ETV Bharat / entertainment

Ileana D Cruz Dating: কে তাঁর জীবনের রহস্যময় পুরুষ? খোলসা করলেন ইলিয়ানা - Ileana D Cruz Dating

জল্পনা চলছিল অনেকদিন থেকেই ৷ ইলিয়ানার জীবনের রহস্য়ময় পুরুষটি কে, কী তাঁর নাম ? এবার এই নিয়ে সমস্ত জল্পনায় জল ঢাললেন ইলিয়ানা ৷

Ileana D Cruz Dating
সামনে এল ইলিয়ানার প্রিয়তমের মুখ
author img

By

Published : Jul 17, 2023, 10:16 AM IST

Updated : Jul 17, 2023, 1:29 PM IST

হায়দরাবাদ, 17 জুলাই: কয়েকদিন আগেই পরিবারের নতুন সদস্য়ের আগমনের খবর অনুরাগীদের জানিয়েছিলেন ইলিয়ানা ডিক্রুজ ৷ তাঁর বেবি বাম্প ফটোশুটের ঝলকও ইতিমধ্য়েই সামনে এসেছে ৷ তবে এখনও পর্যন্ত অভিনেত্রী সযত্নে তাঁর প্রিয়তমের নাম গোপনে রেখেছেন ৷ জন সমক্ষে একবারও নয়িকাকে এই নিয়ে মুখ খুলতে দেখা যায়নি ৷ এবার সেই বিশেষ মানুষের ছবি প্রকাশ্যে আনলেন তিনি। এমনিতেই ইলিয়ানাকে নিয়ে চর্চার শেষ নেই ৷ কখনও তাঁর নাম জড়ায় ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্টিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে। কখনও আবার নাম জড়িয়েছে ফটোগ্রাফার অ্যান্ড্রু নিবানের সঙ্গেও ৷ এবার অবশেষে তিনি সামনে আনলেন তাঁর এই রহস্য়ময় প্রিয়তমের মুখ ৷

Ileana D Cruz Dating
প্রকাশ্য়ে এল ইলিয়ানার প্রিয়তমের মুখ

সম্প্রতি মালদ্বীপে ক্য়াটরিনা কাইফ এবং ভিকি কৌশলের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন ইলিয়ানা ৷ সেখানে উপস্থিত ছিলেন ক্য়াটরিনার ভাই সেবাস্টিয়ান লরেন্ট মিশেলও ৷ তাঁদের দু'জনকে বেশ কয়েকটি ছবিতে একসঙ্গেও দেখা যায় ৷ এটা দেখে অনেকেই মনে করেছিলেন, তাঁরা দু'জন হয়তো সম্পর্কে জড়িয়েছেন ৷ কিন্তু জল্পনায় জল ঢেলে দিলেন নায়িকা ৷ যদিও প্রিয়তমের নাম তিনি জানাননি । তবে তিনি যে সেবাস্টিয়ান নন তা এখন স্পষ্ট ৷

সোমবার তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি কোলাজ শেয়ার করেছেন নায়িকা ৷ কোলাজের তিনটি ছবিতে অভিনেত্রীকে তাঁর প্রেমিকের সঙ্গে রোম্যান্টিক সময় কাটাতে দেখা গিয়েছে ৷ ছবির উপরে তিনি লিখেছেন, "ডেট নাইট ৷" সঙ্গে ব্যবহার করেছেন একটি হার্ট ইমোটিকন ৷ মাস তিনেক আগে ঠিক এভাবেই একটি ধূসর রঙের টি শার্ট আর একটি 'মাম্মা পেন্ডেন্ট'-এর ছবি শেয়ার করে তাঁর মাতৃত্বের কথা ঘোষণা করেছিলেন ইলিয়ানা ৷ ক্যাপশানে লিখেছিলেন, "একটি নতুন জার্নি শুরু হতে চলেছে ৷"

আরও পড়ুন: 'বিস্ময়ে মুগ্ধ হই...প্রতিদিন', অর্ধাঙ্গিনীর জন্মদিনে শুভেচ্ছা বার্তা ভিকির

এরপর থেকেই সোশাল মিডিয়ায় নানা প্রশ্ন উঠেছে ৷ তিনি বেবিবাম্পের ছবি পোস্ট করার পরই কেউ কেউ লিখেছেন, "উনি কি বিবাহিত নাকি?" কারও উপলব্ধি, "এই সমস্ত কারণেই কেরালা স্টোরি হয় ৷" আবার কেউ কেউ সমর্থনও করেছেন ইলিয়ানাকে ৷ তাঁকে আগামী জীবনের জন্য অভিনন্দনও জানিয়েছেন ৷ আর এবার অবশেষে তাঁর ডেটিং পার্টনারের মুখ সামনে আনলেন ইলিয়ানা ৷

হায়দরাবাদ, 17 জুলাই: কয়েকদিন আগেই পরিবারের নতুন সদস্য়ের আগমনের খবর অনুরাগীদের জানিয়েছিলেন ইলিয়ানা ডিক্রুজ ৷ তাঁর বেবি বাম্প ফটোশুটের ঝলকও ইতিমধ্য়েই সামনে এসেছে ৷ তবে এখনও পর্যন্ত অভিনেত্রী সযত্নে তাঁর প্রিয়তমের নাম গোপনে রেখেছেন ৷ জন সমক্ষে একবারও নয়িকাকে এই নিয়ে মুখ খুলতে দেখা যায়নি ৷ এবার সেই বিশেষ মানুষের ছবি প্রকাশ্যে আনলেন তিনি। এমনিতেই ইলিয়ানাকে নিয়ে চর্চার শেষ নেই ৷ কখনও তাঁর নাম জড়ায় ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্টিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে। কখনও আবার নাম জড়িয়েছে ফটোগ্রাফার অ্যান্ড্রু নিবানের সঙ্গেও ৷ এবার অবশেষে তিনি সামনে আনলেন তাঁর এই রহস্য়ময় প্রিয়তমের মুখ ৷

Ileana D Cruz Dating
প্রকাশ্য়ে এল ইলিয়ানার প্রিয়তমের মুখ

সম্প্রতি মালদ্বীপে ক্য়াটরিনা কাইফ এবং ভিকি কৌশলের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন ইলিয়ানা ৷ সেখানে উপস্থিত ছিলেন ক্য়াটরিনার ভাই সেবাস্টিয়ান লরেন্ট মিশেলও ৷ তাঁদের দু'জনকে বেশ কয়েকটি ছবিতে একসঙ্গেও দেখা যায় ৷ এটা দেখে অনেকেই মনে করেছিলেন, তাঁরা দু'জন হয়তো সম্পর্কে জড়িয়েছেন ৷ কিন্তু জল্পনায় জল ঢেলে দিলেন নায়িকা ৷ যদিও প্রিয়তমের নাম তিনি জানাননি । তবে তিনি যে সেবাস্টিয়ান নন তা এখন স্পষ্ট ৷

সোমবার তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি কোলাজ শেয়ার করেছেন নায়িকা ৷ কোলাজের তিনটি ছবিতে অভিনেত্রীকে তাঁর প্রেমিকের সঙ্গে রোম্যান্টিক সময় কাটাতে দেখা গিয়েছে ৷ ছবির উপরে তিনি লিখেছেন, "ডেট নাইট ৷" সঙ্গে ব্যবহার করেছেন একটি হার্ট ইমোটিকন ৷ মাস তিনেক আগে ঠিক এভাবেই একটি ধূসর রঙের টি শার্ট আর একটি 'মাম্মা পেন্ডেন্ট'-এর ছবি শেয়ার করে তাঁর মাতৃত্বের কথা ঘোষণা করেছিলেন ইলিয়ানা ৷ ক্যাপশানে লিখেছিলেন, "একটি নতুন জার্নি শুরু হতে চলেছে ৷"

আরও পড়ুন: 'বিস্ময়ে মুগ্ধ হই...প্রতিদিন', অর্ধাঙ্গিনীর জন্মদিনে শুভেচ্ছা বার্তা ভিকির

এরপর থেকেই সোশাল মিডিয়ায় নানা প্রশ্ন উঠেছে ৷ তিনি বেবিবাম্পের ছবি পোস্ট করার পরই কেউ কেউ লিখেছেন, "উনি কি বিবাহিত নাকি?" কারও উপলব্ধি, "এই সমস্ত কারণেই কেরালা স্টোরি হয় ৷" আবার কেউ কেউ সমর্থনও করেছেন ইলিয়ানাকে ৷ তাঁকে আগামী জীবনের জন্য অভিনন্দনও জানিয়েছেন ৷ আর এবার অবশেষে তাঁর ডেটিং পার্টনারের মুখ সামনে আনলেন ইলিয়ানা ৷

Last Updated : Jul 17, 2023, 1:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.