ETV Bharat / entertainment

Indians at Oscar Red Carpet: অস্কারের রেড কার্পেটে চোখ ধাঁধিয়েছেন যে ভারতীয় তারকারা - অস্কারের রেড কার্পেটে ভারতীয় তারকারা

অস্কারের রেড কার্পেট মাতিয়েছেন বেশ কয়েকজন ভারতীয় তারকা (Indians at Oscar Red Carpet)৷ 95তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের প্রাক্কালে তাঁদেরই একবার ফিরে দেখা যাক (Academy Awards Red Carpet)৷

Indians at Oscar Red Carpet ETV Bharat
প্রিয়াঙ্কা, ঐশ্বর্য, ফ্রিডা, মল্লিকা
author img

By

Published : Mar 12, 2023, 6:15 PM IST

কলকাতা, 12 মার্চ: বিভিন্ন অ্যাওয়ার্ড ফাংশনগুলির মধ্যে সবচেয়ে বড় অস্কারের আসর (Indians at Oscar Red Carpet)। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের (Academy Awards Red Carpet) গ্ল্যামার তুলনাহীন । এই আঙিনায় চলতি বছর ভারত বিশ্ব মানচিত্রে একটি বিশিষ্ট স্থান ধরে রেখেছে ৷ কারণ তিনটি এন্ট্রি লোভনীয় এই পুরস্কার জয়ে তাদের পথ প্রশস্ত করেছে । কিন্তু পুরস্কার ছাড়াও, অস্কারের অন্যতম আকর্ষণ রেড কার্পেট ৷

কেতাদুরস্ত ফ্যাশনে এই রেড কার্পেটে নজর কাড়বেন সেলিব্রিটিরা ৷ যাঁদের ক্যামেরাবন্দি করার জন্য তৈরি আন্তর্জাতিক চিত্রগ্রাহকরা ৷ প্রিয়াঙ্কা চোপড়া থেকে ঐশ্বর্য রাই বচ্চন, দেব প্যাটেল থেকে ফ্রিডা পিন্টো...ভারতীয় বংশোদ্ভূত তারকারা অস্কারের রেড কার্পেটে কখনওই তাঁদের আন্তর্জাতিক প্রতিপক্ষের থেকে কোনও অংশে পিছিয়ে ছিলেন না ৷ 95তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের প্রাক্কালে আসুন একবার ফিরে দেখি এর আগে অস্কারের রেড কার্পেটের কিছু মুহূর্ত, যেখানে অন্যান্য দেশের গ্ল্যামার জগতের পাশাপাশি তারার মতো জ্বলজ্বল করেছে ভারত ।

Aishwariya at Oscar Red Carpet
অস্কারের রেড কার্পেটে ঐশ্বর্য রাই বচ্চন

ঐশ্বর্য রাই বচ্চন

'যোধা আকবর' তারকা 83তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আসরে একটি আরমানি প্রাইভ গাউনে সবার চোখ ঝলসে দিয়েছিলেন রেড কার্পেটে ৷ খোলা চুল, কানের দুল, একটি আংটি এবং ব্রেসলেটে তিনি হয়ে উঠেছিলেন মোহময়ী । স্মোকি আই মেকআপের সঙ্গে হাল্কা গ্ল্যাম টাচে প্রাক্তন বিশ্বসুন্দরী সবার চোখ ধাঁধিয়ে দিয়েছিলেন ৷

সূত্র: টুইটার

Priyanka at Oscar Red Carpet
অস্কারের রেড কার্পেটে প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া

89তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আসরে একটি সাদা রাল্ফ রুশো জ্যামিতিক গাউনে রেড কার্পেট মাতিয়েছিলেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া । এক পাশে সিঁথি করা খোলা চুল তাঁর চেহারায় এক্স-ফ্যাক্টর হিসেবে কাজ করেছে ৷

সূত্র: টুইটার

Dev at Oscar Red Carpet
অস্কারের রেড কার্পেটে মায়ের সঙ্গে দেব প্যাটেল

দেব প্যাটেল

দেব তাঁর মায়ের 89তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের রেড কার্পেটে হেঁটেছিলেন । কালো বো টাই-সহ একটি সাদা ও কালো টাক্সেডো স্যুট তাঁর চেহারায় অন্য মাত্রা যোগ করে ৷ তাঁর মায়ের পরনে ছিল কালো শাড়ি ৷

সূত্র: টুইটার

Frieda at Oscar Red Carpet
অস্কারের রেড কার্পেটে ফ্রিডা পিন্টো

ফ্রিডা পিন্টো

81তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আসরে ন্যূনতম সাজে রেড কার্পেটে সবার থেকে আলাদা দেখাচ্ছিল ফ্রিডা পিন্টোকে ৷ তাঁর পরনে ছিল জন গ্যালিয়ানোর গাউন ৷

সূত্র: টুইটার

Mallika at Oscar Red Carpet
অস্কারের রেড কার্পেটে মল্লিকা শেরাওয়াত

মল্লিকা শেরাওয়াত

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের 83তম সংস্করণে একটি উজ্জ্বল থাই-হাই সাদা গাউন পরেছিলেন মল্লিকা শেরাওয়াত । সোশ্যাল মিডিয়ায় আগের সেই ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, "অস্কারে আমার উপস্থিতি মনে পড়ছে, দারুণ মজা ! অস্কার 2011 । রেড কার্পেট ।"

সূত্র: টুইটার

আরও পড়ুন: অস্কারের দৌড়ে থাকা কিরাভানিকে খ্যাতির সিঁড়িতে চড়ান আরজিভি, জানুন আরও অজানা তথ্য

কলকাতা, 12 মার্চ: বিভিন্ন অ্যাওয়ার্ড ফাংশনগুলির মধ্যে সবচেয়ে বড় অস্কারের আসর (Indians at Oscar Red Carpet)। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের (Academy Awards Red Carpet) গ্ল্যামার তুলনাহীন । এই আঙিনায় চলতি বছর ভারত বিশ্ব মানচিত্রে একটি বিশিষ্ট স্থান ধরে রেখেছে ৷ কারণ তিনটি এন্ট্রি লোভনীয় এই পুরস্কার জয়ে তাদের পথ প্রশস্ত করেছে । কিন্তু পুরস্কার ছাড়াও, অস্কারের অন্যতম আকর্ষণ রেড কার্পেট ৷

কেতাদুরস্ত ফ্যাশনে এই রেড কার্পেটে নজর কাড়বেন সেলিব্রিটিরা ৷ যাঁদের ক্যামেরাবন্দি করার জন্য তৈরি আন্তর্জাতিক চিত্রগ্রাহকরা ৷ প্রিয়াঙ্কা চোপড়া থেকে ঐশ্বর্য রাই বচ্চন, দেব প্যাটেল থেকে ফ্রিডা পিন্টো...ভারতীয় বংশোদ্ভূত তারকারা অস্কারের রেড কার্পেটে কখনওই তাঁদের আন্তর্জাতিক প্রতিপক্ষের থেকে কোনও অংশে পিছিয়ে ছিলেন না ৷ 95তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের প্রাক্কালে আসুন একবার ফিরে দেখি এর আগে অস্কারের রেড কার্পেটের কিছু মুহূর্ত, যেখানে অন্যান্য দেশের গ্ল্যামার জগতের পাশাপাশি তারার মতো জ্বলজ্বল করেছে ভারত ।

Aishwariya at Oscar Red Carpet
অস্কারের রেড কার্পেটে ঐশ্বর্য রাই বচ্চন

ঐশ্বর্য রাই বচ্চন

'যোধা আকবর' তারকা 83তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আসরে একটি আরমানি প্রাইভ গাউনে সবার চোখ ঝলসে দিয়েছিলেন রেড কার্পেটে ৷ খোলা চুল, কানের দুল, একটি আংটি এবং ব্রেসলেটে তিনি হয়ে উঠেছিলেন মোহময়ী । স্মোকি আই মেকআপের সঙ্গে হাল্কা গ্ল্যাম টাচে প্রাক্তন বিশ্বসুন্দরী সবার চোখ ধাঁধিয়ে দিয়েছিলেন ৷

সূত্র: টুইটার

Priyanka at Oscar Red Carpet
অস্কারের রেড কার্পেটে প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া

89তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আসরে একটি সাদা রাল্ফ রুশো জ্যামিতিক গাউনে রেড কার্পেট মাতিয়েছিলেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া । এক পাশে সিঁথি করা খোলা চুল তাঁর চেহারায় এক্স-ফ্যাক্টর হিসেবে কাজ করেছে ৷

সূত্র: টুইটার

Dev at Oscar Red Carpet
অস্কারের রেড কার্পেটে মায়ের সঙ্গে দেব প্যাটেল

দেব প্যাটেল

দেব তাঁর মায়ের 89তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের রেড কার্পেটে হেঁটেছিলেন । কালো বো টাই-সহ একটি সাদা ও কালো টাক্সেডো স্যুট তাঁর চেহারায় অন্য মাত্রা যোগ করে ৷ তাঁর মায়ের পরনে ছিল কালো শাড়ি ৷

সূত্র: টুইটার

Frieda at Oscar Red Carpet
অস্কারের রেড কার্পেটে ফ্রিডা পিন্টো

ফ্রিডা পিন্টো

81তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আসরে ন্যূনতম সাজে রেড কার্পেটে সবার থেকে আলাদা দেখাচ্ছিল ফ্রিডা পিন্টোকে ৷ তাঁর পরনে ছিল জন গ্যালিয়ানোর গাউন ৷

সূত্র: টুইটার

Mallika at Oscar Red Carpet
অস্কারের রেড কার্পেটে মল্লিকা শেরাওয়াত

মল্লিকা শেরাওয়াত

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের 83তম সংস্করণে একটি উজ্জ্বল থাই-হাই সাদা গাউন পরেছিলেন মল্লিকা শেরাওয়াত । সোশ্যাল মিডিয়ায় আগের সেই ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, "অস্কারে আমার উপস্থিতি মনে পড়ছে, দারুণ মজা ! অস্কার 2011 । রেড কার্পেট ।"

সূত্র: টুইটার

আরও পড়ুন: অস্কারের দৌড়ে থাকা কিরাভানিকে খ্যাতির সিঁড়িতে চড়ান আরজিভি, জানুন আরও অজানা তথ্য

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.