ETV Bharat / entertainment

Rabindra Sangeet by Indrani Sen: বহুদিন পর বাংলা ছবিতে রবীন্দ্র সঙ্গীত গাইলেন ইন্দ্রাণী, আসছে 'চরকি' - ফের একবার ছবির জন্য় গাইলেন ইন্দ্রাণী সেন

বহুদিন পর আবার 'চরকি'র হাত ধরে ছবির জন্য় রবীন্দ্র সঙ্গীত গাইলেন ইন্দ্রাণী সেন (Indrani Sen) ৷ খুব তাড়াতাড়ি আসছে এই ওয়েব ফিল্ম ৷

Rabindra Sangeet by Indrani Sen
ফের একবার ছবির জন্য় গাইলেন ইন্দ্রাণী সেন
author img

By

Published : Mar 29, 2023, 10:38 PM IST

কলকাতা, 29 মার্চ: মা ও তাঁর সন্তানের ভালোবাসার টানাপোড়নের গল্প বলতে আসছে ওয়েব ফিল্ম 'চরকি' । স্বভূমি এন্টারটেনমেন্টের ব্যানারে ডঃ প্রবীর ভৌমিকের প্রযোজনায় আসতে চলেছে এই ছবি ৷ ছবিটির পরিচালনার দায়িত্বে রয়ছেন তুহিন সিনহা । আর এই 'চরকি'র হাত ধরেই বহুদিন পর কোনও ছবির জন্য রবীন্দ্র সঙ্গীত গাইলেন ইন্দ্রাণী সেন ।

ইদানিংকালে ওয়েব সিরিজ কিংবা ওয়েব ফিল্ম মানেই টানটান উত্তেজনা, রহস্য রোমাঞ্চে ঠাসা থ্রিলার । বেশির ক্ষেত্রেই এই ধরনের গল্পই বেছে নেন পরিচালকরা ৷ তবে সেখানে দাঁড়িয়ে পরিচালক তুহিন সিনহা সম্পর্কের টানাপোড়নের গল্প নিয়ে দর্শকের মাঝে হাজির হতে চলেছেন । তাই ছবি নিয়ে আগ্রহ তো রয়েছেই দর্শক মহলে ৷ আর 'চেরি অন দ্য টপ' হতে চলেছে ইন্দ্রাণীর গান (Rabindra Sangeet by Indrani Sen in Film Charki) ৷

ছবির গল্পের দিকে তাকালে দেখা যাবে, একজন বছর চল্লিশের ছেলের সঙ্গে বিয়ে হয় বেশ কমবয়সি একটি মেয়ের । যে অভিনেত্রী হতে চেয়েছিল, যে তার কেরিয়ারটাকেই প্রাধান্য দিতে চেয়েছিল। সে মা হতে চায়নি কখনও। আবার পরে সেই মেয়েই মা হওয়ার জন্য কাকুতি মিনতি করতে থাকে ।
সৌমিত্র কুণ্ডুর সঙ্গীতায়োজনে ইন্দ্রাণী সেনের কন্ঠে দর্শক আবার বহুদিন পর রবীন্দ্রসঙ্গীত উপহার পাবে এই 'চরকি' নামের ওয়েব ফিল্মে ।

Rabindra Sangeet by Indrani Sen
খরাজকে এখানে দেখা যাবে একজন ডাক্তারের চরিত্রে

হাসির রাজা খরাজ মুখোপাধ্যায়কেও দর্শক এক অন্য রকম চরিত্রে দেখবে । এখানে অভিনেতাকে দেখা যাবে একজন ডাক্তারের চরিত্রে। যে প্রতিনিয়ত রিমিকে বুঝিয়ে চলেছে মা শব্দের যথার্থতা । রিমির চরিত্রে অভিনয় করছেন শ্রেয়াসা ঘোষ, অনন্তর চরিত্রে অভিনয় করছেন ডঃ প্রবীর ভৌমিক ও চরকির চরিত্রে অভিনয় করেছে দেবকন্যা হাজরা । এছাড়াও তপন রায়, কাজু হালদার, বনশ্রী রায়, অনুসূয়া পাত্র, ইতি দাস, শতাব্দী দাস-সহ আরও অনেকে । চিত্রগ্রহণে পার্থ রক্ষিত । ওয়েব ফিল্মটি খুব শীঘ্রই মুক্তি পাবে জনপ্রিয় একটি ওটিটি প্ল্যাটফর্মে ।

Rabindra Sangeet by Indrani Sen
সম্পর্কের টানা পোড়েনের গল্প নিয়ে আসছে চরকি

আরও পড়ুন: 'পরিচালককে মানুষ হিসেবে ভালো না লাগলে কাজ করি না', একান্ত সাক্ষাৎকারে টোটা

কলকাতা, 29 মার্চ: মা ও তাঁর সন্তানের ভালোবাসার টানাপোড়নের গল্প বলতে আসছে ওয়েব ফিল্ম 'চরকি' । স্বভূমি এন্টারটেনমেন্টের ব্যানারে ডঃ প্রবীর ভৌমিকের প্রযোজনায় আসতে চলেছে এই ছবি ৷ ছবিটির পরিচালনার দায়িত্বে রয়ছেন তুহিন সিনহা । আর এই 'চরকি'র হাত ধরেই বহুদিন পর কোনও ছবির জন্য রবীন্দ্র সঙ্গীত গাইলেন ইন্দ্রাণী সেন ।

ইদানিংকালে ওয়েব সিরিজ কিংবা ওয়েব ফিল্ম মানেই টানটান উত্তেজনা, রহস্য রোমাঞ্চে ঠাসা থ্রিলার । বেশির ক্ষেত্রেই এই ধরনের গল্পই বেছে নেন পরিচালকরা ৷ তবে সেখানে দাঁড়িয়ে পরিচালক তুহিন সিনহা সম্পর্কের টানাপোড়নের গল্প নিয়ে দর্শকের মাঝে হাজির হতে চলেছেন । তাই ছবি নিয়ে আগ্রহ তো রয়েছেই দর্শক মহলে ৷ আর 'চেরি অন দ্য টপ' হতে চলেছে ইন্দ্রাণীর গান (Rabindra Sangeet by Indrani Sen in Film Charki) ৷

ছবির গল্পের দিকে তাকালে দেখা যাবে, একজন বছর চল্লিশের ছেলের সঙ্গে বিয়ে হয় বেশ কমবয়সি একটি মেয়ের । যে অভিনেত্রী হতে চেয়েছিল, যে তার কেরিয়ারটাকেই প্রাধান্য দিতে চেয়েছিল। সে মা হতে চায়নি কখনও। আবার পরে সেই মেয়েই মা হওয়ার জন্য কাকুতি মিনতি করতে থাকে ।
সৌমিত্র কুণ্ডুর সঙ্গীতায়োজনে ইন্দ্রাণী সেনের কন্ঠে দর্শক আবার বহুদিন পর রবীন্দ্রসঙ্গীত উপহার পাবে এই 'চরকি' নামের ওয়েব ফিল্মে ।

Rabindra Sangeet by Indrani Sen
খরাজকে এখানে দেখা যাবে একজন ডাক্তারের চরিত্রে

হাসির রাজা খরাজ মুখোপাধ্যায়কেও দর্শক এক অন্য রকম চরিত্রে দেখবে । এখানে অভিনেতাকে দেখা যাবে একজন ডাক্তারের চরিত্রে। যে প্রতিনিয়ত রিমিকে বুঝিয়ে চলেছে মা শব্দের যথার্থতা । রিমির চরিত্রে অভিনয় করছেন শ্রেয়াসা ঘোষ, অনন্তর চরিত্রে অভিনয় করছেন ডঃ প্রবীর ভৌমিক ও চরকির চরিত্রে অভিনয় করেছে দেবকন্যা হাজরা । এছাড়াও তপন রায়, কাজু হালদার, বনশ্রী রায়, অনুসূয়া পাত্র, ইতি দাস, শতাব্দী দাস-সহ আরও অনেকে । চিত্রগ্রহণে পার্থ রক্ষিত । ওয়েব ফিল্মটি খুব শীঘ্রই মুক্তি পাবে জনপ্রিয় একটি ওটিটি প্ল্যাটফর্মে ।

Rabindra Sangeet by Indrani Sen
সম্পর্কের টানা পোড়েনের গল্প নিয়ে আসছে চরকি

আরও পড়ুন: 'পরিচালককে মানুষ হিসেবে ভালো না লাগলে কাজ করি না', একান্ত সাক্ষাৎকারে টোটা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.