তিরুবনন্তপুরম, 9 ডিসেম্বর: মৃত নিরীহ শিশু-মহিলা-সহ যুদ্ধে বিধ্বস্ত প্যালেস্তাইনের প্রতি সমবেদনা জানান হল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে । 28তম কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হল 'মানবিক সংকটে' চলা গাজার প্রতি সহমর্মিতা জানিয়ে ৷ ভার্চুয়ালি চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ৷ এদিন মুখ্যমন্ত্রী বিজয়ন বলেন, "যুদ্ধ বিধ্বস্ত গাজার প্রতিটা মানুষের প্রতি রইল আমাদের সমবেদনা ৷ যাঁরা বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন, তাঁদের পাশে আমরা ৷" পাশাপাশি তিনি ঘোষণা করেন, 'স্পিরিট অফ সিনেমা' পুরস্কার বিজেতার নাম ৷ কেনিয়ার পরিচালক-লেখক ওয়ানুরি কাহিউকে এই পুরস্কার প্রদান করা হয় ৷ মুখ্যমন্ত্রী জানান, যে দেশে স্বাধীনতা ও মতপ্রকাশের জন্য সংগ্রাম করে, তাদের সমর্থন করার জন্য এই রাজ্য অঙ্গীকারবদ্ধ ৷
-
The Chief Minister, Shri. Pinarayi Vijayan virtually inaugurated #28thIFFK. Shri. Saji Cherian, Minister of Fisheries, Cultural and Youth Affairs presided over the event. #IFFK #28IFFK #IFFK2023 pic.twitter.com/YLUIEY98PS
— International Film Festival of Kerala (@iffklive) December 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The Chief Minister, Shri. Pinarayi Vijayan virtually inaugurated #28thIFFK. Shri. Saji Cherian, Minister of Fisheries, Cultural and Youth Affairs presided over the event. #IFFK #28IFFK #IFFK2023 pic.twitter.com/YLUIEY98PS
— International Film Festival of Kerala (@iffklive) December 8, 2023The Chief Minister, Shri. Pinarayi Vijayan virtually inaugurated #28thIFFK. Shri. Saji Cherian, Minister of Fisheries, Cultural and Youth Affairs presided over the event. #IFFK #28IFFK #IFFK2023 pic.twitter.com/YLUIEY98PS
— International Film Festival of Kerala (@iffklive) December 8, 2023
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সংস্কৃতি মন্ত্রী সাজি চেরিয়ান ৷ কেরালার নিশাগান্ধি ওপেন এয়ার অডিটোরিয়ামে চলচ্চিত্র উৎসবের শুভ উদ্বোধন হয় ৷ সেখানেই ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী বিজয়ন বলেন, "কেনিয়ার ইতিহাস মাউ মাউ সংগ্রামে সমৃদ্ধ, ঔপনিবেশিক বিরোধী আন্দোলনের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ বিদ্রোহ ছিল। এই রাষ্ট্রের প্রতি যাঁরা অত্যাচার চালিয়েছিল, তাঁরা দেশ ছেড়ে গেলেও ঔপনিবেশিকতার অবশিষ্টাংশ এখনও সেই ভূখণ্ডে রয়ে গিয়েছে। ওয়ানুরি কাহিউ, একজন পরিচালক ও লেখক হিসেবে সমাজের সবরকম ট্যাবু ও চ্যালেঞ্জকে গ্রহণ করে রাষ্ট্রের জন্য ও জনসাধারণের সচেতনতার জন্য সিনেমা তৈরি করে গিয়েছেন ৷ বই লিখেছেন ৷" তাঁর এই কৃতি কর্মের জন্যই কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কেনিয়ার পরিচালক-লেখক ওয়ানুরি কাহিউকে 'স্পিরিট অফ সিনেমা' পুরস্কারে সম্মানিত করা হয় ৷ তাঁর হাতে পুরস্কার তুলে দেন মেয়র আর্য রাজেন্দ্রন ৷
-
Nana Patekar lights up the lantern, symbolizing brilliance and artistry at the #28thIFFK. A moment of cinematic illumination! 🎥✨
— International Film Festival of Kerala (@iffklive) December 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
#NanaPatekar #IFFK2023 #IFFK #28IFFK pic.twitter.com/F9LmTUtz70
">Nana Patekar lights up the lantern, symbolizing brilliance and artistry at the #28thIFFK. A moment of cinematic illumination! 🎥✨
— International Film Festival of Kerala (@iffklive) December 8, 2023
#NanaPatekar #IFFK2023 #IFFK #28IFFK pic.twitter.com/F9LmTUtz70Nana Patekar lights up the lantern, symbolizing brilliance and artistry at the #28thIFFK. A moment of cinematic illumination! 🎥✨
— International Film Festival of Kerala (@iffklive) December 8, 2023
#NanaPatekar #IFFK2023 #IFFK #28IFFK pic.twitter.com/F9LmTUtz70
উৎসবের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা নানা পাটেকর ৷ সিনেমা নিয়ে নিজের বক্তব্য রাখার পাশাপাশি মালয়ালাম ছবিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন অভিনেতা ৷ সিনেপ্রেমীদের জন্য এই চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে 8 ডিসেম্বর ৷ চলবে 15 ডিসেম্বর পর্যন্ত ৷ এই আট দিনে 81টি দেশের 175টি সিনেমা দেখানো হবে ৷ প্রায় 12 হাজার ডেলিগেটস আসার কথা পুরো চলচ্চিত্র উৎসবকে কেন্দ্র করে ৷ সুদানের কানস ফিল্ম ফেস্টিভ্যালে নির্বাচিত প্রথম ছবি গুড বাই জুলিয়া দিয়ে এই সিনে উৎসব শুরু হয়েছে ৷
-
A massive audience gathered for the screening of the opening film 'Goodbye Julia' at the #28thIFFK, setting the stage for excitement on the inaugural day.
— International Film Festival of Kerala (@iffklive) December 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
#IFFK #28IFFK #IFFK2023 pic.twitter.com/pX1HBWzQYq
">A massive audience gathered for the screening of the opening film 'Goodbye Julia' at the #28thIFFK, setting the stage for excitement on the inaugural day.
— International Film Festival of Kerala (@iffklive) December 8, 2023
#IFFK #28IFFK #IFFK2023 pic.twitter.com/pX1HBWzQYqA massive audience gathered for the screening of the opening film 'Goodbye Julia' at the #28thIFFK, setting the stage for excitement on the inaugural day.
— International Film Festival of Kerala (@iffklive) December 8, 2023
#IFFK #28IFFK #IFFK2023 pic.twitter.com/pX1HBWzQYq
পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ঔপনিবেশিক বিরোধী ঘটনাকে কেন্দ্র করে সাতটি ছবি দেখানো হবে এই চলচ্চিত্র উৎসবে ৷ আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে রয়েছে 14টি ছবি । অন্যদিকে, 12টি ছবি 'মালয়লম টুডে' বিভাগে দেখানো হবে ৷ প্রখ্যাত পোলিশ পরিচালক ক্রজিসটফ জানুসিকে এই চলচ্চিত্র উৎসবে সম্মানিত করা হবে 'লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড' দিয়ে ৷ রেস্ট্রোস্পেকটিভ বিভাগে দেখানো হবে পরিচালক ক্রজিসটফের বেশ কিছু ছবি ৷ 'কান্ট্রি ফোকাস' সেকশনে দেখানো হবে কিউবার 6টি ছবি ৷ প্রতিযোগিতায় যে ছবি 'সুবর্ণ চকোরাম' পুরস্কার জিতবে, তাঁর হাতে তুলে দেওয়া হবে 20 লাখ টাকা ৷
আরও পড়ুন:
2. মৃণাল সেনকে নিয়ে বিশেষ প্রদর্শনী নন্দনে, 'দ্য ম্যাভেরিক' দেখতে ভিড় আমজনতার
3. অস্ট্রেলিয়ার ছবি ঘিরে সিনেপ্রেমীদের উচ্ছ্বাস, কিফে বিশেষ নজরে 'মাই নেম ইজ গুলপিলিল' তথ্যচিত্র