হায়দরাবাদ, 12 জুন: বর্তমানে টুইটারে বেশ ট্রেন্ডিং হ্যাশ ট্যাগ আস্ক মি ৷ তারকারাও পিছিয়ে নেই সেই ট্রেন্ডিং থেকে ৷ সোমবার আস্ক এসআরকে সেশনে অনুরাগীদের একের পর এক প্রশ্নের দুষ্টু-মিষ্টি জবাব দিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান ৷ তিনি তাঁর সন্তানদের কী শিক্ষা দিতে চান থেকে শুরু করে 'জওয়ান' ও 'ডানকি'-র মধ্যে কোন ছবিটা তাঁর কাছে করা বেশি কঠিন ছিল নানা প্রশ্নের জবাব দিয়েছেন কিং খান ৷ সেই প্রশ্নোত্তর পর্ব এখন ভাইরাল সোশাল মিডিয়ায় ৷
-
Nahi maine apne clones chaaron taraf bhej rakhe hain… https://t.co/xSp3qHVbv0
— Shah Rukh Khan (@iamsrk) June 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Nahi maine apne clones chaaron taraf bhej rakhe hain… https://t.co/xSp3qHVbv0
— Shah Rukh Khan (@iamsrk) June 12, 2023Nahi maine apne clones chaaron taraf bhej rakhe hain… https://t.co/xSp3qHVbv0
— Shah Rukh Khan (@iamsrk) June 12, 2023
যেমন এক অনুরাগী প্রশ্ন করেছেন, ছোটবেলায় বাদশা গুলি খেলেছেন কি না? জবাবে বাদশা লিখেছেন, "প্রচুর খেলেছি ৷ এমনকী লাট্টু পর্যন্ত খেলেছি ৷ তবে বেশি পছন্দ ছিল গুলি ডান্ডা খেলা ৷" আবার এক অনুরাগী প্রশ্ন করেছেন, মিডল ক্লাস পরিবার থেকে তিনি এসেছেন ৷ কেমন ছিল সেই লড়াই ? জবাবে কিং খান বলেছেন, "জীবন আমার কাছে সবসময় সুন্দরভাবেই এসেছে ৷ দর্শক ও অন্যান্যদের ভালোবাসা পেয়েছি প্রচুর ৷ তাই সত্যি বলতে খুব একটা স্ট্রাগল করতে হয়নি ৷"
-
Bahut khela hai…use to love it and Lattoo also. Gulli Danda was my favourite. https://t.co/yLAXaaWaqx
— Shah Rukh Khan (@iamsrk) June 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Bahut khela hai…use to love it and Lattoo also. Gulli Danda was my favourite. https://t.co/yLAXaaWaqx
— Shah Rukh Khan (@iamsrk) June 12, 2023Bahut khela hai…use to love it and Lattoo also. Gulli Danda was my favourite. https://t.co/yLAXaaWaqx
— Shah Rukh Khan (@iamsrk) June 12, 2023
হ্যাশট্যাগ এসআরকে সেশনে প্রশ্ন এসেছে, নিজের এই খ্যাতি কেমন উপভোগ করেন? শাহরুখের জবাব, "কেউ কাজের পিছনে যে কঠিন পরিশ্রম রয়েছে সেটা লক্ষ্য করে না ৷ তাই আমি আমার খ্যাতি উপভোগ করি ৷" অপর এক অনুরাগীর প্রশ্ন, বাবা হিসাবে গর্ব অনুভব করেন ? সোজা সাপটা জবাব শাহরুখের ৷ তিনি বলেন, "বাবারা সবসময় সন্তানদের একটু বেশি এগিয়ে রাখে সবকিছুতে ৷ কিন্তু আসলে আমি জোয়া আখতারের ছবি দেখার অপেক্ষায় রয়েছি ৷" বলা বাহুল্য, এই কথায় বোঝাই গিয়েছে, অভিনয় দেখেই তবে নম্বর দেবেন বাবা শাহরুখ ৷
-
Life in overall has been very good to me. Audience and everyone has given too much love…so not difficult at all really. https://t.co/3DxkrKnkln
— Shah Rukh Khan (@iamsrk) June 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Life in overall has been very good to me. Audience and everyone has given too much love…so not difficult at all really. https://t.co/3DxkrKnkln
— Shah Rukh Khan (@iamsrk) June 12, 2023Life in overall has been very good to me. Audience and everyone has given too much love…so not difficult at all really. https://t.co/3DxkrKnkln
— Shah Rukh Khan (@iamsrk) June 12, 2023
আবার এক অনুরাগী প্রশ্ন করেছেন, অতীত থেকে পিছু ছাড়া যায় কীভাবে? শাহরুখ এর সুন্দর জবাব দিয়েছেন ৷ তিনি লিখেছেন, "আমি অতীতের দিকে ফিরে তাকাই না ৷ আমি প্রত্যেক মুহূর্ত উপভোগ করাকে বিশ্বাস করি ৷ স্মৃতি বা অতীত নিয়ে ভাবব যখন আমি অবসর গ্রহণ করব ৷" অনুরাগীদের প্রশ্নের জবাবে ভোলেননি, জওয়ান যেমন মুক্তি পাওয়ার অপেক্ষায় তেমনি 'ডানকি'-র থেকে 'জওয়ান'-এ অ্যাকশন দৃশ্য বেশি ৷ তাই এই ছবি তাঁর কাছে ছিল বেশি চ্যালেঞ্জিং ৷
-
No one will ever see the hard work behind that game…that’s what I enjoy. https://t.co/B3gio5UFTL
— Shah Rukh Khan (@iamsrk) June 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">No one will ever see the hard work behind that game…that’s what I enjoy. https://t.co/B3gio5UFTL
— Shah Rukh Khan (@iamsrk) June 12, 2023No one will ever see the hard work behind that game…that’s what I enjoy. https://t.co/B3gio5UFTL
— Shah Rukh Khan (@iamsrk) June 12, 2023
আরও পড়ুন: নতুন ছবির নয়া পোস্টার নিয়ে হাজির শাহরুখ-তনয়া সুহানা
বলা বাহুল্য, 15 মিনিটের এই খেলায় কাউকেই নিরাশ করেননি বলিউড পাঠান ৷ প্রত্যেক অনুরাগীর প্রশ্নের জবাব দিয়েছেন তিনি ৷ যার কোনটায় ছিল দুষ্টুমিতে ভরা আবার কোনটায় ছিল বুদ্ধিদীপ্ততার পরিচয় ৷