ETV Bharat / entertainment

Indian Rock Python: 'প্রধান' ছবির শুটিং স্পটে দেখা মিলল বিশাল অজগরের! তারপর? - শুটিং লোকেশন থেকে উদ্ধার এক বিশাল অজগর

'প্রধান' ছবির শুটিং এখন চলেছে উত্তরবঙ্গে ৷ এরই মাঝে হোটেলের নীচে দেখা মিলল এক বিশাল অজগরের ৷ কী করলেন অভিনেতারা? সোহমের মতো অনেকেই বেশ উপভোগ করলেন এই সর্প অভিযান পর্ব ৷

Pic Soham  instagram
সাপ উদ্ধারে হাজির সোহম
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 14, 2023, 1:23 PM IST

কলকাতা, 14 সেপ্টেম্বর: 'প্রধান' ছবির শুটিং লোকেশন থেকে উদ্ধার এক বিশাল অজগর ৷ দেব-সোহমের এই ছবির শুটিং এখন চলেছে উত্তরবঙ্গে ৷ আট বছর পর দুই অভিনেতাকে একসঙ্গে পর্দায় দেখতে এখন মুখিয়ে সকলে ৷ এরই মাঝে ঘটে গেল এই অনভিপ্রেত ঘটনা ৷ অভিনেতারা যে হোটেলে রয়েছেন তার ঠিক নীচেই দেখা মিলল এক বিশাল অজগরের ৷ অনেক সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, অজগরটি দৈর্ঘ্যে নাকি প্রায় 15 ফুট ৷ সকাল সকাল এই সাপ উদ্ধার পর্বের একটি ভিডিয়ো সোশালে শেয়ার করেছেন অভিনেতা বিশ্বনাথ বসু ৷ অন্যদিকে সোহম তো নিজেই ছবি তুলেছেন এই বিশালকায় সাপটির সঙ্গে ৷

বিশ্বনাথ সোশালে যে ভিডিয়োটি শেয়ার করেছেন তাতে দেখা যায় বেশ কয়েকজন মিলে সাপটিকে তুলে সরিয়ে নিয়ে যাচ্ছে ৷ সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সকাল সকাল সাপটিকে দেখতে পান ইউনিটের কিছু সদস্য ৷ তাঁদের চিৎকারেই জড়ো হন বাকি অভিনেতারাও ৷ আর তারপর শুরু হয় অজগর অভিযান ৷ 'আমাজন অভিযান' ছবিতে অবশ্য দেবকে এই সাপ খোপ সঙ্গে নিয়ে চলতে হয়েছে ৷ এমনকী 'ব্যোমকেশ ও দূর্গ রহস্য' ছবিতেও পোস্টারে তাঁর হাতে ছিল এক বিশাল সাপ ৷ কিন্তু তা বলে রিল লাইফ আর রিয়েল লাইফে পার্থক্য তো থেকেই যায় ৷

বৃহস্পতিবার সকালে অজগরের সঙ্গে ছবি শেয়ার করে সোহম লেখেন, "সুপ্রভাত! আজ সকালের প্রধান আকর্ষণ ৷" এরপর বিশ্বনাথও তাঁর ভিডিয়োর ক্যাপশানে জানান তাঁদের অভিযানের কাহিনি ৷ এর আগে পরিচালক অভিজিৎ সেনের সঙ্গে 'টনিক' এবং 'প্রজাপতি'র মতো কাজ করেছেন দেব ৷ আর এবার তাঁর নতুন বাজি 'প্রধান' ৷
আরও পড়ুন: 'মন্দার' এর মজনু বুড়িই এবার দেবের ছবিতে ঋষি অরবিন্দ

'প্রধান' ছবি নিয়ে খুব বেশি কিছু যদিও এখনও সামনে আসেনি ৷ তবে সোহম এবং দেব দু'জনকেই ছবিতে দেখা যাবে পুলিশ অফিসারের চরিত্রে ৷ ছবিতে থাকবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুও ৷ ছবির মুক্তির তারিখ এখনও সামনে আসেনি ৷

কলকাতা, 14 সেপ্টেম্বর: 'প্রধান' ছবির শুটিং লোকেশন থেকে উদ্ধার এক বিশাল অজগর ৷ দেব-সোহমের এই ছবির শুটিং এখন চলেছে উত্তরবঙ্গে ৷ আট বছর পর দুই অভিনেতাকে একসঙ্গে পর্দায় দেখতে এখন মুখিয়ে সকলে ৷ এরই মাঝে ঘটে গেল এই অনভিপ্রেত ঘটনা ৷ অভিনেতারা যে হোটেলে রয়েছেন তার ঠিক নীচেই দেখা মিলল এক বিশাল অজগরের ৷ অনেক সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, অজগরটি দৈর্ঘ্যে নাকি প্রায় 15 ফুট ৷ সকাল সকাল এই সাপ উদ্ধার পর্বের একটি ভিডিয়ো সোশালে শেয়ার করেছেন অভিনেতা বিশ্বনাথ বসু ৷ অন্যদিকে সোহম তো নিজেই ছবি তুলেছেন এই বিশালকায় সাপটির সঙ্গে ৷

বিশ্বনাথ সোশালে যে ভিডিয়োটি শেয়ার করেছেন তাতে দেখা যায় বেশ কয়েকজন মিলে সাপটিকে তুলে সরিয়ে নিয়ে যাচ্ছে ৷ সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সকাল সকাল সাপটিকে দেখতে পান ইউনিটের কিছু সদস্য ৷ তাঁদের চিৎকারেই জড়ো হন বাকি অভিনেতারাও ৷ আর তারপর শুরু হয় অজগর অভিযান ৷ 'আমাজন অভিযান' ছবিতে অবশ্য দেবকে এই সাপ খোপ সঙ্গে নিয়ে চলতে হয়েছে ৷ এমনকী 'ব্যোমকেশ ও দূর্গ রহস্য' ছবিতেও পোস্টারে তাঁর হাতে ছিল এক বিশাল সাপ ৷ কিন্তু তা বলে রিল লাইফ আর রিয়েল লাইফে পার্থক্য তো থেকেই যায় ৷

বৃহস্পতিবার সকালে অজগরের সঙ্গে ছবি শেয়ার করে সোহম লেখেন, "সুপ্রভাত! আজ সকালের প্রধান আকর্ষণ ৷" এরপর বিশ্বনাথও তাঁর ভিডিয়োর ক্যাপশানে জানান তাঁদের অভিযানের কাহিনি ৷ এর আগে পরিচালক অভিজিৎ সেনের সঙ্গে 'টনিক' এবং 'প্রজাপতি'র মতো কাজ করেছেন দেব ৷ আর এবার তাঁর নতুন বাজি 'প্রধান' ৷
আরও পড়ুন: 'মন্দার' এর মজনু বুড়িই এবার দেবের ছবিতে ঋষি অরবিন্দ

'প্রধান' ছবি নিয়ে খুব বেশি কিছু যদিও এখনও সামনে আসেনি ৷ তবে সোহম এবং দেব দু'জনকেই ছবিতে দেখা যাবে পুলিশ অফিসারের চরিত্রে ৷ ছবিতে থাকবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুও ৷ ছবির মুক্তির তারিখ এখনও সামনে আসেনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.