ETV Bharat / entertainment

লুঙ্গি ডান্সে স্টেজ মাতালেন নূপুর, মেহেন্দি সেরেমনিতে নজর কাড়ল ইরার লুক - নূপুর শিখরে

Aamir Khan's daughter wedding: বুধবার সামাজিক নিয়ম মেনে চার হাত এক হতে চলেছে ইরা খান ও নূপুর শিখরের ৷ কেমন চলছে বিয়ের আয়োজন, সোশাল মিডিয়ায় ভাইরাল বিয়ের অন্দরমহলের ছবি ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 9, 2024, 5:18 PM IST

হায়দরাবাদ, 9 জানুয়ারি: রেজিস্ট্রি বিয়ে করতে গিয়েছিলেন জিমের পোশাক পরে এবার লুঙ্গি পরে বিয়ের নাচে মাতলেন আমির খানের জামাই নূপুর শিখরে ৷ সাদা কুর্তা আর লুঙ্গি পরে নূপুরের 'লুঙ্গি ডান্স' ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ পাশাপাশি, প্রকাশ্যে আসে মেহেন্দি সেরেমনির নানা ছবি ৷

3 জানুয়ারি আমির-কন্যা ইরা ও নূপুর রেজিস্ট্রি সেরেই উড়ে যান রাজস্থানের উদয়পুরে ৷ যেখানে পরিবার-পরিজনদের সামনে সামাজিক বিয়ের রীতিনীতি মেনে চারহাত এক হবে ইরা-নূপুরের ৷ সোমবার থেকেই সেজে উঠেছে তাজ আরাভলি রিসর্ট ৷ এইদিন রাতে ছিল পাজামা পার্টি ৷ সেখানেই সকলকে চমকে দেয় পাত্রপক্ষ ৷

আমির খানের জামাই নূপুর-সহ তাঁর বন্ধুরা অনুষ্ঠান ঘরে প্রবেশ করেন পরনে ধূসর রঙের লুঙ্গি ও সাদা কুর্দা পরে ৷ অন্যদিকে, পাত্রীপক্ষকে দেখা যায় ধূসর রঙের নাইট স্যুটসে ৷ পার্টি চলাকালীন একের পর এক মরাঠি, পাঞ্জাবি গান ও বলিউড গানের তালে কোমর দোলান ইরা-নূপুর ৷ সেখানেই নূপুরের 'লুঙ্গি ডান্স' মন কাড়ে সকলের ৷ কয়েক সেকেন্ডের সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় মুহূর্তে ছড়িয়ে পড়ে ৷ আমিরের জামাইয়ের এমন শাহরুখপ্রীতি দেখে মুগ্ধ নেটিজেনরাও ৷

অন্যদিকে, ইরার মেহেন্দি ভিডিয়োও আসে প্রকাশ্যে ৷ মা রীনা দত্তর সঙ্গে মেয়ে ইরার বিশেষ ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেন মেক-আপ আর্টিস্ট কোলিন খান আফনসো ৷ ছবিতে দেখা যায়, ইরা মেহেন্দির জন্য তৈরি হয়ে গিয়েছেন ৷ তৈরি মা রীনাও ৷ এরপর মায়ের গালে মিষ্টি চুমু এঁকে দেয় ইরা ৷ এদিন ইরার পরনে ছিল ঘিয়ে রঙের গাউন ৷ মা রীনা পরেছিলেন ক্রিম ও পিঙ্কের সংমিশ্রনে ডিজাইনার শাড়ি ৷

উল্লেখ্য, আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও ইরা-নূপুরের ডিনার পার্টিতে ইংরেজি গানে মন কাড়েন উপস্থিত সকলের ৷ কিরণের অজানা ট্যালেন্ট দেখে অবাক নেটিজেনরাও ৷ মঙ্গলবার সন্ধেয় হবে সঙ্গীত সেরেমনি ৷ 10 তারিখ অর্থাৎ, বুধবার হবে বিয়ে ৷ বিকেল চারটে নাগাদ বিয়ে হবে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন:

1. পাঁচ দশক পর ছোটপ্রদায় 'স্বয়ংসিদ্ধা', চণ্ডী-গোবিন্দর চরিত্রে কারা ?

2. অনুরাগীদের মৃত্যুতে শোকস্তব্ধ যশ, পরিবারের পাশে দাঁড়ালেন 'নায়ক'

3. চিকিৎসায় দিচ্ছেন না সাড়া, সংকটজনক রশিদ খান

হায়দরাবাদ, 9 জানুয়ারি: রেজিস্ট্রি বিয়ে করতে গিয়েছিলেন জিমের পোশাক পরে এবার লুঙ্গি পরে বিয়ের নাচে মাতলেন আমির খানের জামাই নূপুর শিখরে ৷ সাদা কুর্তা আর লুঙ্গি পরে নূপুরের 'লুঙ্গি ডান্স' ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ পাশাপাশি, প্রকাশ্যে আসে মেহেন্দি সেরেমনির নানা ছবি ৷

3 জানুয়ারি আমির-কন্যা ইরা ও নূপুর রেজিস্ট্রি সেরেই উড়ে যান রাজস্থানের উদয়পুরে ৷ যেখানে পরিবার-পরিজনদের সামনে সামাজিক বিয়ের রীতিনীতি মেনে চারহাত এক হবে ইরা-নূপুরের ৷ সোমবার থেকেই সেজে উঠেছে তাজ আরাভলি রিসর্ট ৷ এইদিন রাতে ছিল পাজামা পার্টি ৷ সেখানেই সকলকে চমকে দেয় পাত্রপক্ষ ৷

আমির খানের জামাই নূপুর-সহ তাঁর বন্ধুরা অনুষ্ঠান ঘরে প্রবেশ করেন পরনে ধূসর রঙের লুঙ্গি ও সাদা কুর্দা পরে ৷ অন্যদিকে, পাত্রীপক্ষকে দেখা যায় ধূসর রঙের নাইট স্যুটসে ৷ পার্টি চলাকালীন একের পর এক মরাঠি, পাঞ্জাবি গান ও বলিউড গানের তালে কোমর দোলান ইরা-নূপুর ৷ সেখানেই নূপুরের 'লুঙ্গি ডান্স' মন কাড়ে সকলের ৷ কয়েক সেকেন্ডের সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় মুহূর্তে ছড়িয়ে পড়ে ৷ আমিরের জামাইয়ের এমন শাহরুখপ্রীতি দেখে মুগ্ধ নেটিজেনরাও ৷

অন্যদিকে, ইরার মেহেন্দি ভিডিয়োও আসে প্রকাশ্যে ৷ মা রীনা দত্তর সঙ্গে মেয়ে ইরার বিশেষ ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেন মেক-আপ আর্টিস্ট কোলিন খান আফনসো ৷ ছবিতে দেখা যায়, ইরা মেহেন্দির জন্য তৈরি হয়ে গিয়েছেন ৷ তৈরি মা রীনাও ৷ এরপর মায়ের গালে মিষ্টি চুমু এঁকে দেয় ইরা ৷ এদিন ইরার পরনে ছিল ঘিয়ে রঙের গাউন ৷ মা রীনা পরেছিলেন ক্রিম ও পিঙ্কের সংমিশ্রনে ডিজাইনার শাড়ি ৷

উল্লেখ্য, আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও ইরা-নূপুরের ডিনার পার্টিতে ইংরেজি গানে মন কাড়েন উপস্থিত সকলের ৷ কিরণের অজানা ট্যালেন্ট দেখে অবাক নেটিজেনরাও ৷ মঙ্গলবার সন্ধেয় হবে সঙ্গীত সেরেমনি ৷ 10 তারিখ অর্থাৎ, বুধবার হবে বিয়ে ৷ বিকেল চারটে নাগাদ বিয়ে হবে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন:

1. পাঁচ দশক পর ছোটপ্রদায় 'স্বয়ংসিদ্ধা', চণ্ডী-গোবিন্দর চরিত্রে কারা ?

2. অনুরাগীদের মৃত্যুতে শোকস্তব্ধ যশ, পরিবারের পাশে দাঁড়ালেন 'নায়ক'

3. চিকিৎসায় দিচ্ছেন না সাড়া, সংকটজনক রশিদ খান

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.