ETV Bharat / entertainment

Kaho Naa... Pyaar Hai Turns 23: কহো না...প্যায়ার হ্যায় 23 বছরপূর্তি ! কেমন আছেন হৃত্বিকের সেই ছোট্ট ভাই অমিত - Kaho Naa Pyaar Hai Turns 23

কহো না... পেয়ার হ্যায়'র আজ 23 বছর বর্ষপূর্তি ৷ এই ছবির হাত ধরেই হৃত্বিক রোশন বলিউডে ডেবিউ করেছিলেন ৷ আর তাতেই সুপারস্টার বিশেষণটি তাঁর নামের পাশে পাকাপাকিভাবে বসে গিয়েছিল ৷ আর এই ছবিকে স্মরণ করে, অভিষেক শর্মা, ছবিতে হৃত্বিক রোশনের ছোট ভাইয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন, তিনি এইদিনটিকে উপলক্ষ্য করে একটি ছবি শেয়ার করেছেন ৷ 23 বছর পর তাঁকে দেখতে কেমন লাগছে (How Abhishek Sharma Looks Like Now)?

Kaho Naa Pyaar Hai
কাহো না প্যায়ার হ্যায় পূর্ণ হল 23 বছরে
author img

By

Published : Jan 14, 2023, 10:12 PM IST

Updated : Jan 14, 2023, 10:39 PM IST

মুম্বই, 14 জানুয়ারি: শনিবার 23 বছর পূর্ণ করল কহো না... প্যায়ার হ্যায়। 2000 সালে ঠিক এইদিনে মুক্তি পেয়েছিল হৃত্বিক রোশন ও আমিশা প্যাটেল অভিনীত 'কহো না... প্যায়ার হ্যায়' ছবিটি । আর ব্লকবাস্টার ছবির 23তম বর্ষপূর্তিতে ইনস্টায় একটি ছবি শেয়ার করলেন রিলের ছোট্ট অমিত ওরফে অভিষেক শর্মা, যিনি ছবিতে হৃত্বিক রোশনের ছোট ভাইয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন ৷ কেমন আছেন অভিষেক (Do You Remember This Kaho Naa... Pyaar Hai Boy)?

ছবিতে বোবার চরিত্রে অভিনয় করা অমিত ছিল দাদা অন্তপ্রাণ ৷ আবেগ-অনুভূতি, সর্বোপরি অভিব্যক্তি দিয়ে পর্দার ছোট্ট অমিত, হৃত্বিক রোশনের ভাই হিসেবে দর্শকদের মন কেড়েছিল ভীষণ ৷ ওই বয়সেই ইন্ডাস্ট্রিতে সেলেব তকমা পেয়েছিল সে। কিন্তু এখন কী করছে অভিষেক, জানেন? এখন অভিষেককে দেখলে ছোট্ট অমিতের সঙ্গে তাঁকে মেলানো দায় ৷ অভিষেক পড়াশোনা শেষ করার পর অভিনয়কেই কেরিয়ার হিসেবে বেছে নিয়েছেন। বিভিন্ন টিভি-শোতে তাঁকে দেখা গেলেও 'কহো না... প্যায়ার হ্যায়' মতো সাফল্য মেলেনি আর ৷ তাঁর মতে, একটা বিরতি বদলে দিতে পারে জীবন।

ইনস্টাগ্রামে এদিন অভিষেক শর্মা 'কহো না... প্যায়ার হ্যায়'-র একটি ছবির পাশে বর্তমান একটি ছবি শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, "এ এক দীর্ঘ যাত্রা ৷ আমি অত্যন্ত আশীর্বাদধন্য যে এই ঐতিহাসিক চলচ্চিত্রের অংশ হতে পেরেছিলাম ৷ যে শিক্ষা আমি পেয়েছি তা দীর্ঘ সময় ধরে আমার কাছেই রেখেছি এবং এখনও তা সঙ্গে নিয়ে চলছি ৷" সমর্থন ও সুযোগের জন্য তিনি ছবির পরিচালক রাকেশ রোশন এবং অভিনেতা হৃত্বিক রোশনকে ধন্যবাদ জানিয়েছেন। রাকেশ রোশনকে উল্লেখ করে অভিষেক লিখেছেন, "কাকুকে ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য ৷" পাশাপাশি হৃত্বিক রোশনকে উল্লেখ করে তিনি লিখেছেন, "ধন্যবাদ দাদা ৷ আমাকে প্রতিটা দিন নতুন করে অনুপ্রাণিত করার জন্য ৷ এই জার্নির জন্য আমার ছোটবেলাটা অনেক বেশি স্পেশাল ৷"

আরও পড়ুন: 'অভিনন্দন শেহজাদা', সম্পর্কের কচকচানি ভুলে কার্তিকের প্রশংসা করণের

'কহো না... প্যায়ার হ্যায়'-কে পিছনে ফেলে আপাতত টেলি জগতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। গত বছর, তিনি অভিনেত্রী কানন শর্মাকে বিয়ে করেন ৷ যদিও এই বিয়ে হয়েছিল সাদামাটা ৷ হাতে গোনা কয়েকজনকেই আমন্ত্রণ জানানো হয়েছিল। যদিও বিয়ের ভিডিয়োটি তিনি পরে ইউটিউব চ্যানেলে শেয়ার করেছেন। অভিষেক ইনস্টাতে বেশ অ্যাক্টিভ ৷ প্রায়ই ছবি শেয়ার করে থাকেন তিনি ৷

মুম্বই, 14 জানুয়ারি: শনিবার 23 বছর পূর্ণ করল কহো না... প্যায়ার হ্যায়। 2000 সালে ঠিক এইদিনে মুক্তি পেয়েছিল হৃত্বিক রোশন ও আমিশা প্যাটেল অভিনীত 'কহো না... প্যায়ার হ্যায়' ছবিটি । আর ব্লকবাস্টার ছবির 23তম বর্ষপূর্তিতে ইনস্টায় একটি ছবি শেয়ার করলেন রিলের ছোট্ট অমিত ওরফে অভিষেক শর্মা, যিনি ছবিতে হৃত্বিক রোশনের ছোট ভাইয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন ৷ কেমন আছেন অভিষেক (Do You Remember This Kaho Naa... Pyaar Hai Boy)?

ছবিতে বোবার চরিত্রে অভিনয় করা অমিত ছিল দাদা অন্তপ্রাণ ৷ আবেগ-অনুভূতি, সর্বোপরি অভিব্যক্তি দিয়ে পর্দার ছোট্ট অমিত, হৃত্বিক রোশনের ভাই হিসেবে দর্শকদের মন কেড়েছিল ভীষণ ৷ ওই বয়সেই ইন্ডাস্ট্রিতে সেলেব তকমা পেয়েছিল সে। কিন্তু এখন কী করছে অভিষেক, জানেন? এখন অভিষেককে দেখলে ছোট্ট অমিতের সঙ্গে তাঁকে মেলানো দায় ৷ অভিষেক পড়াশোনা শেষ করার পর অভিনয়কেই কেরিয়ার হিসেবে বেছে নিয়েছেন। বিভিন্ন টিভি-শোতে তাঁকে দেখা গেলেও 'কহো না... প্যায়ার হ্যায়' মতো সাফল্য মেলেনি আর ৷ তাঁর মতে, একটা বিরতি বদলে দিতে পারে জীবন।

ইনস্টাগ্রামে এদিন অভিষেক শর্মা 'কহো না... প্যায়ার হ্যায়'-র একটি ছবির পাশে বর্তমান একটি ছবি শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, "এ এক দীর্ঘ যাত্রা ৷ আমি অত্যন্ত আশীর্বাদধন্য যে এই ঐতিহাসিক চলচ্চিত্রের অংশ হতে পেরেছিলাম ৷ যে শিক্ষা আমি পেয়েছি তা দীর্ঘ সময় ধরে আমার কাছেই রেখেছি এবং এখনও তা সঙ্গে নিয়ে চলছি ৷" সমর্থন ও সুযোগের জন্য তিনি ছবির পরিচালক রাকেশ রোশন এবং অভিনেতা হৃত্বিক রোশনকে ধন্যবাদ জানিয়েছেন। রাকেশ রোশনকে উল্লেখ করে অভিষেক লিখেছেন, "কাকুকে ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য ৷" পাশাপাশি হৃত্বিক রোশনকে উল্লেখ করে তিনি লিখেছেন, "ধন্যবাদ দাদা ৷ আমাকে প্রতিটা দিন নতুন করে অনুপ্রাণিত করার জন্য ৷ এই জার্নির জন্য আমার ছোটবেলাটা অনেক বেশি স্পেশাল ৷"

আরও পড়ুন: 'অভিনন্দন শেহজাদা', সম্পর্কের কচকচানি ভুলে কার্তিকের প্রশংসা করণের

'কহো না... প্যায়ার হ্যায়'-কে পিছনে ফেলে আপাতত টেলি জগতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। গত বছর, তিনি অভিনেত্রী কানন শর্মাকে বিয়ে করেন ৷ যদিও এই বিয়ে হয়েছিল সাদামাটা ৷ হাতে গোনা কয়েকজনকেই আমন্ত্রণ জানানো হয়েছিল। যদিও বিয়ের ভিডিয়োটি তিনি পরে ইউটিউব চ্যানেলে শেয়ার করেছেন। অভিষেক ইনস্টাতে বেশ অ্যাক্টিভ ৷ প্রায়ই ছবি শেয়ার করে থাকেন তিনি ৷

Last Updated : Jan 14, 2023, 10:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.