত সিজন 2'কে । প্রথম ও দ্বিতীয় দুটি পঞ্চায়েতের সিজনই দেশবাসীর মন জয় করে ৷ প্রথম সিজনের গল্প এগিয়ে দ্বিতীয়তে ফুলেরা গ্রামের সেক্রেটারি হিসাবে অভিষেককে (জিতেন্দ্র কুমার) দেখা যায় । এই ওটিটি সিরিজ তার আকর্ষক কাহিনী এবং অভিনয়ের জন্য সমালোচক এবং দর্শক উভয়ের কাছ থেকে প্রচুর প্রশংসা কুড়িয়েছে ।

আরও পড়ুন:

  1. আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শিশুদের সেরা পাঁচ ছবি, জায়গা পেল রাজা সেনের 'দামু'
  2. গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেল অর্জুন দত্ত'র 'ডিপফ্রিজ'
  3. শুরু হল 54তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ভারতীয় সিনেমা পুরস্কার পাচ্ছেন মাধুরী

হায়দরাবাদ, 29 নভেম্বর: ভারতের 54তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ফিল্মের পুরস্কার পেল এন্ডলেস বর্ডারস ৷ গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড নিজের ঝুলিতে ভরেছে এই ইরানি সিনেমা ৷ গোয়ায় অনুষ্ঠিত হচ্ছে ভারতের 54তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ৷ সেখানে মঙ্গলবার আব্বাস আমিনি পরিচালিত এই সিনেমা গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড পায় ৷ তবে গোল্ডেন পিকক অ্যাওয়ার্ডের দৌড়ে ছিল মোট 15টি সিনেমা ৷ তার মধ্যে তিনটি ছিল ভারতীয় ফিল্ম কান্তারা, সানা এবং মিরবীন ৷ এইসব সিনেমাগুলিকে হারিয়ে ইরানি ফিল্ম এন্ডলেস বর্ডারস সেরার শিরোপা পেয়েছে ৷

বিশ্বব্যাপী শ্রেষ্ঠ চলচ্চিত্রকে গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড ভূষিত করা হয় ৷ সকল ফিল্ম নির্মাতা এই সম্মান পেতে চান । তবে জুরি মেম্বাররা অনেক বেছে 15টি সিনেমাকে পুরস্থার পাওয়ার যোগ্যের তালিকায় রেখেছিলেন ৷ গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড জুরি মোম্বারদের একটি বিশেষ প্যানেল রয়েছে ৷ যেখানে সিনেমা শিল্পের সঙ্গে জড়িত সম্মানিত ব্যক্তিত্বরা রয়েছেন, যেমন স্প্যানিশ চিত্রগ্রাহক হোসে লুইস আলকেইন, ফরাসি সিনেমার প্রযোজক জেরোম পাইলার্ড এবং ক্যাথরিন ডুসার্ট, অস্ট্রেলিয়ান প্রযোজক হেলেন লিক এবং ভারতীয় চলচ্চিত্র নির্মাতা এবং জুরির চেয়ারপার্সন শেখর কাপুর ৷

গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড বিজয়ী:

স্ট্যান্ডআউট চলচ্চিত্রগুলির মধ্যে আব্বাস আমিনি পরিচালিত এন্ডলেস বর্ডারস সর্বব্যাপী বিপদকে তুলে ধরে দর্শকের মন জয় করে । আফগানিস্তানে তালিবানের উত্থানের পর জাতিগত ও উপজাতীয় সংঘাতের দিকটি এই চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে । আহমদ একজন নির্বাসিত ইরানী শিক্ষক ৷ যিনি আফগানিস্তানের এক হাজারা পরিবারের সঙ্গে একটি বন্ধন গড়ে তোলেন ৷ এই অঞ্চলে কুসংস্কার এবং গোঁড়ামিবাদের কঠোর বাস্তবতা তিনি সামনে আনেন ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

সেরা ওটিটি পুরস্কার:

চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে সেরা ওটিটি পুরস্কার দেওয়া হয় পঞ্চায়েত সিজন 2'কে । প্রথম ও দ্বিতীয় দুটি পঞ্চায়েতের সিজনই দেশবাসীর মন জয় করে ৷ প্রথম সিজনের গল্প এগিয়ে দ্বিতীয়তে ফুলেরা গ্রামের সেক্রেটারি হিসাবে অভিষেককে (জিতেন্দ্র কুমার) দেখা যায় । এই ওটিটি সিরিজ তার আকর্ষক কাহিনী এবং অভিনয়ের জন্য সমালোচক এবং দর্শক উভয়ের কাছ থেকে প্রচুর প্রশংসা কুড়িয়েছে ।

আরও পড়ুন:

  1. আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শিশুদের সেরা পাঁচ ছবি, জায়গা পেল রাজা সেনের 'দামু'
  2. গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেল অর্জুন দত্ত'র 'ডিপফ্রিজ'
  3. শুরু হল 54তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ভারতীয় সিনেমা পুরস্কার পাচ্ছেন মাধুরী
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.