ETV Bharat / entertainment

Iman Chakraborty: অনুপমের অ্যালবাম প্রকাশে মঞ্চে অতিথিদের পাশে ডাক পেলেন না ইমন - Iman Chakraborty did not get a call on the stage

শুক্রবার প্রকাশ পেল অনুপমের নতুন অ্যালবাম 'অদৃশ্য নাগরদোলার ট্রিপ' ৷ অনুষ্ঠান মঞ্চে এদিন ডাকা হল না ইমন চক্রবর্তীকে ৷

Iman Chakraborty
অনুপমের অ্যালবাম মুক্তির দিনে মঞ্চে ডাক পেলেন না ইমন
author img

By

Published : Apr 1, 2023, 10:49 AM IST

কলকাতা, 1 এপ্রিল: অনুপমের আটটি গানের অ্যালবাম 'অদৃশ্য নাগরদোলার ট্রিপ' রিলিজ হল শুক্রবার । নানা স্বাদের মোট আটটি গান স্থান পেয়েছে অ্যালবামে । গান প্রকাশ উপলক্ষে বাইপাসের ধারে কলকাতা সেন্টার অফ ক্রিয়েটিভিটিতে একটি প্রদর্শনীর আয়োজন করা হয় এদিন । অনুপমের গানের কথা মাথায় রেখে নানা শিল্পকীর্তি করেছেন বিভিন্ন শিল্পীরা । সেগুলি প্রদর্শিত হচ্ছে প্রদর্শনীতে । প্রদর্শনীটি চলবে 2 এপ্রিল পর্যন্ত ।

অনুষ্ঠানে হাজির ছিলেন প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় থেকে শুরু করে সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়, চন্দ্রিল ভট্টাচার্য, সোহিনী সরকার এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী । ইমনের সঙ্গে অনুপমের একটি বিশেষ যোগাযোগও আছে। ইমন জাতীয় পুরস্কার পান 'প্রাক্তন' ছবির 'তুমি যাকে ভালোবাসো' গানটির জন্য । গানটি লিখেছেন অনুপম । সুরও তাঁরই দেওয়া। কিন্তু ইমনকেই এদিন ডেকে নেওয়া হয়নি মঞ্চে । উপস্থিত সকল বিশিষ্ট এদিন জায়গা পেয়েছিলেন মঞ্চে । কেবল ডাকা হয়নি ইমনকে । দর্শকাসন থেকেই গোটা অনুষ্ঠান উপভোগ করছিলেন গায়িকা ।

তাঁকে মঞ্চে না ডাকায় তাঁর মধ্যে এতটুকু বিরক্তির প্রকাশ দেখা যায়নি । অনুষ্ঠান শেষ হওয়ার বেশ খানিকটা আগেই তিনি বেরিয়ে যান অবশ্য । এই ব্যাপারে ইটিভি ভারতকে তিনি বলেন, "আমার এতে কোনও ক্ষোভ নেই । যোগ্যদের ডেকে নেওয়া হয়েছে । এই ব্যাপারে আমার কিছু বলারও নেই । খুব সুন্দর অনুষ্ঠান । অনুপমদার নতুন অ্যালবাম, তাও আবার আটটা গান । দারুণ ব্যাপার ।"
সুতরাং এর থেকে স্পষ্ট যে এই ব্যাপার নিয়ে জলঘোলা হোক না চান না জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই সঙ্গীত শিল্পী । জীবনে আরও অনেক ভালো ভালো কাজ করার মন্ত্র নিয়েছেন তিনি । কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর নতুন গান 'আছো কেমন' ৷ এটি অবশ্য় সিঙ্গেলস নয় ৷ গানটি রয়েছে অঙ্কুশ এবং ঐন্দ্রিলার নতুন ছবি 'লাভ ম্যারেজ'-এ ৷ ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী 14 এপ্রিল ৷

আরও পড়ুন: অঙ্কুশ ঐন্দ্রিলার 'লাভ ম্যারেজে'র দ্বিতীয় ট্রেলার

কলকাতা, 1 এপ্রিল: অনুপমের আটটি গানের অ্যালবাম 'অদৃশ্য নাগরদোলার ট্রিপ' রিলিজ হল শুক্রবার । নানা স্বাদের মোট আটটি গান স্থান পেয়েছে অ্যালবামে । গান প্রকাশ উপলক্ষে বাইপাসের ধারে কলকাতা সেন্টার অফ ক্রিয়েটিভিটিতে একটি প্রদর্শনীর আয়োজন করা হয় এদিন । অনুপমের গানের কথা মাথায় রেখে নানা শিল্পকীর্তি করেছেন বিভিন্ন শিল্পীরা । সেগুলি প্রদর্শিত হচ্ছে প্রদর্শনীতে । প্রদর্শনীটি চলবে 2 এপ্রিল পর্যন্ত ।

অনুষ্ঠানে হাজির ছিলেন প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় থেকে শুরু করে সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়, চন্দ্রিল ভট্টাচার্য, সোহিনী সরকার এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী । ইমনের সঙ্গে অনুপমের একটি বিশেষ যোগাযোগও আছে। ইমন জাতীয় পুরস্কার পান 'প্রাক্তন' ছবির 'তুমি যাকে ভালোবাসো' গানটির জন্য । গানটি লিখেছেন অনুপম । সুরও তাঁরই দেওয়া। কিন্তু ইমনকেই এদিন ডেকে নেওয়া হয়নি মঞ্চে । উপস্থিত সকল বিশিষ্ট এদিন জায়গা পেয়েছিলেন মঞ্চে । কেবল ডাকা হয়নি ইমনকে । দর্শকাসন থেকেই গোটা অনুষ্ঠান উপভোগ করছিলেন গায়িকা ।

তাঁকে মঞ্চে না ডাকায় তাঁর মধ্যে এতটুকু বিরক্তির প্রকাশ দেখা যায়নি । অনুষ্ঠান শেষ হওয়ার বেশ খানিকটা আগেই তিনি বেরিয়ে যান অবশ্য । এই ব্যাপারে ইটিভি ভারতকে তিনি বলেন, "আমার এতে কোনও ক্ষোভ নেই । যোগ্যদের ডেকে নেওয়া হয়েছে । এই ব্যাপারে আমার কিছু বলারও নেই । খুব সুন্দর অনুষ্ঠান । অনুপমদার নতুন অ্যালবাম, তাও আবার আটটা গান । দারুণ ব্যাপার ।"
সুতরাং এর থেকে স্পষ্ট যে এই ব্যাপার নিয়ে জলঘোলা হোক না চান না জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই সঙ্গীত শিল্পী । জীবনে আরও অনেক ভালো ভালো কাজ করার মন্ত্র নিয়েছেন তিনি । কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর নতুন গান 'আছো কেমন' ৷ এটি অবশ্য় সিঙ্গেলস নয় ৷ গানটি রয়েছে অঙ্কুশ এবং ঐন্দ্রিলার নতুন ছবি 'লাভ ম্যারেজ'-এ ৷ ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী 14 এপ্রিল ৷

আরও পড়ুন: অঙ্কুশ ঐন্দ্রিলার 'লাভ ম্যারেজে'র দ্বিতীয় ট্রেলার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.